প্রিয় ছাত্র-ছাত্রীরা আরো একবার আপনাদের, আমাদের এই ব্লগে স্বাগতম জানাই। আপনাদের দুটো ইউনিট টেস্ট হয়ে গিয়েছে,এবার ফাইনাল এক্সাম এর পালা । ডিসেম্বর মাস থেকে প্রত্যেকেরই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে তাই আমি পঞ্চম শ্রেণির কিছু সাজেশন তুলে ধরছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমার এই ব্লগে তুলে ধরছি আশা করি আপনারা উপকৃত হবেন।
Class-V
SUB- Bengali
১। সংক্ষিপ্ত উত্তর দাও (যেকোন ৬টি) (পূর্ণবাক্যে উত্তর লিখবে) : ৫x৬=৩০
ক) মাস্টারদা সম্পর্কে কী জান লেখ । চট্টগ্রামে মাস্টারদার বুদ্ধিমত ছেলেরা কী কী করেছে? ২+৩=৫
খ ) প্রেমেন্দ্র মিত্রের লেখা দুটি বইয়ের নাম লেখ। কেমন আকাশ আর রাস্তা ভাল লাগে না? ২+৩=৫
গ ) জটি পিসিমা আর তার মেয়ের ভাল নাম কী কী? গোপাল জটি পিসিমার বাড়িতে কী কী খাওয়ার স্বপ্ন দেখেছিল? ২+৩=৫
ঘ ) একলা’ কবিতায় কাঠবেড়ালী কি করে? গাছ থেকে আমরা কী কী পাই? ২+৩=৫
ঙ) দুটি ঘুড়ির নাম লেখ। আকাশে কী কী উড়তে তুমি দেখেছে? ২+৩=৫
চ ) সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম লেখ। বোম্বাগড়ের রাজার তিনটি নিয়ম লেখ। ২+৩=৫
ছ) বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভাল নয় কেন? জটি পিসিমার বাড়িতে কে কে নিমন্ত্রিত ছিল? ২+৩=৫
২। যথাযথ উত্তর দাও :
চ ) সুকুমার রায়ের লেখা দুটি বইয়ের নাম লেখ। বোম্বাগড়ের রাজার তিনটি নিয়ম লেখ। ২+৩=৫
ছ) বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভাল নয় কেন? জটি পিসিমার বাড়িতে কে কে নিমন্ত্রিত ছিল? ২+৩=৫
২। যথাযথ উত্তর দাও :
ক) অর্থ লেখ (৩টি) :মুক্ত, চড়াই, যজমান, গোলাম। ১×৩=৩
খ) বিপরীতার্থক শব্দ লেখ (৩টি) :দিন, কঠিন, আকাশ, জোয়ার।১×৩=৩
গ) বাক্যরচনা কর (৩টি) :দেশ, পিঠে, চোখ, গৃহস্থ।১×৩=৩
Class-vi Bengal Suggestion ⇒ click here
৩। তুমি ছাত্রাবাসে থাক। বই কেনার টাকা চেয়ে মাকে চিঠি লেখ।
অথবা,
বিদ্যালয়ে কোন অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লেখ।
৪। নিম্নোক্ত সংকেতগুলি অবলম্বন করে অনুচ্ছেদ রচনা লেখ :১×৩=৩
বাংলার উৎসব :
উৎসব কাকে বলে – ধর্মীয় উৎসব – সামাজিক উৎসব – জাতীয় উৎসব।
বাংলার উৎসব :
উৎসব কাকে বলে – ধর্মীয় উৎসব – সামাজিক উৎসব – জাতীয় উৎসব।
অথবা,
ছুটির দিনে বনভোজন :
বনভোজনে কার কার সাথে গিয়েছিলে– কিসে করে গিয়েছিলে – কোথায় গিয়েছিলে
– কী কী খাওয়া হল – সারাদিন কী কী করলে – কীভাবে ফিরলে।
বনভোজনে কার কার সাথে গিয়েছিলে– কিসে করে গিয়েছিলে – কোথায় গিয়েছিলে
– কী কী খাওয়া হল – সারাদিন কী কী করলে – কীভাবে ফিরলে।
Tags
Suggestion