Similar to the First, Second and Third World Wars
আপনাকে আরোও একবার স্বাগতম আমাদের এই ব্লগে , এই ব্লগের মাধ্যমে কিছু অজানা তথ্য আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত। সেরকমই একটা অজানা তথ্য নিয়ে এসেছি আপনাদের সামনে । আমরা অনেক কাকতালীয় ঘটনা দেখেছি কিন্তু কিছু কিছু কাকতালীয় ঘটনা মানুষকে এতটাই অবাক করে তোলে যাহা চোখে বিশ্বাসযোগ্য নয়। সেরকমই একটা কাকতালীয় আশ্চর্য ঘটনা আমি বলতে চলেছি।
কাকতালীয় ঘটনা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই কিন্তু ইতিহাসের জগতে আমরা সচরাচর এরকম ঘটনা আমরা দেখতে পাই না । যদি সেই ঘটনার সাথে যখন বর্তমান ইতিহাস জড়িয়ে আছে তখনই তা আরও তাৎপর্যপূর্ণ হয়ে যায় বৈকি।
এমনই এক ঘটনার কথা জেনে প্রচন্ড অবাক হয়ে পড়েছি সেই ঘটনাটির আপনাদের সামনে সংক্ষেপে জানাতে চাই।
আপনারা নিশ্চয়ই জানেন প্রথম বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? মানে ঠিক কত তারিখে হয়েছিল? মনে পড়ছে বা তাই তো ? না মনে পড়লে ক্ষতি নেই আমাদের এই ব্লগটি আপনাদের সব জানিয়ে দেবে সমস্যা নেই।
২৮+০৭+১৯+১৪=৬৮
এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা তারিখ মনে করুন, মনে পরলো না তাই তো কোন সমস্যা নাই আমাদের এই ব্লগটি আছে তো সব জানিয়ে দেব।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয় ঠিক ১লা সেপ্টেম্বর, ১৯৩৯ সালে অর্থাৎ০১/০৯/১৯৩৯ এই তারিখে। এবারে, দিন, মাস আর বছরের দুটো করে অঙ্ক নিয়ে সংখ্যাগুলোকে একসাথে যোগ করে দেখুন তো-
০১+০৯+১৯+৩৯=৬৮
আমি যা ভাবছি তাই ভাবছেন তা আপনি একটু অবাক হলেন তাই না নিশ্চয়ই অবাক হওয়ার ঘটনায় বটে। কিন্তু এখনো শেষ নয় মেন ট্রাজেডি এখন বাকি রয়েছে।
এবার ঠিক মনে করে দেখুন তো রাশিয়া ঠিক কবে ইউক্রেনে আক্রমণ করলো?
এবছরেরই ২৪ শে ফেব্রুয়ারি অর্থাৎ তারিখটা ২৪/০২/২০২২
এবার হিসাবটা ঠিক ভুললে চলবে না,চলো আরেকবার হিসাবটা মিলিয়ে নিন
২৪+০২+২০+২২=৬৮
সেই একই সূত্রপাত হয়ে নেমে আসলো আটষট্টি / ৬৮! এখানেও সেই একই মারণসংখ্যা! এমন একটা আশ্চর্য ঘটনাকে কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না ?