Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Model Activity Task 2021 Class-4 Health and Physical Education Part-6

Model Activity Task 2021 Class-4 Health and Physical Education Part-6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 4  স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট-6
Model Activity Task 2021 Class-4 Health and Physical Education Part-6

(ক) সাহসিকতা

সাহসের সঙ্গে কোনাে কাজে এগিয়ে

গেলে______আসবেই আসবে।

উত্তর:- সাফল্য

(খ) ভক্তি-শ্রদ্ধা ও বিনয়-নম্রতা

বিনয় ও নম্রতা শিশুকে_______করে তােলে।

উত্তর:-মহান

(গ) উদ্যম ও পরিশ্রম

উদ্যম ও________সাফল্যের জননী।

উত্তর:- পরিশ্রম

(ঘ) বিবেক

_________ও অনুভূতিপ্রবণ শিশু নিঃসন্দেহে চরিত্রবান।

উত্তর:- বিবেকবান

(ঙ) সৎসঙ্গ অভিলাষী

সৎ শিক্ষার্থীদের সঙ্গে থাকলে ________হয়।

উত্তর:- সদমনােভাবাপন্ন

(চ) অনুসন্ধিৎসা

অনুসন্ধিৎসার মানসিকতা সাফল্যের মূল_________।

উত্তর:- চাবিকাঠি

(ছ) সাফল্যের ত্যাগ

ত্যাগেই________ত্যাগে আছে আনন্দ।

উত্তর:- মহত্ব

(জ) শালীনতাবােধ

চরিত্রবান হতে হলে______রেখে কথা বলতে হয়।

উত্তর:- ভদ্রতা

(ঝ) দৃঢ়তা 

যে-কোনাে কাজ করার_____নিয়ে

এগিয়ে গেলে সে কাজ অবশ্যই সম্পন্ন হবে।

উত্তর:- দৃঢ়তা

(ঞ) ধৈর্য

ধৈর্যশীলরা কোথাও কোনােদিন_______হয় না।

উত্তর:- পরাজিত

(ট) বিচারবুদ্ধিসম্পন্ন হওয়া

মানুষের সঙ্গে_________ করে চিন্তাশক্তি বাড়াতে শেখা।

উত্তর:- মেলামেশা

(ঠ) আত্মবিশ্বাস

নিজেকে বিশ্বাস ও নিজের প্রতি আস্থা রেখে আদর্শ_____________হওয়া যায়।

উত্তর:- মানুষ

(ড) শিষ্টাচার

ভদ্রতা,___________ও শিষ্টাচার দ্বারা চরিত্র সংশােধন হয়।

উত্তর:- নম্রতা

(ঢ) শৃঙ্খলাবােধ

চরিত্রবান শিক্ষার্থীকে অবশ্যই________হতে হবে।

উত্তর:- শৃঙ্খলাপরায়ণ

(ণ) সহযােগিতা ও সমানুভূতি

সহযােগিতা ও সমানুভূতিসম্পন্ন________চরিত্রবান হবে।

উত্তর:- শিশু

(ত) আত্মসংযম

____________মনের মধ্যে একাগ্রতা আনে।

উত্তর:- আত্মসংযম

শব্দঝুড়ি

সাফল্য, মহান, পরিশ্রম, বিবেকবান,

সদমনােভাবাপন্ন, চাবিকাঠি, ভদ্রতা, দৃঢ়তা,পরাজিত, মেলামেশা, মানুষ, শিশু, মহত্ব,শৃঙ্খলাপরায়ণ, আত্মসংযম, নম্রতা


উত্তর:-
২। (ক) অর্ধচন্দ্রাসন
(খ) উৎকটাসন 
(গ) বজ্রাসন

Post a Comment

Previous Post Next Post