Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ভূগোল পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Geography Part-4 1st Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ভূগোল পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Geography Part-4 1st Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ভূগোল পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Geography Part-4 1st Series)

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখাে :

১.১ সূর্যের উত্তরায়নের সময়কাল -

ক) ২১ শে জুন থেকে ২২ শে ডিসেম্বর

খ) ২৩ শে সেপ্টেম্বর থেকে ২১ শে মার্চ

গ) ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন

ঘ) ২১ শে মার্চ থেকে ২৩ শে সেপ্টেম্বর

১.২ কোনাে মানচিত্রে সমচাপরেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে

ক) বায়ুর চাপ বেশি হয়

খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয়

গ) বায়ুর চাপ কম হয়

ঘ) বায়ুর চাপের পার্থক্য কম হয়

১.৩ টোকিও - ইয়ােকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণ হলাে

ক) খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্যতা

খ) স্বল্প জনঘনত্ব

গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম

ঘ) সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান

উত্তরগুলো হল:-

১.১) গ) ২২ শে ডিসেম্বর থেকে ২১ শে জুন

১.২) খ) বায়ুর চাপের পার্থক্য বেশি হয়

১.৩) গ) উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম

২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করাে :

২.১ নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ক্রমশ           থাকে।

২.২ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ          পায়।

২.৩ এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলাে           ।

উত্তর:- ২.১) কমতে ২.২) বুদ্ধি ২.৩) ওব

৩.সংক্ষিপ্ত উত্তর দাও :

৩.১ কোন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয় ও কেন?

উত্তর:- 21 জুন তারিখে পৃথিবীর উত্তর গােলার্ধ সূর্যের সবচেয়ে নিকটবর্তী হয়। ওই দিন কর্কটক্রান্তি রেখার ওপর সূর্যকিরণ লম্বভাবে পড়ে। ফলে 21 জুন তারিখে উত্তর গােলার্ধে দিন সবচেয়ে বড়াে (14 ঘণ্টা দিন) এবং রাত্রি সবচেয়ে ছােটো (10 ঘণ্টা রাত্রি) হয়ে থাকে। ওই দিন সূর্যের উত্তরায়ণের শেষ দিন ও সূর্ষ রবিার্গের শেষ সীমায় গিয়ে পৌঁছায় বলে ওই দিনকে কর্কট সংক্রান্তি বা উত্তর অয়নান্ত দিবস বলা হয়।

৩.২ মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উয়তার তারতম্য কীভাবে দুই অঞ্চলের বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে করাে।

উত্তর:- বায়ুর উন্নতার পরিবর্তন হলে বায়ুর আয়তন,ঘনত্বের পরিবর্তন হয়। যেমন-বায়ুউত্তপ্ত হলে বায়ুর অণুগুলাের গতিবেগ বৃদ্ধি পায় এবং পরস্পরের থেকে দূরে সরে যেতে থাকে। এভাবে উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং ওপরে উঠে যায়।বায়ুর ঘনত্ব কমে যায়। অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায় এবং বায়ুর চাপও কমে যায়। বায়ুশীতল হলে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়। তাই 
বায়ুর চাপও বেড়ে যায়। একারণেই শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উয় নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়।

৪. এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উয় মরু জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কীভাবে প্রভাবিত করে তা আলােচনা করাে।

উত্তর:- স্বাভাবিক উদ্ভিদের সঙ্গে জলবায়ুর সম্পর্ক : নিরক্ষীয় অঞ্চলের সারাবছর সূর্যকিরণ লম্বভাবে পতিত হওয়ায় অধিক উয়তা ও বৃষ্টিপাত হওয়ায় এখানে অতি ঘন চিরহরিৎবা চিরসবুজ উদ্ভিদ জন্মায়। এই বনভূমির ত্রিস্তরীয় বৃক্ষের মধ্যে আবলুস, রােজউড, আয়রন উড, মেহগনি,রবার, কোনাে, সিংকোনাে প্রভৃতি বিশেষ উল্লেখযােগ্য। এই বনভূমির বৈশিষ্ট্যগুলি হলাে- 
(i) সারাবছর চিরসবুজ থাকে। 
(ii) বৃক্ষগুলির কাণ্ড অত্যধিক শক্ত ও গাঁটযুক্ত।(iii) একই প্রজাতির গাছ এক জায়গায় জন্মায়।
(iv) বনভূমির তলদেশ ঘন লতাপাতায় পরিপূর্ণ।
 (v) বনভূমির
সমস্ত বৃক্ষরাজির তিনটি স্তর লক্ষ করা যায়। (vi) বৃক্ষগুলির সর্বোচ্চ উচ্চতা প্রায় 60 মিটার পর্যন্ত হয়। 
(vii) বনভূমির উপরিস্তরে পাতাগুলি অত্যন্ত ঘন সন্নিবেষ্টিত হওয়ায় চাদোয়ার সৃষ্টিকরেছে। সূর্যের আলােবনভূ মির তলদেশে পৌঁছায় না। (vii) বনভূমির তলদেশে আর্দ্র স্যাতস্যাতে
মস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করে।

মরুভূমি অঞলে সাধারণত কাটাজাতীয় গাছ
জন্মায়, যেমন-- বাবলা,ফণীমনসা, খেজুর ইত্যাদি বৃষ্টিপাত কম হবার জন্য গাছগুলির কাণ্ড ও পাতা মােম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে যাতে প্রস্বেদন প্রক্রিয়ায় গাছের জল বেরিয়ে যায়।




Post a Comment

Previous Post Next Post