Model Activity Task Class 5 Environment Science Part 7 2021 October | মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস ৫ পরিবেশ বিজ্ঞান পার্ট ৭ অক্টোবর ২০২১
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন।
ক) বাঘা যতীন
খ) সূর্য সেন
গ) ভগৎ সিং
ঘ) নেতাজি সুভাষচন্দ্র
উত্তর:- ঘ) নেতাজি সুভাষচন্দ্র
১.২ মাছ ধরার যে উপায়টিতে বঁড়শি লাগে তা হলাে –
ক) জাল
খ) পােলাে
গ) ছিপ
ঘ) ঘুনি
উত্তর:- গ) ছিপ
১.৩ রেশমকীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলাে :-
ক) চা
খ) তুত
গ) আনারস
ঘ) পাট
উত্তর:- খ) তুত
২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
২.১ সভ্যতার প্রথমে মানুয মাটির বাসন ব্যবহার করত।
উত্তর:- ঠিক
২.২ বেগম রােকেয়া মেয়েদের পড়াশােনার জন্য অনেক চেষ্টা করেছিলেন।
উত্তর:- ঠিক
২.৩ ন্যাদেশ একটি সহজলভ্য নদীর মাছ।
উত্তর:- ভুল
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় চা চাষ হয় ?
উত্তর:- পশ্চিমবঙ্গে উত্তরের পার্বত্য জেলাগুলি চা চাষের পক্ষে যথেষ্ট উপযােগী। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার , উত্তর দিনাজপুর প্রভৃতি জায়গায়চা চাষ করা হয়।
৩.২ হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটো কাজ লেখাে।
উত্তর:- হারভেস্টার মেশিনের সাহায্যে করা যায় এমন দুটি কাজ হল----
(i) কম সময়ে মাঠের বেশি ফসল কাটা হয়।
(ii) একটি কম্বাইন হারভেস্টার মেশিনে
ধান, গম প্রভৃতি ফসলের মাড়াই, ঝাড়াই
এবং শষ্যের বস্তাবন্দি করা সম্ভব।
৩.৩ গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম লেখাে।
উত্তর:- গাঙ্গেয় ব-দ্বীপ আর রাঢ় অঞ্চলে চাষ হয় এমন দুটো ফসলের নাম (i) ধান (ii) আলু (iii) চা,গম ,পাট।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ বীরসা মুণ্ডা, সিধাে ও কানহুর মত মানুষদের আমরা শ্রদ্ধা করি কেন?
উত্তর:- ইংরেজরা সাঁওতাল জনজাতির উপর নানা ভাবে অত্যাচার করত। ইংরেজরা অন্যায় ভাবে তাদের জমি দখল করে নিয়েছিল।জঙ্গল কেটে ফেলেছিল। রেশম চাষ নষ্ট করতে বাধ্য করেছিল। তাদের উপর আর্থিক শােষণ করতাে এবং মানসিক নির্যাতন ও করত। এর ফলস্বরপ বীরসা মুন্ডা, সিধাে ও কানহুর নেতৃত্বে সাঁওতাল জনজাতি তাদের অধিকার রক্ষার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলাে। তাদের এই আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এঁরা সবাই শ্রদ্ধার মানুষ। তাই বীরসা মুন্ডা, সিধাে ও কানহুর মতাে মানুষদের আমরা শ্রদ্ধা করি।