আমাদের মোবাইল নাম্বারটি কোন কারণবশত চেঞ্জ করলে। তখন একটাই সমস্যা হয়ে দাঁড়ায় ব্যাংকে নতুন নাম্বারটি যুক্ত করা। তার জন্য ব্যাংক ম্যানেজারের কাছে দরখাস্ত লিখতে হয়। অনেক সময় আমরা ভেবে পাই না কি লিখবো । চিন্তা করার কোনো দরকার নেই । আপনার আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করুন সব উত্তর পেয়ে যাবে। নিচে একটি আবেদন পত্রের নমুনা দেওয়া হল। আশা করি উপকৃত হবেন।
মাননীয়
ব্যাঙ্ক ম্যানেজার,
ব্যাংকের নাম :
ব্যাংকের শাখর নাম :
ব্যাংকের ঠিকানা :
বিষয় : মোবাইল নম্বর পরিবর্তন করার জন্য আবেদন ।
মহাশয়,
আমি ________________ (নাম লিখতে হবে)। আপনার ব্যাংকে আমার একটা সেভিং অ্যাকাউন্ট আছে। আমার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর __________(ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিতে হবে)। কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আমার মোবাইল নম্বরটি পরিবর্তন করেছি। তাই আমার বিনীত অনুরোধ যাতে আমার অ্যাকাউন্টে সাথে পুরনো নাম্বারটি(পুরনো নম্বরটি দিতে হবে) বাতিল করে নতুন নাম্বারটি(নতুন নম্বরটি দিতে হবে) যুক্ত করা হোক।
আমার বিনীত নিবেদন এই যে, আপনি যদি আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে নতুন নাম্বারটি যুক্ত করে দেন,তবে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদ
(নিজের নাম)
তারিখ
এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের এই ওয়েবসাইটকে অনুসরণ করতে ভুলবেন না। এইরকম আবেদনপত্র যদি ইংরেজিতে পেতে চান তাহলে কমেন্ট করুন।
আপনার জিজ্ঞাসা
ব্যাংকে দরখাস্ত লেখার নিয়ম
ব্যাংকে মোবাইল নাম্বার যুক্ত করার দরখাস্ত
SBI Bank এ মোবাইল নাম্বার যুক্ত করার আবেদন পত্র
PNB Bank এ মোবাইল নাম্বার যুক্ত করার আবেদন পত্র
HDFC Bank এ মোবাইল নাম্বার যুক্ত করার আবেদন পত্র
KYC করাটা আবেদন পত্র
PNB IFSC NO
SBI IFSC NO
How to write application on bank
How to write application to lose my ATM
How to write application to lose bank passbook
Tags
Suggestion