জানতেন না নিজের ব্লাড গ্রুপ ! হাসপাতলে যেতেই চক্ষু চড়কগাছ চিকিৎসকদের ! দেশে প্রথম সন্ধান মিলল EMM ব্লাড গ্রুপের ! জানেন কি , এই বিরল ব্লাড গ্রুপ কেনো তৈরি মানুষের শরীরে ? কি বলছেন বিশেষজ্ঞরা ? এসো জেনে নিন এই বিরল রক্তের গ্রুপ সম্পর্কে।
এতদিন পর্যন্তই না জানতেনই না ওনারা ব্লাড গ্রুপ আসলে কি ? তিনি গুজরাটের রাজকোটের বাসিন্দা হৃদরোগের আক্রান্ত হয়ে ভর্তি হলেন গুজরাটের একটা হাসপাতালে।অস্ত্র প্রচারের জন্য রক্তের গ্রুপ পরীক্ষা করতে গিয়ে ডক্টরের হিমশিম অবস্থা। কিছুতেই জানা যাচ্ছিলো না রক্তের গ্রুপ টা কি ? শেষ পর্যন্ত জানা গেলো আমেদাবাদের একটা ল্যাব এ জানা গেলো। ওই ব্যাক্তির শরীরে মিলো বিরলতম EMM গ্রুপ রক্ত। চিকিৎসাকরা জানিয়েছেন ভারতে প্রথম কোনো ব্যাক্তির দেহে বিরলতম রক্তের গ্রুপের হদিস মিলল।
পৃথিবীতে মাত্র ৯ জনের শরীরে এই রক্ত রয়েছে। রাজকটে ওই ব্যক্তি হলেন পৃথিবীর দশম ব্যক্তি।
কিভাবে এই বিরল রক্তের মিলল। ওই হাসপাতালে একটি চিকিৎসক জানান , আসলে ঐ ব্যাক্তির হার্ট এ্যাটাক হয়েছিল , এবার এই কারণে জন্য অপ্রেশন এর প্রয়জন হয় সেজন্য সার্জারির জন্য রক্তের খোঁজার চেষ্টা চলে । তখনই ধরা পড়ে এই বিষয়টি।
কলকাতায় এক চিকিৎসকের কথায় আসলে সকল রক্তকণিকার গায়ে এক বিশেষ প্রোটিন থাকে । তবে এই বিরল রক্তের গ্রুপে সে প্রোটিন থাকে অনুপস্থিত। এটাই এই মানুষগুলোকে আমাদের থেকে আলাদা করে দেয়।
যদিও মনে রাখার বিষয় বিশ্বের মাত্র দশজনের শরীরে এই রক্তের দেখা দিয়েছে যা সব মানুষের থেকে এই মানুষগুলোকে আলাদা করেদেয় ।
যেটা সমস্যার বিষয় এই ব্যক্তি গুলো কারো থেকে রক্ত নিতে পারে না এমনকি কাউকে রক্ত দিতেও পারে না। এদের রক্ত হলো এক ধরনের বিরল গোষ্ঠীর রক্ত । এমনটা পৃথিবীতে খুব কম মানুষের রয়েছে তারমধ্যে জুড়ে গেলো ভারতবর্ষ সেই ব্যাক্তির নাম ওই তালিকায়।
আপনি আমাদের এই ব্লগটি থেকে যদি কোন ভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের ব্লগটি এই বুকমার্ক করে রাখবেনতে ভুলবেন না। আমরা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন পোস্ট করে থাকি।
আপনাদের জিজ্ঞাসা
"AB positive blood group"
"AB negative blood group problems"
"A positive blood group"
"AB blood group"
"A negative blood group"
"O negative blood group"
"Emm blood group"
"Rare blood group"
গোটা বিশ্বে মাত্র নয় জনের শরীরে রয়েছে এই গ্রুপের রক্ত! দশম ব্যক্তির খোঁজ মিলল ভারতে
Tags
Health