Model Activity Task 2021 Class 6 Environment Science Part 6 September || মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 6 সেপ্টেম্বর
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ যেটি আগ্নেয়শিলা তা হলাে –
(ক) চুনাপাথর(খ) বেলেপাথর
(গ) মার্বেল পাথর
(ঘ) গ্রানাইট
উত্তর:- (ঘ) গ্রানাইট
১.২ দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম এককটি হলাে –
(ক) ডেকামিটার(খ) ডেসিমিটার
(গ) মিটার
(ঘ) মিলিমিটার
উত্তর:- (ঘ) মিলিমিটার
১.৩ মানুষের বুড়াে আঙুলে যে ধরনের অস্থিসন্ধি দেখা যায় সেটি হলাে –
(ক) পিভট সন্ধি(খ) হিঞ্জ সন্ধি
(গ) স্যাডল সন্ধি
(ঘ) বল এবং সকেট সন্ধি।
উত্তর:- (গ) স্যাডল সন্ধি
২. ঠিক বাক্যের পাশে '✓' আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
২.১ কোনাে স্প্রিংকে চাপ দিয়ে সংকুচিত করা হলে তার মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়।
উত্তর:- ভুল২.২ কোনাে তরলের প্রবাহিত হওয়ার বেগ বাড়লে সেই তরলের মধ্যের চাপ বেড়ে যায়।
উত্তর:- ভুল২.৩ লিগামেন্ট পেশির সঙ্গে হাড়কে যুক্ত করে।
উত্তর:- ভুল৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ “ভোঁতা ছুরিতে সবজি কাটা শক্ত” — চাপের ধারণা প্রয়ােগ করে কারণ ব্যাখ্যা করাে।
উত্তর:- ভোঁতা চুরির ভোঁতা প্রান্তের ক্ষেত্রফল ধারালাে ছুরির ধারালাে প্রান্তের চেয়ে বেশি। আমরা জানি, চাপ= বল ÷ ক্ষেত্রফল। অর্থাৎ, চাপ, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক। তাই ভোঁতা চুরিতে একই বল প্রয়ােগ করলেও কম চাপ প্রযুক্ত হয়। ফলে, ভােতা ছুরিতে সব্জি কাটা শক্ত।৩.২ মানবদেহে কীভাবে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে পৌঁছােয় ?
উত্তর :- বাম অলিন্দ ও ডান অলিন্দ রক্ত দ্বারা পূর্ণ হলে সংকুচিত হতে শুরু করে। তখন বাম নিলয় ও ডান নিলয় প্রসারিত হতে শুরু করে। তখন ডান অলিন্দের রক্ত ত্রিপত্র কপাটিকার (ট্রাইকাসপিড ভালভ) মধ্য দিয়ে ডান নিলয়ে এবং বাম অলিন্দের রক্ত দ্বিপত্রক কপাটিকার মধ্য দিয়ে বাম নিলয়ে পৌঁছায়।৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ “সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি” – ব্যাখ্যা করাে।
উত্তর:- খাদ্যের মধ্যে বা উদ্ভিদের দেহে সূর্যের শক্তি জমা থাকে স্থিতিশক্তি রূপে। কোটি কোটি বছর আগে উদ্ভিদ ও প্রাণীর দেহ বা দেহাবশেষ মাটির নীচে চাপা পড়ে নানান পরিবর্তনের মাধ্যমে জীবাশ্মেপরিণত হয়। উদ্ভিদ মাটির নীচে চাপে আর গরমে থাকতে থাকতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে কয়লার রূপান্তরিত হয়। আবার উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পাললিক শিলানীচে থাকতে থাকতে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত হয়। অর্থাৎ সমস্ত জীবাশ্ম জ্বালানির মূলেই আছে সূর্যের শক্তি।৪.২ তােমার বন্ধুর ওজন 60 কেজি আর উচ্চতা 4.5 ফুট। তােমার ঐ বন্ধুর দেহভর সূচক নির্ণয় করাে। তােমার বন্ধুর দেহভর সূচক সম্বন্ধে তােমার মতামত লেখাে।
উত্তর:- আমরা জানি, দেহভর সূচক (BMI) = দেহের ওজন( কেজি এককে) : দেহের উচ্চতার বর্গ (বর্গমিটার
এককে)
4.5 ফুট = 4.5 x 0.3048 মিটার = 1.37 মিটার আমার বন্ধুর দেহভর সূচক
= 60 = (1.37)2
= 60 = 1.88
= 31.91(প্রায়)
উত্তর:- যেহেতু বন্ধুর দেহভর সূচক 30 এর বেশি , তাই এই বন্ধু মোটা হয়ে যাওয়া সূচকের নির্দেশ।
Click here√Model Activity Task class 7 Bengali (Part 6)
Click here√Model Activity Task class 7 English (Part 6)
Click here√Model Activity Task class 7 Health and Physical education
Tags
Class 6 Part 6