Model Activity Task 2021 Class 7 Science Part 6 September|| মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান পার্ট 6 সেপ্টেম্বর
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ যেক্ষেত্রে আলাের বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলাে।
(ক) দেয়াল(খ) কাগজ
(গ) কাপড়
(ঘ) আয়না
উত্তর:- (ঘ) আয়না
১.২ যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলাে
(ক) সূর্য(খ) বায়ুপ্রবাহ
(গ) জীবাশ্ম জ্বালানি
(ঘ) জৈব গ্যাস
উত্তর:- (গ) জীবাশ্ম জ্বালানি
১.৩ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলাে
(ক) আলু(খ) কচুরিপানা
(গ) বেল
(ঘ) কুমড়াে
উত্তর:- (খ) কচুরিপানা
২. ঠিক বাক্যের পাশে '✓'আর ভুল বাক্যের পাশে '×' চিহ্ন দাও :
২.১ কোনাে দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।
উত্তর:- ঠিক২.২ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরােয় তাকে পর্বমধ্য বলে।
উত্তর:- ভুল২.৩ তেঁতুল পাতা হলাে একক পত্রের একটি উদাহরণ।
উত্তর:- ভুলএকটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত – লােহার চেয়ার না কাঠের টুল? কেন?
উত্তর:- চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাড়িয়ে কাজ করা উচিত। কারণ কাঠ হলাে তড়িতের কুপরিবাহী তাই চালু লাইনে কাজ করার সময় কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করলে সরবরাহ লাইনের তারে হাত লেগে গেলেও তড়িৎ শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না।।৩.২ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী?
উত্তর:-উদ্ভিদের মূলের প্রধান কাজ গুলি হল---
(i) উদ্ভিদের মূলের মূলরােম অঞ্চলে উপস্থিত রােমগুলাের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ পদার্থ শােষণ করে।
(ii) উদ্ভিদের মূলের স্থায়ী অঞ্চল গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখে।
(iii) মাটির গভীরে বিস্তৃত হওয়ার সময় মূলের নরম অংশকে রক্ষা করে উদ্ভিদের মূলের মূল অঞ্চল।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড়াে করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করাে।
উত্তর:- সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি অস্পষ্ট হবে। ছিদ্র বড় করা হলে তা অসংখ্য ছােট ছােট ছিদ্রের সমষ্টিরূপে কাজ করে। প্রতিটি ছিদ্র এক একটি আলাদা প্রতিকৃতি তৈরি করে। ফলে সমস্ত প্রতিকৃতি মিলেমিশে একটি অস্পষ্ট প্রতিকৃতি তৈরি হয়।।৪.২ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করাে।
উত্তর:- সমুদ্রের মাছের দেহে লবণ আছে কিন্তু সমুদ্র জলের লবণের পরিমাণ তার থেকেও বেশি। সমুদ্রের মাছ নিন্মলিখিতভাবে নিজেদের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে----(i) ঘন মূত্র ত্যাগ করে, ফলে খুব কম জল দেহ থেকে বেরিয়ে যায়।
(ii) ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে।
Tags
Class 7 Part 6