Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task Class 8 History Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৮ ইতিহাস পার্ট ৭ অক্টোবর ২০২১

Model Activity Task Class 8 History Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৮ ইতিহাস পার্ট ৭ অক্টোবর ২০২১
Model Activity Task Class 8 History Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক  ক্লাস ৮ ইতিহাস পার্ট ৭ অক্টোবর ২০২১

১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

১.১ আত্মীয় সভা

(ক) জ্যোতিরাও ফুলে

১.২ জাতীয় মেলা

(খ) রামমােহন রায়

১.৩ সত্যশােধক সমাজ

(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী

১.৪ আর্য সমাজ

(ঘ) নবগােপাল মিত্র

উত্তর:- 

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

১.১ আত্মীয় সভা

(খ) রামমােহন রায়

১.২ জাতীয় মেলা

(ঘ) নবগােপাল মিত্র

১.৩ সত্যশােধক সমাজ

(ক) জ্যোতিরাও ফুলে

১.৪ আর্য সমাজ

(গ) স্বামী দয়ানন্দ সরস্বতী


২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ সাগরে কন্যাশিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন__________।

উত্তর:- লর্ড ওয়েলেসলি

২.২ মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়_____________নেতৃত্বে।

উত্তর:- বীরেশলিঙ্গম  পান্তুলু

২.৩ আলিগড় অ্যাংলাে ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন___________।

উত্তর:- স্যার সৈয়দ আহমেদ খান

২.৪ স্বামী বিবেকানন্দ_________ ধর্ম সম্মেলনে যােগদান করেন।

উত্তর:- শিকাগো

৩. দু-তিনটি বাক্যে উত্তর দাও :

৩.১ বারাসাত বিদ্রোহ কী?

উত্তর : তিতুমীর বারাসাতের বিস্তীর্ণ এলাকা ইংরেজদের হাত থেকে মুক্ত ঘােষণা করে এবং নিজেকে বাদশাহ বলে অভিহিত করেন। নারকেলবেরিয়া গ্রামে তিনি একটি বাঁশের কেল্লা স্থাপন করেন। তিনি টাকি ও গােবরডাঙ্গা প্রভৃতি জমিদারদের কাছে কর আদায় করতে থাকেন। এই বিদ্রোহ বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।

৩.২ ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত ছিলেন?

উত্তর : হিন্দু কলেজের অধ্যাপক ডিরােজিও পরিচালিত নব্য বঙ্গ আন্দোলনের অনুগামীদের নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হতো স্বাধীন চিন্তা ও যুক্তিবাদী বিশ্বাসী ডিরােজিও তার অনুগামীদের সততা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ করে তুলেছিলেন।

৩.৩ মােপালা বিদ্রোহ কেন হয়েছিল?

উত্তর : কেরল রাজ্যের আদিবাসী দরিদ্রদের উপর ইংরেজদের অত্যাচার ও আক্রমণ মােপলা বিদ্রোহের জন্ম দেয়৷ মােপলারা মালাবার অঞ্চলের কৃষি মানুষ৷ জমিদারের খাজনা ও মহাজনদের অত্যাচার সব মিলিয়ে তীব্র অত্যাচারের ফলে মােপলা বিদ্রোহের সৃষ্টি হয়।

৪. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :

৪.১ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে ‘হিন্দু প্যাট্রিয়ট’ কেমন ভূমিকা পালন করেছিল?

উত্তর : আধুনিক বাংলার ইতিহাসে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা বিশেষ উল্লেখযােগ্য। এই পত্রিকা থেকে আমরা সমকালীন সমাজ চিত্রের বিভিন্ন ধারণা পাই। এই পত্রিকা থেকে আমরা জানতে পারি যে সাঁওতাল আদিবাসীদের জোর করে ইংরেজরা বেগার খাটাত| এর ফলে সাঁওতালরা ক্ষুব্ধ হয়ে বিদ্রোহী হয়ে ওঠে। তাছাড়া এই পত্রিকায় সাঁওতালদের উপর অত্যাচারের কাহিনী তুলে ধরে জনসাধারণের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা লক্ষ্য করা যেত।হিন্দু প্যাট্রিয়টে লেখা হয়েছিল অর্থনৈতিক শােষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছে।

৪.২ ১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযােগ্য পরিবর্তনের উল্লেখ করাে।

উত্তর:-
১৮৫৭-র বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযােগ্য পরিবর্তন হল:-
(i) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লােপ পেয়েছিল। তার বদলে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়। আইন জারি করে ব্রিটেনের রানি ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘােষণা করা হয়। পাশাপাশি রানির মন্ত্রীসভার একজন সদস্যকে ভারত-শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব হিসেবে নিয়ােগ করা হয়।
(ii) তাছাড়া গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয়। তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি করা হয়। লর্ড ক্যানিং যিনি ১৮৫৭ খ্রিস্টাব্দের গভর্নর জেনারেল ছিলেন, তিনি প্রথম ভাইসরয় নিযুক্ত হন। ১৮৫৮ খ্রিস্টাব্দের ১ নভেম্বর থেকে ভারত শাসন সংক্রান্ত ঐ আইনটি বলবৎ হয়। ভারতে শুরু হয় রানি ভিক্টোরিয়ার শাসন।

Post a Comment

Previous Post Next Post