Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task 2021 Class 6 Environment Science Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 6 সেপ্টেম্বর

Model Activity Task 2021 Class 6 Environment Science Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 6 সেপ্টেম্বর
Model Activity Task 2021 Class 6 Environment Science Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 6 সেপ্টেম্বর

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ যেটি আগ্নেয়শিলা তা হলাে –

(ক) চুনাপাথর
(খ) বেলেপাথর
(গ) মার্বেল পাথর
(ঘ) গ্রানাইট
উত্তর:- (ঘ) গ্রানাইট

১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলাে –

(ক) ডেকামিটার
(খ) ডেসিমিটার
(গ) মিটার
(ঘ) মিলিমিটার
উত্তর:- (ঘ) মিলিমিটার

১.৩ মানুষের বুড়াে আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলাে –

(ক) পিভট সন্ধি
(খ) হিঞ্জ সন্ধি
(গ) স্যাডল সন্ধি
(ঘ) বল এবং সকেট সন্ধি।
উত্তর:- (গ) স্যাডল সন্ধি

২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :

২.১ কোনাে স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়।

উত্তর:- ভুল

২.২ কোনাে তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়।

উত্তর:- ভুল

২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে।

উত্তর:- ভুল

৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ “ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত” — চাপের ধারণা প্রয়ােগ করে কারণ ব্যাখ্যা করাে।

উত্তর:- ভোঁতা চুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালাে ছুরির ধারালাে প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি, চাপ= বল ÷ ক্ষেত্রফল। অর্থাৎ, চাপ, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাই ভোঁতা চুরিতে একই বল প্রয়ােগ করলেও কম চাপ প্রযুক্ত হয়। ফলে, ভােতা ছুরিতে সব্জি কাটা শক্ত।

৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছােয় ?

উত্তর :- বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে। তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে। তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার (ট্রাইকাসপিড ভালভ) মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্রক কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌঁছায়।

৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ “সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি” – ব্যাখ্যা করাে।

উত্তর:- খাদ্যের মধ্যে বা উদ্ভিদের দেহে সূর্যের শক্তি জমা থাকে স্থিতিশক্তি রূপে। কোটি কোটি বছর আগে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবশেষ মাটির নীচে চাপা পড়ে নানান পরিবর্তনের মাধ্যমে জীবাশ্মেপরিণত হয়। উদ্ভিদ মাটির নীচে চাপে আর গরমে থাকতে থাকতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কয়লার রূপান্তরিত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলানীচে থাকতে থাকতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি।

৪.২ তােমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তােমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্ণয় করাে। তােমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তােমার মতামত লেখাে।

উত্তর:- আমরা জানি, দেহভর সূচক (BMI) = দেহের ওজন
( কেজি এককে) : দেহের উচ্চতার বর্গ (বর্গমিটার
এককে)
4.5 ফুট = 4.5 x 0.3048 মিটার = 1.37 মিটার আমার বন্ধুর দেহভর সূচক
= 60 = (1.37)2
= 60 = 1.88
= 31.91(প্রায়)
উত্তর:- যেহেতু বন্ধুর দেহভর সূচক 30 এর বেশি , তাই এই বন্ধু মোটা হয়ে যাওয়া সূচকের নির্দেশ।


Post a Comment

Previous Post Next Post