Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ভূগোল পার্ট 5 2021(Model Activity Task Class 7 Geography Part 5 2021 2nd Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ভূগোল পার্ট 5 2021(Model Activity Task Class 7 Geography Part 5 2021 2nd Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ভূগোল পার্ট 5 2021(Model Activity Task Class 7 Geography Part 5 2021 2nd Series)

১.বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :

১.১ ভূভাগ ভাজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলাে-

ক) সাতপুরা
খ) ভােজ
গ) কিলিমাঞ্জারাে
ঘ) হিমালয়

১.২ ঠিক জোড়াটি নির্বাচন করাে —

ক) নদীর উচ্চপ্রবাহ – ভূমির ঢাল কম
খ) নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়
গ) নদীর নিম্নপ্রবাহ – ভূমির ঢাল বেশি
ঘ) নদীর নিম্নপ্রবাহ – নদীর প্রধান কাজ বহন

১.৩ আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলাে –

ক) কর্কটক্রান্তি রেখা
খ) মকরক্রান্তি রেখা
গ) মূলমধ্যরেখা
ঘ) বিষুবরেখা
উত্তর:-
১.১) ঘ) হিমালয়
১.২) খ) নদীর উচ্চপ্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়
১.৩) ঘ) বিষুবরেখা

২. বাক্যটি সত্য হলে ‘ঠিক’ এবং অসত্য হলে ‘ভুল’ লেখাে:

২.১ ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলাে ছােটনাগপুর মালভূমি।

উত্তর:- ২.১) ঠিক

২.২ শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে।

উত্তর:- ২.২) ঠিক

২.৩ জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল।

উত্তর:- ২.৩) ঠিক

৩. সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ সুউচ্চ হিমালয় পর্বত কীভাবে আমাদের দেশের জলবায়ুকে প্রভাবিত করে?

উত্তর:- ভারতের উত্তর সীমানা বরাবর সুউচ্চ হিমালয় পর্বত বিস্তৃত রয়েছে। ভারতের জলবায়ুর এক গুরুত্বপূর্ন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে এই পর্বত।
(i) জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয়।
পর্বতে বাধা পেয়ে আমাদের দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
(ii) শীতকালে সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় আমাদের দেশে শীতের তীব্রতা কমিয়ে দেয়।

৩.২ মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণিবিভাগ করাে। প্রতিটি শ্রেণির একটি করে বৈশিষ্ট্য লেখাে।

উত্তর:- মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে তিনটি ভাগে ভাগ করা হয়। যথা-
(i) এঁটেল মাটি
(ii) বেলে মাটি
(iii) দোঁয়াশ মাটি

প্রতিটি মাটির বৈশিষ্ট্য:
(i) এঁটেল মাটি: এই মাটির দানা সূক্ষ এবং দানার মধ্যে ফাঁক এতই কম যে, জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে।
(ii) বেলে মাটি: এই মাটির দানা মােটা এবং দানাগুলাের মধ্যে ফাঁক বেশি।
(iii) দোঁয়াশ মাটি: এই মাটিতে বালি আর কাদা সমান সমান থাকে।

৪. আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত তা ব্যাখ্যা করাে।

উত্তর: নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ:

আফ্রিকা মহাদেশে নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারাবছর গরম থাকে এবং মােট বৃষ্টির পরিমাণ ২০০২৫০ সেমি। সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে। মেহগনি,রােজউড, এবনি এই ঘন জঙ্গলের প্রধান গাছ। পাতা ঝরানাের নির্দিষ্ট ঋতু থাকায় গাছগুলাে সারাবছর সবুজ দেখায়। তাই এর নাম চিরসবুজ অরণ্য।

ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ: আফ্রিকার একেবারে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অংশে ভুমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। সারা বছরে ৫০-১০০ সেমি বৃষ্টি হয়। গরমকাল বৃষ্টিহীন থাকে। বাষ্পমােচন রােধের জন্য এই অঞ্চলের উদ্ভিদের পাতায় নরম মােমের আস্তরণ দেখা
যায়। জলপাই, ওক, আখরােট, ডুমুর, কর্ক গাছগুলাে এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলাে অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙুর এইসব ফলের বাগান খুব চোখে পড়ে।


Post a Comment

Previous Post Next Post