Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task 2021 Class-5 Environment Science (Paribesh) Part-6

Model Activity Task 2021 Class-5 Environment Science Part-6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 5 পরিবেশ বিজ্ঞান পার্ট-6
Model Activity Task 2021 Class-5 Environment Science (Paribesh) Part-6

১. ঠিক উত্তর নির্বাচন করাে :

১.১ পশ্চিমবঙ্গে চা চাষ হয়।

(ক) রাঢ় অঞ্চলে
(খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে।
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তর:- (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে

১.২ যেটি সমুদ্রের মাছ সেটি হলাে –

(ক) পারসে।
(খ) ট্যাংরা
(গ) রুই
(ঘ) সার্ডিন
উত্তর:- (ঘ) সার্ডিন

১.৩ সর্বপল্লী রাধাকৃয়াণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলাে

(ক) শিক্ষক দিবস
(খ) পরিবেশ দিবস
(গ) শিশু দিবস
(ঘ) সাধারণতন্ত্র দিবস
উত্তর:- (ক) শিক্ষক দিবস

২. শূন্যস্থান পূরণ করাে :

২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও _________।

উত্তর:- বাংলাদেশ

২.২ বিপ্লবী সূর্য সেন________নামে পরিচিত ছিলেন।

উত্তর:- মাস্টার দা

২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলাে________।

উত্তর:- তিস্তা/গঙ্গা

একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।

উত্তর:-
বৈশিষ্ট্য :
(i) সুন্দরবন অঞ্চলের মাটি লবণাক্ত।
(ii) এখানকার মাটিতে কাদা বেশি ও বালির ভাগ কম।
(iii) এই মাটিতে অক্সিজেনের পরিমাণ খুব কম।

৩.২ লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?

উত্তর:-
(i) লুপ্তপ্রায় মাছ ধরা আইন করে বন্ধ করা।
(ii) লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের ব্যবস্থা করা।
(iii) লুপ্তপ্রায় মাছ সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে হবে।

(iv) লুপ্তপ্রায় মাছের চাষ বৃদ্ধি করতে হবে।

 যেমন সরপুঁটি,মৌরলা, ন্যাদোশ, খুরশুলা প্রভৃত)

৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:

৪.১ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?

উত্তর:- সাধারণতন্ত্র মানে হল দেশের সাধারণ মানুষেই দেশ চালাবে। রাজার ছেলে রাজা হবে না। ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি আমাদের স্বাধীন দেশটা কেমন করে চালাব তারই নিয়ম-কানুন বা সংবিধান চালু হয়েছিল। তাই আমরা প্রতি বছর ২৬ শে জানুয়ারি সাধারনতন্ত্র দিবস পালন করি।

Post a Comment

Previous Post Next Post