Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 8 Bengali January 2022 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৮ বাংলা জানুয়ারী ২০২২

প্রিয় ,ছাত্রছাত্রীরা করোনা পরিস্থিতি কে কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছে যাতে আপনারা বাড়িতে বসে সেই গুলো সমাধান করে  স্কুল খুলে নিয়ে যাবেন , যদি কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সংশয় থেকে থাকে তাহলে আমাদের এই  ব্লগটি অনুসরণ করতে পারেন আশা করি উপকৃত পাবেন।


Class 8, Class 8 Model Activity Task January 2022, January 2022 Part 1 Model Activity Task, Model Activity Task / January 2022, 2022/2022 model activity task Class 8 Model Activity Task 2022 Part 9. january 2022  \model activity task model activity 2022, model activity task. model activity task answer, model activity task answer pdf download . মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ফাইল ডাউনলোড।, মডেল অ্যাক্টিভিটি টাস্ক। 


Model Activity Task Class 8 Bengali January 2022 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৮ বাংলা  জানুয়ারী ২০২২


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘বােঝাপড়া’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থে রয়েছে –

(ক) পুনশ্চ

(খ) খেয়া

(গ) শেষলেখা

(ঘ) ক্ষণিকা

উত্তরঃ-  (ঘ) ক্ষণিকা

১.২ 'অনেক_______কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে শূন্যস্থানে বসবে।

(ক) ঝগড়া

(খ) শঙ্কা

(গ) ঝঞ্ঝা

(ঘ) অশ্রু

উত্তরঃ-  অনেক_ ঝঞ্ঝা কাটিয়ে বুঝি / এলে সুখের বন্দরেতে শূন্যস্থানে বসবে।

১.৩ ‘আকাশ তবু ______থাকে শূন্যস্থানে বসবে

(ক) ডাগর

(খ) সুনীল

(গ) আঁধার

(ঘ) মত্ত

উত্তরঃ-   আকাশ তবু সুনীল থাকে শূন্যস্থানে বসবে

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ কতকটা এ ভবের গতিক - ‘ভবের গতিক'টি কী?

উত্তরঃ- - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বােঝাপড়া' কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে 'ভবের গতিক' হল, সবাই সবার জন্য নয়। কেউ আমাদের ভালােবাসে কেউ বাসতে পারে না, কেউ অর্থের কাছে নিজেকে বিকিয়ে আছে, আবার কেউ নিজের সততাকে প্রাধান্য দিয়ে সিকি পয়সাও ধরে না।

২.২ ‘চলে আসছে এমনি রকম’ – কোন্ সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন?

উত্তরঃ- - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ' বােঝাপড়া' কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত উক্তি প্রসঙ্গে লেখক মান্ধাতার আমল সুপ্রাচীনকালের কথা স্মরণ করেছেন।

২.৩ ‘সেইটে সবার চেয়ে শ্রেয়’ – কোন্ বিষয়টিকে সবার চেয়ে শ্রেয় মনে করা হয়েছে?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বােঝাপড়া' কবিতায় কবি বলেছেন, জীবনের নানান খারাপ অবস্থার মধ্যে হাল না ছেড়ে, ভেঙে না পড়ে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হয়। এটিই সবার চেয়ে শ্রেয়।

৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ ‘তবু ভেবে দেখতে গেলে’ – কবি কী ভেবে দেখার কথা বলেছেন?

উত্তরঃ-  রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বােঝাপড়া' কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে কবি বলতে চেয়েছেন, আমরা যদি নিজেদের সাধ ও সাধ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে পারি তবে দুঃখ দুর্দশার সংকীর্ণ জগতের বাইরে থাকা বিশ্বভুবনকে মস্ত বড়াে বলে মনে হয়। তখন আকাশ হয়ে ওঠে আরও নীল, ভােরের আলাে মধুর হয়ে ওঠে, মৃত্যুর চেয়ে জীবনকেই পরম বরণীয় বলে মনে হয়। নিজের সুখে সমস্ত জগতকেই তখন সুখী বলে বােধ হয়। কবির ভাষায়, -

"তেমন করে হাত বাড়ালে

সুখ পাওয়া যায় অনেকখানি।"

