[January] Model Activity Task Class 7 Bengali January 2022 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৭ বাংলা জানুয়ারী ২০২২
প্রিয় ,ছাত্রছাত্রীরা করোনা পরিস্থিতি কে কথা মাথায় রেখে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ২০২২ সালে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছে যাতে আপনারা বাড়িতে বসে সেই গুলো সমাধান করে স্কুল খুলে নিয়ে যাবেন , যদি কোনো মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে সংশয় থেকে থাকে তাহলে আমাদের এই ব্লগটি অনুসরণ করতে পারেন আশা করি উপকৃত পাবেন।
Class 7, Class 7 Model Activity Task January 2022, January 2022 Part 1 Model Activity Task, Model Activity Task / January 2022, 2022/2022 model activity task Class 7\Model Activity Task 2022 Part1. January 2022 \model activity task model activity 2022, model activity task. model activity task answer, model activity task answer pdf download .মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস জানুয়ারী ২০২২, জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ২০২২, ২০২২ জানুয়ারী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস পিডিএফ ফাইল ডাউনলোড .
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
ক্লাস ৭ বাংলা
১. ঠিক উত্তর বেছে নিয়ে লেখাে :
১.১ ছন্দে বাঁধা =
(ক) পাখির ডাক
(খ) রাত্রি-দিন
(গ) ঘড়ির কাঁটা
(ঘ) নৌকো জাহাজ
উত্তরঃ- (খ) রাত্রি-দিন
১.২ জীবন হবে ________________শূন্যস্থানে হবে।
(ক) স্বপ্নময়
(খ) দ্বন্দ্বময়
(গ) কাব্যময়
(ঘ) পদ্যময়
উত্তরঃ- (ঘ) পদ্যময়
১.৩ দিন দুপুরে _______________ডাকে’ - শূন্যস্থানে হবে
(ক) ঝিঝির
(খ) পাখির
(গ) গাড়ির
(ঘ) ঝড়ের
উত্তরঃ- (খ) পাখির
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ ‘ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি কোন্ কথায় কান দিতে নিষেধ করেছেন?
উত্তরঃ- ছন্দে শুধু কান রাখাে' কবিতার কবি মন্দ কথায় কান দিতে নিষেধ করেছেন।
২.২ ‘ছন্দ শােনা যায় নাকো।'- কখন ছন্দ শােনা যায় না?
উত্তরঃ- কবি অজিত দত্তের মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ব বিবাদ, হিংসা, দ্বেষ ভুলে না গেলে মন দিয়ে ছন্দ শােনা যায় না|
২.৩ কেউ লেখেনি আর কোথাও। – কোন্ প্রসঙ্গে করি একথা বলেছেন?
উত্তরঃ- নদী আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে, তা অপূর্ব। এর আগে এমন ছন্দ ,এমন ছাড়া আর কেউ লেখেনি।
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ‘মনের মাঝে জমবে মজা।” – মনের মধ্যে কীভাবে মজা জমে ওঠে?
উত্তরঃ- কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখাে' কবিতার জানিয়েছেন, আমাদের জীবন হলাে ছন্দময় জীবনের এই সহজ ছন্দ বুঝতে হলে কানকে সজাগ রাখতে হয় এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন, যাদের মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে। যেমন- নদীর আপন বেগে বয়ে চলা , পাখির অপূর্ব গান, সন্ধ্যাবেলা ঝিঝি পােকার ডাক। এদের মধ্যে রয়েছে সন্দেহ অপূর্ব খেলা| যে মানুষ তার কানকে সজাগ রাখতে জানে, সেই মানুষ পারে ছন্দের এই খেলাকে উপলব্ধি করতে| আর সেটি সম্ভব হলে মনের মধ্যে অদ্ভুত এক মজা বা আনন্দ জেগে ওঠে।
৩.২ ‘পদ্য লেখা সহজ নয় - - পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে?
উত্তরঃ- কবি অজিত দত্ত ছন্দে শুধু কান রাখাে' নামাঙ্কিত কবিতায় জানিয়েছেন, সকলেই পদ্য লিখতে পারে না| গদ্য লেখা সহজ| কিন্তু অসাধারণ পদ্য লেখা বেশ কঠিন। কেননা তার জন্য ছন্দ সম্পর্কে সহজ অনুভূতি থাকা দরকার| ছন্দে তাল সম্পর্কে বােধ দরকার| আর লেওন সেই জন্য পদ্য লেখা সহজ নয়।
৩.৩ ‘চিনবে তার ভুবনটাকে’ - কীভাবে ভুবনকে চেনা সম্ভব হবে?
উত্তরঃ- পৃথিবীর সব কিছুতে ছন্দ আছে। পৃথিবী ছন্দহীন নয়। সেইসব ছন্দকে মন-প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয়| আমাদের শ্রবণযন্ত্র যে কোন অনুভুতি কে ধরতে পারে| আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যেকোন বিষয়ের মধ্যে ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে। বিষয়ের মন দিতে পারে আর তখন ‘ভুবনটাকে চেনা সম্ভব হয়.
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :
'কিচ্ছুটি নয় ছন্দহীন। – ‘ছন্দে শুধু কান রাখাে’ কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কীভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করাে।
উত্তরঃ- জগতের কোনাে কিছুই ছন্দহীন নয়| কবি অজিত দত্ত মনে করেন, আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায় জীব জগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা। এমনকি জড় জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা| কবি বিষয়টিকে বােঝাতে গিয়ে জানিয়েছেন - পাখির ডাকের যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যেও তেমন সহজ ছন্দ -হেনদীর বয়ে চলার রয়েছে। তাই কবি বলেছেন, কোনােকিছুই ছন্দহীন নয়।
সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পাওয়ার জন্য নিচে লিংক এ ক্লিক (CLICK) করুন
CLASS 3 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 3 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 4 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 4 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 5 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 5 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 6 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 6 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 7 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 7 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 8 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 8 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 9 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 9 ALL SUBJECT PART 1 JANUARY
CLASS 10 JANUARY ➤ MODELACTIVITY TASK 2022 CLASS 10 ALL SUBJECT PART 1 JANUARY