সপ্তম শ্রেণী আমাদের পরিবেশ প্রথম অধ্যায় তাপ
আমাদের পরিবেশ
সপ্তম শ্রেণী
প্রথম অধ্যায়
(তাপ)
১. তাপ কী ?
উত্তর : তাপ এক ধরনের শক্তি যা গ্রহণে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে বস্তু শীতল হয়ে যায় ।
২. CGS পদ্ধতিতে এবং SI পদ্ধতিতে তাপের একক কি ?
উত্তর : CGS পদ্ধতিতে তাপের একক ক্যালরি। SI পদ্ধতিতে তাপের একক জুল ।
৩. উষ্ণতা কি ?
উত্তর : উষ্ণতা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে যে ওই বস্তুটি অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে ।
৪. CGS পদ্ধতিতে এবং SI পদ্ধতিতে উষ্ণতার একক কি?
উত্তর : সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হল সেলসিয়াস । SI পদ্ধতিতে উষ্ণতার একক কেলভিন ।
৫. থার্মোমিটারে তরল পদার্থ হিসেবে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
উত্তর : পারদ ।
৬. ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক মান কত ?
উত্তর : 212°F এবং 32°F ।
৭. সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্নস্থিরাঙ্ক মান কত ?
উত্তর : 100°C এবং 0°C ।
৮. সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর কত ?
উত্তর : 100 ।
৯. ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত ?
উত্তর : 180 ।
১০. বরফ গলনের লীন তাপ কত ?
উত্তর : 80 ক্যালরি / গ্রাম ।
১১. জলের বাস্পীভবনের লীন তাপ কত ?
উত্তর : 537 ক্যালরি / গ্রাম ।
১২. সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখ ?
উত্তর : c/5 = F-32/9
১৩. কোন উষ্ণতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান ?
উত্তর : - 40° ।
১৪. কোন তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না ?
উত্তর : লীন তাপ ।
১৫. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবথেকে
বেশি ?
উত্তর : জলের ।
১৬. সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল এর মধ্যে সম্পর্ক টি লেখ ?
উত্তর : কোনো বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলের C এবং কেলভিন স্কেলে K হলে ; K = 273+C ।
১৭. থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝো ?
উত্তর : যে ধর্মের জন্য থার্মোমিটারের খুব অল্প উষ্ণতার পার্থক্য ও সূক্ষ্মভাবে মাপা যায় তাকে থার্মোমিটারের সুবেদিতা বলে ।
১৮. লীন তাপ কাকে বলে ?
উত্তর : উষ্ণতা অপরিবর্তিত রেখে একক ভরের পদার্থের শুধুমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তার গৃহীত বা বর্জিত হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের অবস্থান্তরের লীন তাপ বলে ।
১৮. আপেক্ষিক তাপ বলতে কী বোঝো ?
উত্তর : একক ভরের কোনো বস্তুর উষ্ণতা 1°C বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই বস্তু আপেক্ষিক তাপ বলে ।
১৯. CGS ও SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি ?
উত্তর : CGS পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক ক্যালরি । SI পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল।
২০. গলন কাকে বলে ?
উত্তর : স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে ।