365 Moral Stories | নীতি গল্প | বাচ্চাদের কিছু মজাদার গল্প | 365 story book | 365 all story book
একটি শিশুকে আমরা যেভাবে পরিচালনা করব সে সেই ভাবে শিশুটি বেড়ে উঠবে শিশু মন একটা শূন্য পাত্রে মতন হয়। যে পাত্রে ,যদি আমরা কোনো ভালো অভ্যাস প্রবেশ করায় তাহলে শিশুটি ভবিষ্যৎ উজ্জ্বল হবে ,যদি সেই পাত্রে কোন অনৈতিক ভাচক ভাবনা প্রবেশ করায় তাহলে শিশুর ভবিষ্যৎ অন্ধকার দিকে অগ্রসর হবে । একটা শিশুকে মানুষ করতে, ছোট থেকে বড় করতে বাবা মার অনেক পরিশ্রম লাগে। কেবল বড় করে তোলা নয় সুশিক্ষায় বড় করে তোলা।
একজন পিতা তার শিশুকে বা পরিবারকে অর্থের সাহায্য করতে পারে কিন্তু একজন মা তার শিশুকে সুশিক্ষায় বড় করে তুলতে পারে। তাই কোথায় আছে একটি নারীকে শিক্ষা দাও তাহলে দেখবে তোমার পুরো সমাজটা শিক্ষিত হয়ে উঠবে অর্থাৎ যদি তুমি একটি নারীকে শিক্ষা দাও তাহলে তার শিশু সুশিক্ষায় শিক্ষিত হয়ে বড় কিছু করে দেখাবে।
শিশুরা হচ্ছে গাছের মত, আপনি যেভাবে তাকে পরিচর্যা করবেন, সে ঠিকভাবে সেভাবে বেড়ে উঠবে। অর্থাৎ, আপনি যদি আপনার শিশুর শারীরিক, মানসিক পরিচর্যা ঠিক মত করেন তাহলে সে সঠিকভাবে বেড়ে উঠবে। আর যদি তার ব্যতিক্রম ঘটে তাহলে সেই সন্তানটি বেপরােয়া হয়ে যেতে পারে। আর তাই, আপনার সন্তানটিকে সঠিক জ্ঞান অর্জন এবং চরিত্র গঠনে নৈতিকতার শিক্ষার কোন বিকল্প নেই। আর এই নৈতিকতার শিক্ষাটা শৈশব থেকেই তাকে দেওয়া উচিত। আর এর জন্য অন্যতম সেরা উৎস হতে পারে নৈতিক শিক্ষার বই। 365 Moral Stories বইটিতে ৩৬৫টি নৈতিক শিক্ষার গল্প রয়েছে যা শিশু-কিশােরদের সঠিক পথে বেড়ে ওঠার জন্য অত্যাবশক।
যদি আপনার শিশুকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে চান ,ভালো কোনো উঁচু পদে দেখতে চান, সুশিক্ষায় শিক্ষিত করতে চান, তাহলে ছোট থেকেই তাদের বেড়ে ওঠার দিকে নজর রাখতে হবে সেজন্য 365 Moral Stories বইটি পড়তে পারেন আশা করি আপনার শিশু একটা ভালো শিক্ষায় শিক্ষিত হবে। বইটি ক্রয় করতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন এবং বইটি ক্রয় করেনিন আর আপনার শিশু কে একটা উজ্জ্বল দিশা দেখান।
BUY THIS BOOK = 365 Adventure Stories
BUY THIS BOOK = 365 Panchatantra Stories
BUY THIS BOOK = 365 Fairy Tales Hardcover
BUY THIS BOOK = 365 Tales from Indian Mythology
BUY THIS BOOK = 365 Stories for Boys (365 Series) Hardcover
BUY THIS BOOK = 365 Nature Stories ( Know your Environment, Illustrated stories for children)