আবারও একবার আমার প্রিয় বন্ধুদের জানায় স্বাগতম আমাদের বাংলা উৎকর্ষ ব্লগে। আমাদের অজান্তে কোনো না কোনো কারণে ব্যাংকে পাসবুকে নাম এর পদবি ভুল হয়ে থাকলে তাহলে আমরা কি ভাবে সেটা ঠিক করবো তার বিবরণ আমরা নিচে তুলে ধরছি। আশা করি আপনারা এটাতে উপকৃত হবেন।
মাননীয়
ব্যাংক ম্যানেজার
ব্যাংকের নাম
ব্যাংকের শাখার নাম
ব্যাংকের ঠিকানা
বিষয় : ব্যাংক অ্যাকাউন্টে নামের পদবির বানান সংশোধন।
মহাশয়,
আমি ________নাম __________ । আপনার ব্রাঞ্চে আমরা একটি অ্যাকাউন্ট আছে। আপনার ব্রাঞ্চের আমি একজন নিয়মিত গ্রাহক। আমার ব্যাংক অ্যাকাউন্ট নং _________________ । ব্যাংক অ্যাকাউন্টে আমার নামের পদবিতে ______ ( সঠিক বানান )______ এর পরিবর্তে ভুল বশত___ __( ভুল বানান ) ___ নথিভুক্ত হয়েছে। আধার কার্ডসহ অনান্য ডকুমেন্টে পদবির বানান _________( ঠিক )________ আছে।
অতএব আপনার কাছে আমার বিনীত প্রার্থনা যে ব্যাংকার অ্যাকাউন্টে আমার নামের বানান সঠিক করে আমায় বার্ধিত করবেন।
ধন্যবাদান্তে
নিজের নাম :-
অ্যাকাউন্ট নং :-
মোবাইল নং :-
অ্যাকাউন্ট নং :-
মোবাইল নং :-
Tags
Suggestion