তাই মা বা নারী লেখা কিছু কবিতা শোনাতে চাই , একটু আপনাদের গুরুত্বপূর্ণ সময় অপচয় করে কবিতাটা শুনুন আশা করি খারাপ লাগবে না।
[ ৮ মার্চ নারী দিবস । Women's day 8 March ]
আমার মা
জন্ম নিয়ে নয়ন মেলে দেখেছি আমি যারে,
সারাজীবন কখনও আমি ভুলব নাকো তারে।
কথা বলতে শিখে আমি ডেকেছি প্রথম যারে,
সে যে আমার জননী, সেই যে আমার মা।
শিশুকালে খেলতে গিয়ে পড়েছি আছাড় খেয়ে,
কে সে যেন ছুটে এসে, ধরেছে যেন আমারে।
স্নেহের হাত বুলিয়ে নিয়েছে কোলে তুলে,
সে যে আমার জননী, সেই যে আমার মা।
কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে শিক্ষা,
অভিমানে বেরিয়ে গেলে কে করেছে প্রতীক্ষা।
আজ আমি দশ ক্লাসে পড়ে পাচ্ছি যে শিক্ষা,
কার কাছেতে হয়েছে আমার হাতেখড়ির দীক্ষা।
সে যে আমার নয়নমণি, সেই যে আমার মা,
আমার মা, তােমার মা, মা সবারই সমান
তাই সবারই করা উচিত যুগ যুগ ধরে মায়ের প্রণাম।
নারীকথা
দুর্বল বলে ভাবিস যাদের একটু ধৈর্য ধর,
মনের ভাবনা বদলে যাবে,
বুঝবি বিয়ের পর।
কন্যাভ্রণ হত্যা করিস,
বিবেক কোথায় থাকে?
নারী যদি নাই বা রয়
মা বলবি কাকে ?
বিবেক-বুদ্ধি লােপ পেয়েছে
স্বার্থপরতার গ্রাসে
ইজ্জতটাও হচ্ছে বিলীন,
মাসের পর মাসে।
ছেলে বলে মহান ভাবিস
ছেলের জন্ম দিস,
সবই তাে নারীর দান,
তুই কী করিস?
বাসনাগুলি রাখবি কোথায়
নারী শেষ হলে ?
দিনরাত্রি ঝাপসা হবে,
ভাসৰি চোখের জলে।
হাজার কেঁদেও কুল পাবি না
দিনটা শীঘ্রই আসবে,
ওরে পাগল, সেই দিন তােকে,
নারী ছাড়া কে ভালােবাসবে?