Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

পৃথিবীতে মশা কেনো প্রয়োজন?। Why on earth do need mosquitoes?

মশা কামড়ানো ছাড়া মশার আর কি উপকারিতা আছে ? ।Mosquitoes are needed on earth


পৃথিবীতে মশা কেনো প্রয়োজন?। Why on earth do need mosquitoes?

পৃথিবীতে কয়টি প্রাণী রয়েছে বা পতঙ্গ রয়েছে তাদের মধ্যে মশাকে আমরা সবচেয়ে ভয়াবহ প্রাণী পতঙ্গ বলে গণ্য করি, কারণ প্রতিনিয়ত কোনো না কোনো কারণবশত মশা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষের প্রাণ নিয়েছে। পৃথিবীতে প্রতিবছর প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু হয় বিভিন্ন রকম মশা বাহিত রোগে ।

তাহলে আমরা কি মশাকে পৃথিবী থেকে একদম ধ্বংস করে দেবো?? ধ্বংস করে দেওয়া কি উচিত বলে মনে হয় আপনাদের? সেটা আসলে একদম ঠিক হবে না। মশাকে ধ্বংস করা একদমই উচিত নয় । তাই মশা মানব জাতির জন্য ক্ষতিকর হলেও মশা পুরোপুরি নির্মূল করা যাবে না।

মশা না থাকলে কি প্রভাব পড়বে পরিবেশে?

আমরা সকলেই জানি মশা কোন উপকারে আসে না। আসলে ব্যাপারটি একদম সঠিক নয়। মশা আমাদের প্রকৃতিতে বা খাদ্য শৃঙ্খল এর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। পৃথিবীতে প্রায় 3600 প্রজাতির মশা রয়েছে তার মধ্যে মাত্র 200 প্রজাতির মশা বিভিন্ন রকম রোগ ছড়ায় । মশা জন্মায় বিভিন্ন নর্দমা ,জলাশয়, ছোট্ট ডোবাতে, ফেলে রাখা নারকেলের ছোবাতে,টায়ারে, বিভিন্ন জায়গায় জন্মাতে পারে। এসব জায়গায় যে অন্যান্য জীব গুলো থাকে ,যেমন মাছ , ব্যাঙ তারা মশার লাভকে খেয়ে জীবন ধারণ করে। আবার যখন মশা উড়ন্ত অবস্থায় থাকে তখন ড্রাগনফ্লাই ছোট ছোট পাখি ও কীটপতঙ্গ মশাকে খেয়ে জীবন ধারণ করে। তাই মশা প্রকৃতিতে একটি গুরুত্বপূর্ণ উপকারী ভূমিকা পালন করে থাকে।

এছাড়াও মশা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা হল:-

১) মশা পরাগায়ন পক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২) মশা না থাকলে পাখির সংখ্যা ব্যাপকহারে কমবে বলে ধারণা করা হয়।
৩) অনেক কীটতত্বদের মতে,মশা না থাকলে জঙ্গল থাকতো না।
৪) যেসব অঞ্চলে বিপুল পরিমাণ মশার না থাকলে মানুষ বন উজাড় করতো এবং বসতি স্থাপন করতো।
মশাকে নিয়ন্ত্রিত পর্যায়ে যদি আমরা রাখতে পারি বা মশার সাথে যে প্যাথোজেন বা জীবাণু রোগ ছড়াচ্ছে সেই জীবাণু সংযুক্তিতে যদি আমরা ব্যাঘাত ঘটাতে পারি । তাহলে কিন্তু মশা মানুষকে রোগ ছড়াতে পারবে না। তাই মশা কে ধ্বংস করে দেওয়া উচিত নয় মশার সাথে যে সংযুক্তিকে ব্যাহত করা বা মশার সাথে মানুষের সংযুক্তিতে যদি আমরা ব্যাহত করতে পারি, তাহলে প্রকৃতিতে মশা থাকবে, কিন্তু রোগ সারাতে পারবে না।

তাই মশা মানবজাতির জন্য ক্ষতিকর হলেও মশা পুরোপুরি নির্মূল করা,মানুষের জন্য আরও বড় ক্ষতির কারণ হতে পারে।

Post a Comment

Previous Post Next Post