জীবন বিজ্ঞানের কিছু কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো |MCQ life Science Questions
1. পদ্ম পাতার কোন তলে পত্ররন্ধ্র বর্তমান―উপরিতলে।
2. পদ্মের কান্ড কি প্রকৃতির হয়―রাইজোম প্রাকৃতির।
3. একক পর্বমধ্যযুক্ত পর্ণকান্ডকে কি বলে―ক্ল্যাডোড।
4. সুন্দরীতে কয় প্রকার বিশেষ মূল দেখা যায়―দু প্রকার- শ্বাসমূল ও অধিমূল।
5. একটি মাছের নাম বলো যার পটকা থাকেনা―হাঙর।
6. গৌণ অভিযোজনযুক্ত একটি জলজ প্রাণীর নাম বলো―তিমি।
7. একটি দৌড়বাজ পাখির নাম উল্লেখ করো―উটপাখি।
8. দ্বি-অভিযোজন দেখা যায় এমন একটি প্রাণীর নাম উল্লেখ―ব্যাং।
9. AIDS কথার অর্থ কি―অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিয়েন্সি সিনড্রোম।
10. HIV ভাইরাস মানদেহের বাইরে কতক্ষন বেঁচে থাকতে পারে―মাত্র 60 সেকেন্ড।
11. কোন বিজ্ঞানী প্রথম যক্ষারোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি পর্যবেক্ষণ করেন―বিজ্ঞানী রবার্ট কখ।
12. বর্তমানে কুষ্ঠরোগ কিভাবে নিরাময় করা সম্ভব হচ্ছে―মাল্টি ড্রাগ থেরাপির মাধ্যমে।
13. ছত্রাক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে―মাইকোলজি।
14. রেশম কীটের পেব্রিন রোগের জন্য দায়ী প্রটোজোয়ার নাম কি―নোসেমা বম্বিসিস।
15. ম্যালেরিয়া রোগের জন্য দায়ী পরজীবীটির নাম কি―প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স।
16. জীবন বিজ্ঞানের যে শাখায় কেবল রোগের কারণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে―এটিওলজি।
17. BCG কোন রোগের টিকা―যক্ষা বা টিউবারকিউলোসিস।
18. DTP টিকা কোন কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত―ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস।
19. HB ভ্যাকসিন কোন রোগের প্রতিষেধক হিসেবে ব্যাবহৃত হয়―হেপাটাইটিস–বি।
20. প্লাসমোডিয়ামের জীবনচক্র আবিষ্কার করেন―বিজ্ঞানী রোনাল্ড রস।
21. Blue Mold কাকে বলা হয়―পেনিসিলিয়াম নোটেটামকে।
22. ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিস্কার করেন―চিকিৎসক লেভারন।
23. সবচেয়ে বড়ো ব্যাকটেরিয়ার নাম কি―ব্যাসিলাস। বুটসচিল্লি।
24. সবচেয়ে ক্ষুদ্রতর ব্যাকটেরিয়ার নাম কি―ডায়ালিস্টার নিউমোসিন্টেস।
25. HIV এর নিউক্লিক অ্যাসিডিটি কি প্রকৃতির―RNA (রাইবোনিউক্লিক অ্যাসিড)।
26. কোন বিজ্ঞানী প্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন―বিজ্ঞানী রেইটার।
27. বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত―প্রায় 800 Km ঊর্ধ্ব পর্যন্ত।
28. 'প্রকৃতির বৃক্ক' কাকে বলে―জলাভূমিকে।
29. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্য এর নাম বলো―জলদাপাড়া অভয়ারণ্য।
30. পশ্চিমবঙ্গের একটি বায়োস্পিয়ার রিজার্ভের নাম বলো―সুন্দরবন।
31. একটি উৎকৃষ্ট বিয়োজকের নাম বলো―ব্যাকটেরিয়া।
32. শক্তি প্রবাহে দশ শতাংশ নিয়মের প্রবক্তা কে―রেমন্ড লিন্ডেম্যান।
33. এজটি ডিনাইট্রিফায়িং ব্যাকটেরিয়ার নাম বলো―সিউডোমোনাস।
34. জলদাপাড়া অভয়ারণ্য এর প্রধান সংরক্ষিত প্রাণী কোনটি―একশৃঙ্গে গন্ডার।
35. জলে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদের নাম কি―ফাইটোপ্ল্যাংটোন।
36. 'বাস্তুতন্ত্র' শব্দটি প্রথম কে প্রণয়ন করেন―বিজ্ঞানী টান্সলে।
37. বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কোনটি―বায়োস্ফিয়ার।
38. একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলে―বায়োম।
39. ভারতে দুটি লুপ্তপ্রায় উদ্ভিদের নাম বলো―কলসিপত্রী ও সর্পগন্ধা।
40. জাতীয় পার্কে কি সংরক্ষণ করা হয়―সম্পূর্ণ বাস্তুতন্ত্র।
41. উচ্চ রক্তচাপ কমাতে ―রেসারপিন(সর্পগন্ধা গাছের চাল)।
42. হাঁপানির ঔষধ―ডাটুরিন (ধুতুরা গাছের পাতা ও ছাল)।
43. ম্যালেরিয়া ঔষধ―কুইনাইন (সিঙ্কোনা গাছের বাকল)।
