Model Activity Task Class 8 History Part 5 2021 2nd Series (মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইতিহাস পার্ট 5 2021 2nd Series)
১.‘ক স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও:-
ক - শুম্ভ | খ - স্তম্ভ |
১.১ আবওয়াব | (ক) মহাজন |
১.২ সাহুকার | (খ) অগ্রিম অর্থ |
১.৩ দাদন | (গ) কৃষক |
১.৪ রায়ত | (ঘ) বেআইনি কর |
উত্তর:-
ক - শুম্ভ | খ - স্তম্ভ |
১.১ আবওয়াব | (ঘ) বেআইনি কর |
১.২ সাহুকার | (ক) মহাজন |
১.৩ দাদন | (খ) অগ্রিম অর্থ |
১.৪ রায়ত | (গ) কৃষক |
২. সঠিক তথ্য দিয়ে নীচের ছকটি পূরণ করাে :
বিদ্রোহ | একজন নেতার নাম | কারন (যে কোনাে একটি) |
নীল বিদ্রোহ | দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরন বিশ্বাস | নীলকর সাহেবেরা নীল চাষের জন্য ‘দাদন' বা অগ্রিম অর্থ দিয়ে চাষীদের নীল চাষ করতে বাধ্য করতাে। আর একবার দাদন নিলে তা শােধ হতনা। |
বারাসাত বিদ্রোহ | মির নিসার আলি | বারাসাতসহ বিস্তীর্ণ অঞ্চলে জমিদার, নীলকর ও কোম্পানীর অপশাসন। |
সাঁওতাল বিদ্রোহ | সিধু, কানু | ইউরােপীয় কর্মচারীরা সাঁওতালদের জোর করে রেলপথ তৈরির কাজে লাগাত ও অত্যাচার করত। |
মুণ্ডা বিদ্রোহ | বিরসা মুন্ডা | মুন্ডাদের জমি ধীরে ধীরে বহিরাগত বা দিকুদের হাতে চলে যায়। |
৩. সংক্ষেপে উত্তর (৩০ - ৪০ টি শব্দ)
৩.১ পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়?
উত্তর:- পণ্ডিতা রমাবাঈ ছিলেন ভারতে নারী সংস্কার ও নারীশিক্ষা আন্দোলনের এক অন্যতম ব্যাক্তিত্ত। তিনি ব্রাহ্মণ পরিবারের মেয়ে হযেও সমাজের যাবতীয় সমালােচনাকে গুরুত্ব না দিয়ে বিয়ে করেছিলেন এক শূদ্র পুরুষকে। ভারতীয় শাস্ত্র সম্পর্কে তিনি অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন।ইংলন্ডে গিয়েছিলেন ডাক্তারি পড়তে। তাছাড়া তিনি বিধবা মহিলাদের জন্য তৈরি করেছিলেন একটি আশ্রমও।
৩.২ ইয়ং বেঙ্গল দলের দুটি সীমাবদ্ধতার উল্লেখ করাে।
উত্তর:- ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ গােষ্ঠী প্রগতিবাদী আন্দোলনের ধারক হলেও তাঁদের মধ্যেও কিছু সীমাবদ্ধতা ছিল। যেমন-
ক) ইয়ং বেঙ্গল গােষ্ঠীর আন্দোলন শুধুমাত্র সমাজের এলিট অর্থাৎ উঁচু সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল, সাধারন মানুষের মধ্যে এই আন্দোলন ছড়িয়ে পড়ে নি।
খ) ইয়ং বেঙ্গল গােষ্ঠীর সদস্যরা নিজেদের অতিমাত্রায় প্রগতিবাদী মনে করত। ফলে তারা কালি ঠাকুরকে ম্যাডাম বলে ডাকত, নিষিদ্ধ খাবার খেত আর ধর্মের তীব্র সমালােচনা করত। তাই সাধারন ভারতবাসীর মন তাঁরা কখনও জয় করতে পারেনি।
৪. নিজের ভাষায় লেখাে (১২০ - ১৬০টি শব্দ) :
১.‘সম্পদের বহির্গমন’ বলতে কী বােঝাে?
উত্তর:- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধিনে ভারতীয় অর্থনীতির অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন’ এর মুল কথাটি হল ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি নানান ভাবে যেমন, রাজস্ব আদায়, অসম শুক ও বাণিজ্য নীতি, নানান উপঢৌকন প্রভৃতির মাধ্যমে ভারত থেকে নিজ দেশে সম্পদ পাঠিয়ে দেওয়া। সুলতানি ও মােঘল আমলে দেখা গেছে সম্রাটরা রাজস্ব আদায় করলেও তা ভারতেই খরচ করা হত।কিন্তু ব্রিটিশরা তাদের সংগ্রহ করা অর্থ ব্রিটেনে পাঠিয়ে দিত। মাদ্রাজের এক ব্রিটিশ কর্মকর্তা জন সুলিভান বলেছেন, ভারত থেকে স্পঞ্জের মত করে সম্পদ শােষণ করা হত। গঙ্গা পারের যাবতীয় সম্পদ স্পঞ্জে তুলে নিয়ে টেমস নদীর তীরে সব নিংড়ে নিত। ভারত থেকে প্রায় বছরে ২-৩ কোটী স্টালিং মুল্যের সম্পদ ব্রিটেনে যেত। আর এই শােষণ করা সম্পদ সেসময়ে ভারতের জাতীয় আযের ছিল ৬% আর ব্রিটেনের জাতীয় আযের ছিল ২%। যা ভারতকে সম্পূর্ণ ভাবে নিঃস্ব করে দিয়েছিল। ফলস্বরূপ ভারতে দেখাদ্যে নানান দুর্ভিক্ষ ও মহামারী।
Click here✓Model Activity Task Class 8 Health and Physical Education Part 5 2021 2nd Series (মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 5 2021 2nd Series)
Click here✓Model Activity Task Class 8 Bengali Part 5 2nd Series (মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 বাংলা পার্ট 5)
Click here✓Model Activity Task Class 8 Environment Science Part 5 2nd Series (মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 পরিবেশ বিজ্ঞান পার্ট 5)