Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

সপ্তম শ্রেণী আমাদের পরিবেশ প্রথম অধ্যায় তাপ| Seventh Class Our Environment Chapter One Heat

সপ্তম শ্রেণী আমাদের পরিবেশ প্রথম অধ্যায় তাপ 
Seventh Class Our Environment Chapter One Heat


আমাদের পরিবেশ

সপ্তম শ্রেণী

প্রথম অধ্যায় 

(তাপ)

   

১. তাপ কী ? 

উত্তর : তাপ এক ধরনের শক্তি  যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়ে যায় ।


২. CGS  পদ্ধতিতে এবং SI পদ্ধতিতে তাপের  একক কি ?

উত্তর :  CGS পদ্ধতিতে তাপের একক ক্যালরি।  SI পদ্ধতিতে তাপের একক জুল ।


৩.  উষ্ণতা কি ? 

উত্তর : উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে যে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে ।


৪. CGS পদ্ধতিতে এবং SI  পদ্ধতিতে উষ্ণতার একক কি?

উত্তর : সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হল সেলসিয়াস । SI পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন ।


৫.  থার্মোমিটারে তরল পদার্থ হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয় ?

উত্তর :  পারদ ।


৬.  ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক মান কত ?

উত্তর :  212°F এবং 32°F ।


৭. সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্নস্থিরাঙ্ক মান কত ?

উত্তর :  100°C এবং 0°C ।


৮.  সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত ?

উত্তর : 100 ।


৯. ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত ?

উত্তর :  180 ।


১০.  বরফ গলনের লীন তাপ কত ?

উত্তর :  80 ক্যালরি / গ্রাম ।


১১.  জলের বাস্পীভবনের লীন তাপ কত ?

উত্তর :  537 ক্যালরি / গ্রাম ।


১২.  সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখ ?

উত্তর : c/5 = F-32/9


১৩. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান ?

উত্তর : - 40°   ।


১৪. কোন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না ?

 উত্তর : লীন তাপ ।


১৫.  কোন পদার্থের আপেক্ষিক তাপ সবথেকে 

বেশি ?

উত্তর :  জলের ।


১৬.  সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এর মধ্যে সম্পর্ক টি লেখ ?

উত্তর :  কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলের C এবং কেলভিন স্কেলে K হলে ; K = 273+C   ।


১৭.  থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝো ?

উত্তর :  যে ধর্মের জন্য থার্মোমিটারের খুব অল্প উষ্ণতার পার্থক্য ও সূক্ষ্মভাবে মাপা যায় তাকে থার্মোমিটারের সুবেদিতা বলে । 


১৮.  লীন তাপ কাকে বলে ?

উত্তর :  উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তার গৃহীত বা বর্জিত হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের  অবস্থান্তরের লীন তাপ বলে ।


১৮. আপেক্ষিক তাপ বলতে কী বোঝো ?

উত্তর :  একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ  প্রয়োজন তাকে ওই বস্তু আপেক্ষিক তাপ বলে ।


১৯.  CGS ও SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি ?

উত্তর :  CGS পদ্ধতিতে আপেক্ষিক  তাপের একক ক্যালরি । SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল।


২০.  গলন কাকে বলে ?

উত্তর :  স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ।






 

Post a Comment

Previous Post Next Post