মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 4 আমাদের পরিবেশ পার্ট 5 2021(Model Activity Task Class 4 Environment Science Part 5 2021 2nd Series)
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ চাদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে -
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে।
১.২ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলাে –
(ক) লােহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লােহা আর তামা
(ঘ) তামা আর সােনা।
১.৩ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলাে -
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ
উত্তর:-
১.১) (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে।
১.২) (খ) তামা আর টিন
১.৩) (ঘ) পৌষ
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায় ?
উত্তর:- ধ্রুবতারা কে আকাশের উত্তর দিকে দেখা যায়।
২.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখাে যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তর:- প্লাস্টিক হল এমন একটি বর্জ্য পদার্থ যা সহজে মাটিতে মিশে যায় না।
২.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তর:- পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে চিত্তরঞ্জনে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?
উত্তর:- কৃত্রিম উপগ্রহ গুলির মাধ্যমে আমরা নিম্নলিখিত কাজগুলাে করতে পারি
১. আমরা আবহাওয়ার খবর জানতে পারি।
২. আমরা মােবাইল ফোনে কথা বলতে পারি এই কৃত্রিম উপগ্রহ গুলির মাধ্যমে।
৩. আমরা বিদেশের খেলা লাইভ দেখতে পারি এই কৃত্রিম উপগ্রহগুলির সাহায্যে।
৩.২ ডােকরার পুতুল কীভাবে বানানাে হয়?
উত্তর:- ডােকরার পুতুল পিতলের বাতিল অংশ বা অন্য ধাতু গলিয়ে অথবা ব্রোঞ্জ ব্যবহার করে তৈরি করা হয়।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কী কী করা উচিত বলে তােমার মনে হয়?
উত্তর:- বিষাক্ত সাপ কামড়ালে আমাদের যা যা করা উচিতু তা হল :-
ক) ক্ষতস্থানে বিষ দাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা। ক্ষতস্থান জল দিয়ে ভালাে করে ধুয়ে ফেলা দরকার।
খ) হাতের বাহুতে অথবা পায়ের উরুর অংশে দড়ি হালকা করে বাধতে হবে। তবে খেয়াল রাখতে হবে প্রতি এক দেড় ঘণ্টা পর বাঁধন খুলে আবার যেন হাল্কা ভাবে বাধা হয়।
গ) সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া।
ঘ) রােগী যাতে ভয় পায় সেই বিষয়ে সাহস দেওয়া।
ঙ) বমি করতে চাইলে বমি করতে দেওয়া।
চ) শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া।