NSOU BDP EHI 6 FINAL EXAM ALL ANSWER 2022 | UR & BDP FINAL EXAM ALL ANSWER | BDP ALL ANSWER PDF। EHI-6 SET-II
আমার প্রিয় শিক্ষার্থীরা যারা এ বছর অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। তাদের বেশ কয়েকটি পরীক্ষার সেট তৈরি করা হয়েছে তাদের মধ্যে সেটের নং ২ এর সমস্ত প্রশ্ন উত্তরগুলি (২০+৯) আমি নিচে দিয়ে দিচ্ছিআশা করি আপনারা উপকৃত হবেন।
NSOU BDP FINAL EXAM ANSWER LINK
উত্তর:- 1919
2. ১৪ বছরের শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষা দানের ব্যবস্থা ভারতে করে প্রথম চালু হয়েছিল?
উত্তর:- 1950
3. কে মুসলিম লিগের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন?
উত্তর:- মিয়ান আব্দুল আজিজ
4. নেহেরুর আমলে বৈদেশিক নীতির প্রধান আদশ কী ছিল?
উত্তর:- পঞ্চশীল নীতি
5. কখন নাগাল্যান্ড ভারতীয় ইউনিয়নের ১৬তম অঙ্গরাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে?
উত্তর:- 1963
6. কলম্বতে শান্তি সম্মেলন করে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1954
7. প্রথম জোটনিরপেক্ষ সম্মেলন করে অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- 1961 খ্রীষ্টাব্দে
8. কে 'হরিজন' পত্রিকা সম্পাদনা করেন?
উত্তর:- গান্ধীজী
9. ভারতে করে প্রথম পারমাণবিক গবেষণার 'Atomic Energy Commission' গঠিত হয়েছিল?
উত্তর:- 1948
10. কত সালে ডাকরা-নাঙ্গাল বাঁধ নির্মাণ শুরু হয়?
উত্তর:-1950
11.নিচের কে ইন্ডিয়ান মিরর' সংবাদপত্র সম্পাদনা ও প্রকাশনা করেন?
উত্তর:- মনমোহন ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- মনমোহন ঘোষ দেবেন্দ্রনাথ ঠাকুর
12. কখন ভারতের তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল?
উত্তর:- 1961
13. শিশির কুমার ঘোষ সম্পাদিত ‘অমৃতবাজার পত্রিকা’ কখন থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে শুরু করেছিল?
উত্তর:- 1868
14. স্বাধীন ভারতে নেহেরুর নেতৃত্বে কত সালে Planning Commission গঠিত হয়েছিল?
উত্তর:- 1950
15. মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল?
উত্তর:- কেরেলা
16. কংগ্রেস সোসালিষ্ট পার্টি' কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- 1934
17. The Extremist Challenge' (1967) বইটি কে লিখেছেন?
উত্তর:- অমলেশ ত্রিপাঠী
18. কোন ভারতীয় বলেছিলেন, তোমরা 'আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব?
উত্তর:- সুভাষ চন্দ্র বসু
19. কে স্বরাজ্য দল গঠন করেন?
উত্তর:- চিত্তরঞ্জন দাস
20. ভারতের সংবিধানের কোন ধারায় উপজাতিদের উন্নয়নের কথা বলা হয়েছে?
উত্তর:- 17
21. কোন ভাইসরয় 1878 সালের 'Vernacular Press Act and the Arms Act' আইন পাশ করেন?
উত্তর:- লর্ড লিটন
22. জাতীয় পরিকল্পনা কমিশন-এর প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তর:- জওহরলাল নেহেরু
23. Poverty and Un-British Rule in India' বইটি কে লিখেছেন?
উত্তর:- দাদাভাই নওরোজী
24. ভারতে কবে প্রথম পারমাণবিক গবেষণার জন্য ‘Atomic Energy Commission' গঠিত হয়েছিল?
উত্তর:- 1948
25. সামাজিক সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক অবদান ছিল?
উত্তর:- a আবং b দুটোই
26. কংগ্রেস সোসালিষ্ট পার্টি' কবে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উত্তর:- 1934 খ্রীষ্টাব্দে
27. ভারতে কে রায়তয়ারী ব্যাবস্থা চালু করছিলেন?
উত্তর:- মুনরো এবং চার্লস রিড
28. ভারত ছাড় আন্দোলনের রেজুলেশন কোন শহরে পাশ হয়েছিল?
উত্তর:- বোম্বে
29. কবে দিল্লীতে প্রথম Asian Relation Conference অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1947
আপনার জিজ্ঞাসা
"BANGLA UTKARSHA "
"ehi 7"
"BDP 3RD YEAR EHI-6 PAPER LIVE ONLINE EXAM 2022"
"nsou final exam 2022"
"netaji subhash open university"
"Online bdp exam answer sheet download""Online bdp exam question bank answer sheet download""Online bdp answer sheet download"
Tags
Suggestion