WB Primary TET 2022 New Notice | দ্বির্ধায়ু করা হলো ফর্ম এডিট এর সময়সীমা। Primary TET 2022 latest news । latest update
বন্ধুগণ আপনাদের আরো একবার স্বাগত জানাই আমাদের এই ওয়েবসাইটে আমরা এখানে প্রতিনিয়ত নতুন চাকরি ও তার প্রস্তুতির আপডেট দিয়ে থাকি। যেসব চাকরিপ্রার্থীগণ স্কুল শিক্ষক নিয়োগে ফর্ম ফিলাপ করেছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে।
গত 04/11/2022 তারিখে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (West Bengal Board of Primary Education) এর তরফ থেকে Notice No হল:- 1759/WBBPE/2022 নোটিফিকেশন টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে TET এর পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছেন 2022 এর জন্য তাদের উদেশ্যে কিছু আপডেট এসেছে। ফর্ম ফিলাপ করার জন্য কিছু ভুল ত্রুটি হয়েছে বা কিছু আপডেট মিস করেছেন। সেই সময়সীমাটা তারা পেরিয়ে এসেছেন তাদেরই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটি নোটিশ জারি করেছেন যাতে উল্লেখ রয়েছে আপনাদের এডিটের অপশনের সময়সীমা আরো একবার সুযোগ দেওয়া হলো।
নোটিফিকেশনে কি বলা হয়েছে তা আমরা বিস্তারিত একটু জেনে নেব:-It is hereby notified that the edit option will be available on online portal of TET-2022 on and from14:00 Hrs.(IST)on 05.11.2022 (Saturday) to 24:00 Hrs.(IST)on 06.11.2022(Sunday) to edit the data already submitted by TET-2022 applicants, if required, by clicking on 'EDIT OPTION'.
আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যদি আপনাদের কোন ভুল ত্রুটি হয়ে থাকে বা আপডেট করতে ভুলে যান তাহলে আপনারা এই ২৪ ঘন্টার মধ্যে এডিট করতে পারেন। এই নোটিশটি প্রকাশিত করেছেন Dr. R.C.Bagchi যিনি বর্তমানে সেক্রেটারি।