Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

ক্লাস পঞ্চম ও ষষ্ঠ ফাইনালে পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ | পথের পাঁচালী

ক্লাস পঞ্চম ও ষষ্ঠ ফাইনালে পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ | পথের পাঁচালী


পথের পাঁচালী


আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে।পুজোর ছুটি প্রায় শেষ হতে চলেছে এবার পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে আলোচনা করবো । এটা পরীক্ষায় তোমাদের আসার সুযোগ রয়েছে 90%।

তোমার প্রিয় বই সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো ।

আমার প্রিয় বই 

 সম্প্রতি আমি 'পথের পাঁচালী' বইটি পড়েছি । এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি । বইটি আমার কাছে এতটাই আকর্ষণীয় মনে হয়েছে যে আমি এটি বেশ কয়েকবার পড়েছি ।

এটি একটি পিছিয়ে পড়া গ্রাম নিশ্চিন্দিপুরের এক দরিদ্র পরিবারের গল্প । হরিহর তার স্ত্রী সর্বজয়া, মেয়ে দুর্গা,ছেলে অপু এবং তার দূর সম্পর্কের বোন ইন্দির ঠাকরুনকে নিয়ে বসবাস করেন । এই সব চরিত্রের মধ্যে অপু গল্পের নায়ক।সে প্রকৃতির কোলে বেড়ে ওঠে । তার বড় বোন দুর্গার সঙ্গে খেলতে অপু বড় হয় । কিন্তু শেষ পর্যন্ত দুর্গা ও ইন্দির ঠাকরুন খুব বেদনাদায়ক পরিস্থিতিতে মারা যান । তাদের মৃত্যু আমার চোখে জল নিয়ে আসে এবং প্রায়শই আমার মনকে তাড়া করে । মানুষের চরিত্রসম্পর্কে লেখকের গভীর অন্তর্দৃষ্টি, গ্রামের প্রাকৃতিক পরিবেশের জীবন্ত বর্ণনা এবং এর সহজ, সরল ভাষার জন্য আমি বইটি খুব উপভোগ করেছি । বইটি আমার মনে একটি স্থায়ী ছাপ রেখে গেছে । আমি এই লেখকের আরো কিছু বই অবসর সময়ে পড়তে চাই ।

Post a Comment

Previous Post Next Post