Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-7 First Lesson All Important Short Question Answer

সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 

আমাদের ছাত্র-ছাত্রীর শিক্ষার হার আরো উন্নত করতে আমাদের এই ব্লক নিয়ে এসেছে নিত্যনতুন প্রশ্ন উত্তর যা সহজে পাঠ করে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। খুবই সহজ সরল ভাষায় এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়। আমাদের এই ওয়েবসাইটটি অনুসরণ করুন এবং পরীক্ষায় ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-7 First Lesson All Important Short Question Answer

Class – 7
ভূগোল প্রথম অধ্যায়
পৃথিবীর পরিক্রমণ


১. সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড় ?
উত্তর: ১৩ লক্ষ গুণ ।

২. সমস্ত জীবজগৎ কার উপর নির্ভরশীল ?
উত্তর: সূর্যের উপর।

৩. সূর্য থেকে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে কি বলে ?
উত্তর: অনুসুর অবস্থান।

৪. জল বিষুবের অপর নাম কি ?
উত্তর: শরৎকালীন বিষুব ।

৫. কোন দিনটিকে জল বিষুব বলে ?
উত্তর: ২৩ শে সেপ্টেম্বর ।

৬. বিষুব কথার অর্থ কি ?
উত্তর: সমান দিন ও রাত্রি ।

৭. মহাবিষুব এর অপর নাম কি ?
উত্তর: বসন্তকালীন বিষুব ।

৮. কোন দিনকে কর্কটক্রান্তি বলে ?
উত্তর: ২১ জুন ।

৯. অধিবর্ষে বছরে ফেব্রুয়ারি মাস কত দিনের হয়?
উত্তর: ২৯ দিন ।

১০. পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণ করে হেলে থাকে ?
উত্তর: সাড়ে ৬৬ ডিগ্রি ।

১১. সূর্যের আপাত গতিপথ কে কি বলে ?
উত্তর: রবিমার্গ।

১২. সূর্যের আপাত গতিপথের আকার কি রকম ?
উত্তর: অর্ধবৃত্তাকার ।

১৩. মেরু অঞ্চলে একটানা রাত চলার সময় মাঝেমাঝে আকাশে রামধনুর মতো রঙিন আলোর জ্যোতিষ্ক কে কি বলে ?
উত্তর: মেরুপ্রভা ।

১৪. কোন রেখা সূর্য রশ্মি সর্বাধিক কৌণিক কোণে পতিত হয়
উত্তর: নিরক্ষরেখা ।

১৫. কোন ঋতুতে বন্যার সম্ভাবনা থাকে ?
উত্তর: বর্ষা ।

১৬. সূর্যের নিকটতম বামন গ্রহ কোনটি ?
উত্তর: প্লুটো ।

১৭. সংক্রান্তি কথার আসল অর্থ কি ?
উত্তর: মাসের শেষ দিন ।

১৮. মহাকর্ষ কি ?
উত্তর: আসলে সব বস্তু পরস্পর আকর্ষণ করে বা নিজের দিকে টানে এটা হল মহাকর্ষ ।

১৯. মেরু কি ?
উত্তর: পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষ দন্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হল মেরু ।

২০. পৃথিবীর অক্ষ কাকে বলে ?
উত্তর: যে কল্পিত রেখার চারদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ ।

আরও পড়ুন :-    সপ্তম শ্রেণী আমাদের পরিবেশ  প্রথম অধ্যায় তাপ

২১. বার্ষিক গতি বা পরিক্রমণ গতির বেগ সেকেন্ডে কত ?
উত্তর: ৩০ কিমি ।

২২. পৃথিবীর কক্ষপথ কাকে বলে ?
উত্তর: পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে ।

২৩. পৃথিবীর কক্ষপথের পরিধি কত ?
উত্তর: ১৬ কোটি কিমি ।

২৪. পৃথিবীর কক্ষতল কাকে বলে ?
উত্তর: পৃথিবীর কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকে পৃথিবীর কক্ষতল বলে ।

২৫. ছায়াবৃত্ত কাকে বলে ?
উত্তর: পৃথিবীর আলোকিত অংশ এবং অন্ধকার অংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।

২৬. অপসুর অবস্থান কাকে বলে ?
উত্তর: ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিমি, একে পৃথিবীর অপসুর অবস্থান বলে ।

২৭. অনুসুর অবস্থান কাকে বলে ?
উত্তর: ৩ই জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি একে পৃথিবীর অনুসুর অবস্থান বলে ।

২৮. চান্দ্রমাস কাকে বলে ?
উত্তর: পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় ২৮ দিন এই সময়কে চন্দ্র মাস বলে।

২৯. সৌর বছর কাকে বলে ?
উত্তর: পৃথিবী সূর্যকে প্রায় ৩৬৫ দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর বলা হয় ।

৩০. দৈনিক আপত গতি কাকে বলে ?
উত্তর: পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পুব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটা সূর্যের দৈনিক আপাত গতি ।

৩১. দক্ষিণায়ন কাকে বলে ?
উত্তর: ২১ জুন থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাত গতি হলো দক্ষিণায়ন ।

 আরও পড়ুন :-     MOCK TEST                                      

৩২. উত্তরায়ণ কাকে বলে ?
উত্তর: ২২ ডিসেম্বর থেকে ২১ জুন পর্যন্ত ৬ মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাত গতি হলো উত্তরায়ণ ।

৩৩. বিষুব কাকে বলে ?
উত্তর: সব জায়গায় স্থানীয় সময় অনুযায়ী সকাল ৬ টায় সূর্য ওঠে এবং সন্ধ্যা ৬ টায় সূর্য অস্ত যায় এই ঘটনাকে বিষুব বলে ।

৩৪. কোন দিনটিকে মকর সংক্রান্তি বলে?
উত্তর: ২২ শে ডিসেম্বর ।

৩৫. কোন দেশকে কেন মধ্যরাত্রি সূর্যের দেশ বলা হয় ?
উত্তর: নরওয়ে উত্তর হ্যামারফেস্ট বন্দরে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত রাতের বেলায় স্পষ্ট ভাবে সূর্যকে দেখা যায় তাই একে মধ্যরাত্রির বা নিশীথ সূর্যের দেশ বলে ।

Post a Comment

Previous Post Next Post