Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 5 2021(Model Activity Task Class 7 Health and Physical Education Part 5 2021 2nd Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 5 2021(Model Activity Task Class 7 Health and Physical Education Part 5 2021 2nd Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 স্বাস্থ্য ও শরীর শিক্ষা পার্ট 5 2021(Model Activity Task Class 7 Health and Physical Education Part 5 2021 2nd Series)

১। সঠিক উত্তরটি নির্বাচন করাে।

(ক) একজন স্বাভাবিক ওজনের শিক্ষার্থীর দেহভর সূচকটি কত?

(১) ১৮ কিলােগ্রাম/মিটার

(২) ১৮.৫ - ২৪.৫ কিলােগ্রাম/মিটার

(৩) ৩০ এর বেশি কিলােগ্রাম/মিটার


উত্তর:- (২) ১৮.৫ - ২৪.৫ কিলােগ্রাম/মিটার

(খ) যদি কোনাে শিক্ষার্থীর দেহের ওজন তার স্বাভাবিক ওজন যা হওয়া উচিত তার কম হয় তাহলে কী সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে?

(১) নিদ্রাহীনতা ও মধুমেহ
(২) রােগ প্রতিরােধ ক্ষমতার হ্রাস পায়
(৩) মেদাধিক্য
উত্তর:- (২) রােগ প্রতিরােধ ক্ষমতার হ্রাস পায়

(গ) কোটি দেহভর সূচকের সূত্র ?

(১) ওজন (কিলােগ্রাম)/উচ্চ (মিটার)

(২) ওজন (কিলােগ্রাম)/উচ্চতা (ফুট)

(৩) ওজন (পাউন্ড)/উচ্চতা (ফুট)

উত্তর:- (১) ওজন (কিলােগ্রাম)/উচ্চ (মিটার)

২। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও

(ক) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশ কেমন হওয়া উচিত বলে তুমি মনে করাে, তার বর্ণনা দাও।

উত্তর:- ১) কার্যালয় :শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী কার্যালয়ের আকৃতি হওয়া উচিত। এবং এটি এমন জায়গায় অবস্থিত হবে যেখান থেকে সমস্ত শ্রেনীকক্ষ গুলি লক্ষ করা যাবে। যাতে প্রধান শিক্ষক সহজেই সকলের প্রতি দৃষ্টি রাখতে পারেন।
২) বিশ্রাম কক্ষ:- বিদ্যালয়ে টানা ৫ থেকে ৬ ঘন্টা পড়াশােনাতে মনােযােগ রাখা কষ্টকর। তাই এক ঘেয়েমি কাটানাের জন্য অলাদা বিশ্রাম কক্ষের প্রয়ােজন।
৩) মিডডেমিল খাওয়ার স্থান।
৪) বিদ্যালয়ে শান্তিপূর্ন অবস্থা ও নিরাপত্তা।
৫) টেলিফোন ও ইন্টারনেট সংযােগ।
৬) বিদ্যালয় প্রাঙ্গনে বাগান।
৭) বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী শৌচাগার নির্মান করতে হবে।
৮) বিদ্যালয় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও খেলার মাঠ থাকতে হবে।
৯) প্রত্যেকটা শ্রেণিকক্ষে পাশে একটি করে ডাস্টবিন থাকা প্রয়োজন।
১০) প্রত্যেকটি শ্রেণিকক্ষে একটি করে বাক্স থাকা প্রয়োজন যাতে চক,ডাস্টার গুলো তারা সামলে রাখতে পারে।

(খ) বিদ্যালয়ের স্বাস্থ্যকর পরিবেশের উপকরণের একটি তালিকা প্রস্তুত করাে।

উত্তর:- 
১) বিশুদ্ধ পানীয় জল।
২) জীবানু মুক্ত পরিবেশ।
৩) পর্যাপ্ত সূর্যালােক।
৪) নির্মল বায়ু।
৫) উপযুক্ত স্যানিটারি ব্যবস্থা।
৬) শব্দ দূষণ নিয়ন্ত্রন।
৭) জল ও বায়ুদূষন নিয়ন্ত্রন। 
৮) বিনােদন মূলক কর্মসূচির ব্যবস্থা।

(গ) কোনাে ব্যক্তির ওজন সত্তর কিলােগ্রাম এবং উচ্চতা ১.৬ মিটার হলে ওই ব্যক্তির দেহভর সূচকটি কত?

উত্তর:-

দেহভর সূচক = ওজন (কিলােগ্রাম)/ উচ্চতা (মিটার) ২ = কিলােগ্রাম/মিটার

= ৭০ কিলােগ্রাম/১.৬ মিটার

= ৭০ কিলােগ্রাম/২.৫৬ কিলােগ্রাম/মিটার

= ২৭.৩৪ কিলােগ্রাম/মিটার


Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংরেজী পার্ট 5 2021(Model Activity Task Class 7 English Part 5 2021 2nd Series)



Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 বাংলা পার্ট 5 2021(Model Activity Task Class 7 Bangali Part 5 2021 2nd Series)

Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 আমাদের পরিবেশ পার্ট 5 2021(Model Activity Task Class 7 Environment and Science Part 5 2021 2nd Series)

Click here ✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইতিহাস পার্ট 5 2021(Model Activity Task Class 7 History Part 5 2021 2nd Series)


Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ভূগোল পার্ট 5 2021(Model Activity Task Class 7 Geography Part 5 2021 2nd Series)

1 Comments

Previous Post Next Post