৩.২ ‘শঙ্কা যেথায় করে না কেউ | সেইখানে হয় জাহাজ-ডুবি।– উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করাে।

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ' বােঝাপড়া' কবিতা থেকে নেওয়া প্রশ্নোদ্ধৃত অংশে লেখক জীবনের এক গভীরতর সত্যকে উপস্থাপিত করেছেন। 'জাহাজ ডুবি' হওয়া বলতে এখানে সমূহ বিপদের কথা বােঝানাে হয়েছে। আসলে আমাদের জীবনে পরের মুহূর্তে কী ঘটবে তা কেউই জানিনা। হয়তাে যেখানে বিপদের কোনাে আশঙ্কাই নেই সেখানেই যাবতীয় বিপদ ঘটে যেতে পারে। তাই বলা যায় লেখক যেন আমাদের প্রতি মুহূর্তে সচেতন থাকার ইঙ্গিত দিয়েছেন এবং যে কোনাে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন।

৩.৩ ‘দোহাই তবে এ কাটা / যত শীঘ্র পারাে সারাে। কবি কোন্ কাটা দ্রুত সারতে বলেছেন?

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বােঝাপড়া' কবিতায় কবি বলতে চেয়েছেন, জীবনের না পাওয়ার হিসাব কষতে কষতে অনেক সময় আমরা পাওয়া সুখটুকুও হেলায় হারিয়ে ফেলি আর না পাওয়ার বেদনায় হাহাকার করি। 'এ কাৰ্যটা' বলতে এখানে কবি হাহাকার করে সময় নষ্ট করার কথা বলেছেন। আসলে ঘটে যাওয়া ঘটনার জন্য হাহাকার করে সময় নষ্ট করা অর্থহীন। তাই কবি না পাওয়ার হাহাকারের মতাে অনুচিত কাজে অযথা সময় নষ্ট না করে সেটি শীঘ্র শেষ করতে বলেছেন।

৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :

৪.১ ‘ভালাে মন্দ যাহাই আসুক | সত্যেরে লও সহজে। পঙক্তিদুটি ‘বােঝাপড়া’ কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? এমন পুনরাবৃত্তির কারণ কবিতাটির বিষয়বস্তুর আলােকে বিশ্লেষণ করাে।

উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বােঝাপড়া' কবিতায় প্রশ্নোদ্ধৃত অংশটি মােট পাঁচবার ব্যবহার করা হয়েছে। বােঝাপড়া কবিতাটির মাধ্যমে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীবনে ভালাে বা মন্দ যাই আসুক না কেন সবসময় সত্য বা বাস্তবকে সহজভাবে গ্রহণ করতে হবে। কবি বলেছেন  এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়, আজ আমরা কাউকে ফাঁকি দিলে পরবর্তীতে অন্য কেউ আমাদের ফাঁকি দেবে এটাই জগতের নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়মই চলে আসছে। জীবনে সুখ যেমন আসবে ঠিক তেমনই আসবে দুঃখ ও। যে স্থানে বিপদের কোনাে আশঙ্কা নেই তেমন স্থানেও হঠাৎ আসবে বিপদ। সমস্ত কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি জীবনে ভালাে মন্দ যাই আসুক সত্যকে বা বাস্তবকে মেনে নিতে হবে। অর্থাৎ আলােচ্য কবিতায় বারে বারে প্রশ্নোদ্ধৃত উক্তিটির মাধ্যমে কবি যেন জীবনের চিরন্তন এক সত্যকে প্রকাশ করতে চেয়েছেন যা আমাদের জীবনে চলার পথে মূল্যবান উপদেশ স্বরূপ।


সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য নিচে লিংক  এ ক্লিক (CLICK) করুন 

CLASS 3 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 3 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 4 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 4 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 5 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 5 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 6 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 6 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 7 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 7 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 8 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 8 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 9 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 9 ALL SUBJECT PART 1 JANUARY

CLASS 10 JANUARY  MODELACTIVITY TASK 2022 CLASS 10 ALL SUBJECT PART 1 JANUARY

 

Post a Comment

Previous Post Next Post