44. এন্ট্রিয়াল নেট্রিউরেটিক হরমোন কোথা থেকে নির্গত হয়―হৃদপিন্ড।
45. সমাটোমেডিন হরমোন কোথা থেকে নির্গত হয়―যকৃৎ।
46. হিমোগ্লোবিন এর অবস্থান কোথায়―লোহিত রক্ত কনিকায়।
47. হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে পাওয়া যায়―চিংড়ি, কাঁকড়া, শামুক, ঝিনুক।
48. কেঁচোর গমন অঙ্গের নাম কি―সিটা।
49. মাকড়শার শ্বাসঅঙ্গের নাম কি―বুকল্যাং।
50. অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায়―জিওল মাছের।
51. গুটিবসন্ত কোন ভাইরাসের প্রভাবে হয়―ভারিওলা ভাইরাস।
52. পূর্নবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন কর পাউন্ড―3 পাউন্ড।
53. মধুর প্রধান উপাদান কি―সুক্রোজ।
54. কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম―বেগুনি।
55. পতঙ্গের প্রধান রেচন যন্ত্র কি―ম্যালপিজিয়ান।
56. 'এলিসা' পরীক্ষা করা হয় কি জন্য―এইডস রোগের জন্য।
57. যে মাছের একটিও আঁশ থাকে না তাকে কি বলে―ক্যাটফিস।
58. কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি―নেফ্রিডিয়া।
59. ঘোড়া ও গাধার মিলনে কোন প্রাণী সৃষ্টি হয়―খচ্চর।
60. মানুষে রক্তের শ্বেতকণিকা কতদিন বাঁচে―1 থেকে 15 দিন।
61. পিঁপড়ের দেহে কোন অ্যাসিড থাকে―ফরমিক অ্যাসিড।
62. দইতে কোন অ্যাসিড থাকে―ল্যাকটিক অ্যাসিড
63. কুনোব্যাঙের হৃদপিণ্ডের কটি প্রকোষ্ঠ থাকে― পাঁচটি (প্রধান তিনটি প্রকোষ্ঠ)।
64. দেহমধ্যে কোন অঙ্গে 'ব্যাওম্যানস ক্যাপসুল' থাকে―বৃক্কে।
65. অ্যাজোল্লা কি―ভাসমান জলজ ফার্ন।
66. বাদুড় কোন শ্রেণীভুক্ত প্রাণী―স্তন্যপায়ী।
67. পাতার আদি কলার নাম কি―মেসোফিল।
68. বাঁধাকপি আসলে কি―অঙ্গজ মুকুল।
69. বাঁশ কি ধরনের কান্ড―তৃনকান্ড।
70. সুইসাইড ব্যাগ কি―লাইসোজমস।
71. একটি পতঙ্গভূক উদ্ভিদের নাম কি―কলসিপত্রি।
72. আমাদের দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি―প্লীহা।
73. যকৃৎ থেকে ক্ষরিত রসকে কি বলে―পিত্ত।
74. রেশম মথের একটি প্রোটোজোয়া ঘটিত রাগের নাম কি―গ্রাসেরি।
75. পায়োরিয়া রোগটি মানবদেহের কোন অংশে হয়―দাঁতের মাড়ি।
76. রক্তে কোনটির পরিমাপ শ্বাসকার্যকে নিয়ন্ত্রণ করে―কার্বন–ডাই-অক্সাইড।
77. কিসের অভাবে কোয়াশিওকর রোগ হয়―প্রোটিন।
78. কোন হরমোন মানুষের দুগ্ধক্ষরণের সহায়তা করে―প্রোল্যাকটিন।
79. 'অন্ধবিন্দু' দেহের কোথায়―চোখে।
80. রক্তকণিকা বিহীন রক্তকে কি বলে―প্লাজমা।
81. মানুষের সবচেয়ে দীর্ঘ অস্থির নাম কি―ফিমার।
82. মানবদেহে কতজোড়া সুষুম্না স্নায়ু রয়েছে―31 জোড়া।
83. কয়েকটি ভাইরাস ঘটিত রোগের নাম―মাম্পস, পোলিও, ইনফুয়েঞ্জা, হাম, জলবসন্ত, গুটি বসন্ত।
84. খাদ্যের মূল উৎস―সালোকসংশ্লেষ।
85. সালোকসংশ্লেষকারী মূল―রাষ্মা, পানিফল, গুলঞ্চ ও অর্কিডের সবুজ মূল।
86. ব্যাকটেরিয়া ঘটিত রোগ―টাইফয়েড, কলেরা, নিউমোনিয়া, যক্ষা, ডিপথেরিয়া, প্লেগ, কুষ্ঠ, হুপিং কফ।
87. মানবদেহে মোট রক্তের পরিমান―5.6 লিটার।
88. রক্ততঞ্চনের সময়কাল―3.6 মিনিট।
89. পোলিও রোগ দেহের কোন অংশে হয়―পা।
90. নিউমোনিয়া দেহের কোন অংশে হয়―ফুসফুস।
91. মাকড়শা ও কাঁকড়া বিছের রেচন অঙ্গের নাম কি―কক্সাল গ্রন্থি।
92. ফিতাকৃমির রেচন অঙ্গের নাম―ফ্লেম কোশ।
93. স্পঞ্জ ও হাইড্রার রেচন অঙ্গের নাম―দেহতল।
94. চিংড়ির রেচন অঙ্গের নাম―সবুজগ্রন্থী।
95. উজ্জ্বল আলো ও বর্ণ শোষণ করে―রেটিনা।
96. অ্যামিবার গমন অঙ্গের নাম কি―ক্ষনপদ।
97. হাইড্রার গমন অঙ্গের নাম―কর্ষিকা।
98. ক্রিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি―কেঁচো।
99. লালাগ্রন্থি, যকৃৎ, বৃক্ক কি ধরণের গ্রন্থি―বহিঃক্ষরা গ্রন্থি।
100. লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায়―সাইট্রিক অ্যাসিড।
ওয়েস্ট বেঙ্গল পুলিশ , কলকাতা পুলিশ এর সব প্রশ্ন উত্তর পাবে এই ওয়েব সাইডে পাবেন