প্রিয় ছাত্র-ছাত্রীরা আরো একবার আপনাদের, আমাদের এই ব্লগে স্বাগতম জানাই। আপনাদের দুটো ইউনিট টেস্ট হয়ে গিয়েছে,এবার ফাইনাল এক্সাম এর পালা । ডিসেম্বর মাস থেকে প্রত্যেকেরই ফাইনাল এক্সাম শুরু হতে চলেছে তাই আমি ষষ্ঠ শ্রেণির কিছু সাজেশন তুলে ধরছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা সাবজেক্টের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন আমার এই ব্লগে তুলে ধরছি আশা করি আপনারা উপকৃত হবেন।
Notes: last minute suggestion. Class -vi Bangla suggestion. class-6 bangla suggestion. Class-6 bangla 3 third unit test suggestion . ষষ্ঠ শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন।
Group – A
১. যতীন দাস প্রবেশিকা পরীক্ষায় কোন বিভাগে উত্তীর্ণ ?
২. হিন্দু ও মুসলিমের সম্পর্ক কি ?
৩. হাবুর মনে সুধীর বাবুর কোন চেহারা ভেসে ওঠে ?
৪. আমার জননী আমার কবিতায় কয়টি প্রতিবেশী রাষ্ট্রের কথা উল্লেখ আছে ?
৫. সমুদ্র কিশোর কি করতে যায় ?
৬. ননীদা কোন দলের খেলোয়াড় ছিলেন ?
৭. ভগৎ সিং কোথাকার বিপ্লবী ছিলেন ?
৮. বড় হয়ে ঝিনুক কুড়ায় কার কথা বলা হয়েছে ?
৯. বসুধারা ব্রত কোন ঋতুতে হয় ?
১০. রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান ?
১১. ছায়াময় গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে ?
১২. বঙ্কিম বিহারী দাস কে ছিলেন ?
১৩. ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে ?
১৪. ভর দুপুরে লোক গুলো কোথায় ঘুমাচ্ছেন ?
Group - B
১. চিঠি পেলুম কিচিরমিচির বাবুই পাখির বাসা থেকে বলতে কবি কি বুঝিয়েছেন ?
২. সাড়া মাঠ অবাক শুধু ননিদা ছাড়া কোন ঘটনার জন্য সারা মাঠ অবাক ?
৩. হাবুর রচনা শুনে সুধীর বাবুর কি মনে হচ্ছিল?
৪. গল্পটি শুনেছি মোনা চৌধুরীর কাছ থেকে কে কি গল্প শুনেছিল ?
Group - C
১. সর্বনাম পদ কাকে বলে ?
২. পারা শব্দের ধাতুরুপ লেখো ?
৩. স্বরধ্বনি কাকে বলে ??
৪. সন্ধি বিচ্ছেদ করো :- পরীক্ষা , নিস্তেজ , সরস্বতি
৫. ধাতু বিভক্তি কাকে বলে ?
৬. অকর্ম ক্রিয়া কাকে বলে ?
৭. উপসর্গের অন্য নাম কি ?
৮. একটি পুরণবাচক শব্দের উদাহরণ দাও ?
Group - D
১. ননিদা গল্প অবলম্বনে ননিদার চরিত্র আলোচনা করো ?
২. মনে ভাবি – এই লাইনটা কার লেখা ? কোন কবিতার অংশ ? কবি কি ভাবেন ? তার এমন ভাবনার কারণ কি?
৩. বাঘ ছানাকে বাবা কিভাবে কাকড়ার হাত থেকে রক্ষা করলো ? বাঘ জননী লজ্জা পেলো কেনো ?
৪. তুই তো মা ধন্য দেশ —- কোন কবিতার অংশ ? কবি কে ? আলোচ্য কবিতায় মা কিভাবে ধন্য হয়েছিল ?
৫. গ্রামের সঙ্গে শহরের যে এমন নারির টান —- টান কখন লক্ষ্য করা যায় ? এই নাড়ির টান রচনা অবলম্বনে আলোচনা করো ?
৬. রচনা :–– মেলায় আনন্দ , তোমার সখ , বৃক্ষরোপণ
৭. চিঠি :–– বিদ্যালয়ে দুদিনের অনপুস্থিতি কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে চিঠি লেখো ।
Group – E
১. দুই জনারই সমান বৃষ্টি ঝরে — এখানে দুজনা বলতে কবি কাদের বুঝিয়েছেন ?
২. সাত দুগণে কত হয় — কে জানতে চেয়ে ছিল? তার নাম ও ঠিকানা লেখো ?
৩. হযবরল গল্পের লেখক কে ? এই গল্পে ছাগলটির উপাধি সহ নাম লেখো ?
৪. কার তিনবার জেল — সাতদিনের ফাঁসির হুকুম হলো ?
৫. কোলাব্যাঙ রুল উঠিয়ে চিৎকার করে কি বললো ?
৬. পেঁচা গম্ভীর হয়ে মোকদম্মার কি রায় দিয়েছিল ?
৭. হিজিবিজি কে ? তার চেহারা ও কার্যকলাপের বিবরণ দাও ?
৮. আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম — বক্তা কে? তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেনো ?
পিডিএফ পেতে টেলিগ্রাম লিংকে যুক্ত হন