Model Activity Task Class 5 Health and Physical Education Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট ৭ অক্টোবর ২০২১
আগুন
১। শূন্যস্থান পূরণ করাে :
(ক) আগুন
যে কোনাে স্থানেই আগুন লাগলে_____________সৃষ্টিকরে, দাউ দাউ জ্বলে আগুনের শিখা থাকা যায় না তাে ঘরে।
উত্তর:- ভীতির
(খ) আগুন
অযথা দৌড়াদৌড়ি না করে নেমে এসাে রাস্তায়, নিকটবর্তী_______________খবর পৌঁছে যায়।
উত্তর:- দমকলে
(গ) আগুন
______________গন্ধ যদি নাকে আসে হতে হবে সাবধান, দ্রুততার সাথে বন্ধ করবে গ্যাসেরই তাে নবখান।
উত্তর:- গ্যাসে
(ঘ) আগুন
শাড়ির__________খাবার নামালে বিপদ হতেই পারে, সাঁড়াশিটা কাছে রাখতেই হবে ঠিকমতাে ব্যবহারে।
উত্তর:- আঁচলে
(ঙ) আগুন
গ্যাসের গন্ধ পেলেই দরজা_________দাও খুলে, জ্বলন্ত স্টোভে কেরােসিন যেন ঢালবে না কেউ ভুলে।
উত্তর:- জানলা
(চ) আগুন
হকিংকরাটা বড়াে_______তেমনি ভয়কর, অসাবধানেতে আগুন লাগলে পুড়ে যাবে বাড়িঘর।
উত্তর:- অপরাধ
২। নীচের ছবিগুলি শনাক্ত করে ছবির বক্তব্য কয়েকটি বাক্যে বর্ণনা করাে।
ক) উত্তর:- চিত্রটিতে গ্যাসের উনুন জ্বলন্ত অবস্থায় আছে, বাচ্চা মেয়ে ও ভদ্র মহিলা গ্যাসের গন্ধে নাকে হাত দিয়ে আছে।
i) গ্যাসের গন্ধ নাকে এলে সাবধান হতে হবে।
ii) গ্যাসের নবখানা বন্ধ না থাকলে তা বন্ধ করতে হবে।
iii) গ্যাসের পাইপ লিক করলে গ্যাস সরবরাহকারী সংস্থাকে খবর দিতে হবে।
iv) কোনাে স্থানে আগুন লাগলে অযথা দৌড়াদৌড়ি করা যাবে না।
v) নিকটবর্তী দমকলে খবর দিতে হবে।
খ) উত্তর:- চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরােসিন তেল ঢালা হচ্ছে।
i) চিত্রটিতে জ্বলন্ত স্টোভে কেরােসিন তেল ঢালা কারণ আগুন লেগে গিয়ে বড়াে দুর্ঘটনা ঘটতে পারে।
ii) স্টোভ বন্ধ থাকা অবস্থায় তেল ঢালতে হবে।
গ) উত্তর:-চিত্রটিতে ব্যক্তিটি ঘরে মােমবাতি জ্বালিয়ে ঘুমােচ্ছে।
i) ঘরে মােমবাতি বা কুপি সাবধানে ব্যবহার করতে হবে কারণ তা থেকে আগুন লেগে যেতে পারে।
ii) মােমবাতি বা কুপি জ্বালিয়ে ঘুমোলে কার্বন মনােক্সাইড গ্যাসের কারণে কারাে প্রাণ পর্যন্ত যেতে পারে।