Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মাত্র ১৫০ টাকা জমালে মিলবে ১৯ লক্ষ টাকা | কিভাবে আসুন জেনেনিন

মাত্র ১৫০ টাকা জমালেই মিলবে ১৯ লক্ষ টাকা । ছোটদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে LIC এই স্কিম । কত দিনের মেয়াদ? কিভাবে হাতে পাবেন এই বিপুল অর্থ? জানতে দেখুন আমাদের এই ব্লগটি ,সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন নিমিষে।

১৫০ টাকা জমালে মিলবে ১৯ লক্ষ টাকা | কিভাবে আসুন জেনেনিন


দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ইন্সুরেন্স কোম্পানি LIC এর ওপর ভরসা রাখেন কোটি পতি মানুষ। দেশবাসীর ধারণা বিনিয়োগ এর জন্য সবচেয়ে উপযুক্ত ও নিরাপথ স্থান হল
এই LIC .

আর্থিক সুরক্ষার পাশাপাশি LIC তে বিনিয়োগ করে একটা মোটা অংকের অর্থ রিটার্ন পাওয়া যায়। সব বাবা-মাই তাদের সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য চিন্তিত। আপনিও যদি শিশুদের নিরাপত্তের জন্য বিনিয়োগ করতে চান। LIC Children money back এয় বিনিয়োগ করতে পারেন । এতে প্রতিদিন ১৫০ টাকা জমিয়ে ১৯ লক্ষ্য টাকা রিটার্ন পেতে পারেন।

বিস্তারিতভাবে জেনে নিন এই স্কিম সম্পর্কে

LIC Children money back প্ল্যান এ বিনিয়োগ করে বিশাল অংকের তহবিল গড়তে পারবেন আপনিও। ২৫ বছর বয়স পর্যন্ত এই পলিসি কিনতে পারে।

এই স্কিম সন্তানের ১৮ বছর পর প্রথমবার Children money back পলিসি কারণে টাকা পাবেন আপনিও।একই ভাবে সন্তানের ২০ বছর বয়স হলে দ্বিতীয় বার টাকা আসবে আপনার । ২২ বছর হলে তৃতীয়বার মানিব্যাক পলিসির সুবিধা পাবেন। তিনটি মানিব্যাক এর মধ্যে আপনাকে পলিসির ২০ শতাংশ করে অর্থ দেবে কোম্পানি । পরবর্তীকালে শিশুর মেয়াদ উর্দির সময় ২৫ বছর বয়স হলে মোট পরিমাণের ৪০ শতাংশ অর্থ পাবেন। যদিও এই চিলড্রেন মানিব্যাক নতুন নয় এটা আগেও ছিল তবে সম্প্রতির কিছু অদবদল করা হয়েছে।

কিন্তু কি কি পরিবর্তন আনা হয়েছে তা একটু জেনেনিন

এই পলিসি গ্রহণ করার জন্য আপনার সন্তানের বয়স ১২ বছরের মধ্যে হওয়া উচিত। এই স্কিমে আপনি ৬০ শতাংশ টাকা মানিব্ ব্যাক হিসাবে ফেরত পাবেন । বাকি পলিসি ৪০ শতাংশ টাকা মেয়াদপূর্তিতে ফেরত পাবেন। এই স্কিমে আপনি আপনার প্রয়োজন অনুসারে সর্বনিম্ন ১ লক্ষ টাকা সর্বাধিক পলিশের পরিমাণ বাছতে পারেন।

চিলড্রেন মানি ব্যাক এ কত টাকা বিনিয়োগ করতে পারবেন

এই স্কিমে বিনিয়োগ করতে আপনাকে প্রতিদিন মাত্র ১৫০ টাকা বিনিয়োগ করতে হবে। এই বিনিয়োগ অনুযায়ী আপনার মোট বার্ষিক আয় হবে ৫৫ হাজার টাকা। ২৫ বছর পর মোট জমার পরিমাণ হবে ১৪ লক্ষ টাকা। মেয়াদপূর্তিতে টাকা ফেরত দিয়ে মোট পরিমান অ্যাকাউন্ট হোল্ডার পাবেন ১৯ লক্ষ্য টাকা। পলিসি হোল্ডারের মৃত্যুর ক্ষেত্রে আপনি মেয়াদ ফুর্তিতে সুদের সঙ্গে পুরো জমার পরিমাণ পেয়ে যাবেন।

সুতরাং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনি এই স্কিমের সুবিধা নিতে পারেন। কিন্তু আপনি নেওয়ার আগে এই পলিসি গুলো সুবিধা একটু খুঁটিয়ে দেখে নেবেন।

আপনি আমাদের এই ব্লগটি থেকে যদি কোন ভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ব্লগটি এই বুকমার্ক করে রাখবেনতে ভুলবেন না। আমরা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট করে থাকি।

                                                                 আপনাদের  জিজ্ঞাসা 






"LIC Scheme"
"LIC Plan For Children"
"LIC Children Money Back Plan"
"Save Money"
"Informative"
"National"
"১৫০ টাকা জমালে মিলবে ১৯ লক্ষ টাকা"
"ছোটদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে LIC এই স্কিম"
"কতদিনের মেয়াদ"
"কীভাবে হাতে পাবেন এই বিপুল অর্থ"
"দিনে ১৫০ টাকা জমালে পাবেন ১৯ লক্ষ"
"শিশুদের জন্য এই পলিসি আনল LIC"
"LIC নয়া চমক"
"ছোটদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন এই স্কিমে"
"নয়াদিল্লি"
"Claim Invested Money"
"LIC"
"এলআইসি-তে বিনিয়োগ"

Post a Comment

Previous Post Next Post