কমতে চলেছে পেট্রোলের দাম , পেট্রোলে ২০% ইথানাল মেশাবে কেন্দ্র ! পেট্রোলে মূল্য বৃদ্ধিতে রাশ টানতে কার্যকর হতে পারে ইথানলের এই মিশ্রণ।
চলতি বছরের খাদ্য দ্রব্যের পাশাপাশি রান্নার জ্বালানি সহ্ পেট্রোল,ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির মুখোমুখি হয়েছে ভারতবাসী যদিও বর্তমানে সেই দাম কিছুটা স্থিতিশীল কিন্তু আগের তুলনায় এই দাম অনেকটাই বেশি ।
সূত্র মর্ফোথ জানা যাচ্ছে যে আগামী বছর থেকে পেট্রোলের দাম কম হতে পারে । কারণ দেশের কিছু বাছাই করা পেট্রোল পাম্পে আগামী বছর থেকে ২০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি শুরু করতে চলেছে সরকার ।এর ফলে এক ধাকায় অনেকটাই কম হতে পারে বলে মনে করা হচ্ছে ।
এই বিষয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি জানান , আগামী বছরের এপ্রিল মাস থেকে নির্দিষ্ট কয়েকটি পেট্রোল পাম্পে ইথানল-যুক্ত পেট্রোল পাওয়া যাবে এবং ২০২৫ সালের মধ্যে ভারতের সব জায়গায় ২০% ইথানল মিশ্রিত এই পেট্রোল বিক্রি শুরু হবে । এর ফলে দেশের অশোধিত তেল আমদানি ক্ষেত্রে বার্ষিক চার মিলিয়ন ডলার সশ্রয় করা সম্ভব হবে এবং এতে দেশের খুচরো পেট্রোলের দামও কমবে।
একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী পেট্রোলিয়াম মন্ত্রী জানিয়েছে যে ইতি মধ্যে ১০% ইথানল মিশ্রিত পেট্রোল সরবরাহ করা হয়েছে । ভারত সকারকার ২০২২ সালে নভেম্বর মাসের মধ্যেই এই পেট্রোল বাজারে নিয়ে আসতে পারে । নভেম্বর মাসে ১০% ইথানল যুক্ত পেট্রোল বাজারে আনা হলেও জুন মাসের মধ্যে এই কাজ সম্পর্ণ করা হয়ে গেছে ।
ভারতের পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি আরো জানান ১০% ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি করার ফলে ৪১ হাজার ৫০০ কোটি টাকারও বেশি বিদেশি মুদ্রা সাশ্রয় করা সম্ভব হয়েছে ।পাশাপাশি গ্রিন হাউস গ্যাসের প্রভাব প্রায় ২৭ লক্ষ টন কমে গিয়েছে । অন্যদিকে,এর ফলে ভারতের কৃষকরাও খুবই উপকৃত হয়েছেন। কারণ ইথানল বাবদ ভারতের কৃষকদের ৪০ হাজার ৬০০ কোটি টাকা দেওয়া হয়েছে ।
২০২০-২১ সালে ভারতে পেট্রোলে ৮.১০% ইথানল মিশ্রিত করা হয়েছিল।
২০১৯-২০ সালে ভারতে পেট্রোলে ৫% ইথানল মিশ্রিত করা হয়েছিল।
২০১৩-১৪ সালে ভারতে পেট্রোলে ১.৫৩% ইথানল মিশ্রিত করা হয়েছিল।
বর্তমানে ১০.১৭% ইথানল মিশ্রিত করা হয়েছিল পেট্রোলে।
যদিও বর্তমানে ভারত সরকার ২০% পেট্রোলে মিশ্রিত করার লক্ষ্য রেখেছেন পেট্রোলে । এর ফলে প্রয়োজন প্রায় এক হাজার কোটি লিটার ইথানলের । তবে বলা ভালো যে ইথানলের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অপরিশোধিত তেলের আমদানি করা বেশ কোন হয়ে যাবে ।
হরিয়ানার পানিপথে ৯০০ কোটি টাকা খরচ করে প্রধান মন্ত্রী এই প্রকল্প চালু করেন। এর থেকে প্রতি বছর চার থেকে তিন কোটি লিটার ইথানল উৎপন্ন করা হবে।
প্রধান মন্ত্রী জানিয়েছেন যে বিগত ৮ বছরে ইথানল উৎপাদন ৪০ কোটি থেকে বেড়ে ৪০০ কোটি লিটার হয়েছে। পাশাপাশি,বিগত ৭-৮ বছর ধরে ইথানল মিশ্রিত করার ফলে দেশের প্রায় ৫০ হাজার টাকা কোটি টাকা বেঁচে গিয়েছে।
সারা বিশ্বে বিভিন্ন কাজে ব্যবহূত হয় ইথানল আমেরিকা, ব্রাজিল, ইউরোপ এবং চীনের পর ভারত বিশ্বের পঞ্চম ইথানল উৎপাদক দেশ। কেবল মাত্র ভারত এবং ব্রাজিলে পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে ইথানল । প্রতি বছর ভারত কোটি কোটি টাকার অপরিশোধিত তেল আমদানি করে বিভিন্ন দেশ থেকে । পেট্রোলের সঙ্গে ইথানলের মিশ্রণের ফলে অশোধিত তেল আমদানি ওপর ভারত যে ডলার খরচ করে তা অনেক টা সাশ্রয় করা সম্ভব করা হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করতে ভুলবেন না।