মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Environment Science Part-4 1st Series)
১. ঠিক বাক্যের পাশে ‘✓'আর ভুল বাক্যের পাশে ‘x'দাও :
১.১ কোনাে বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।
১.২ ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রােগ হয়।
১.৩ কঠিন সােডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনাে অস্তিত্ব নেই।
উত্তরগুলো হল: ১.১) ভুল ১.২) ভুল ১.৩) ঠিক
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখাে : P4 +.......02 → P4O10
২.২ মানবদেহে আয়ােডিনের একটি কাজ উল্লেখ করাে।
উত্তর:- আয়ােডিন মানবমস্তিস্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে, থাইরক্সিনেরউ পাদান গঠনে সাহায্য করে।
২.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।
উত্তর:- আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হল - জ্যাম ও জেলি।
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরাে যােগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখাে।
উত্তর:- কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরাে যােগ করলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয়।
CuCl2 + Zn = ZnCl2 + Cul এটি প্রতিস্থাপন বিক্রিয়া।
৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?
8.তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করাে।
উত্তর:-
৪.২ কোয়াশিওরকর রােগ কেন হয় এবং এই রােগে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর:- খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রােটিন ও ক্যালােরির অভাবে সাধারনত ১ থেকে ৪ বছরের শিশুদের দেহে এই রােগ দেখা যায়।
লক্ষণ ঃ কোয়াশিওরকর রােগের প্রধান লক্ষণ দেখা যায় সেগুলি হলও
(১) শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।
(২) উদর বেশ বড়াে হয়।
(৩) ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর
(৪) শরীরে রক্তাপ্লতা দেখা যায়।
(৫) হাত - পা ও গলা সরু হয়ে যায়।
(৬) পা ও হাত বেঁকে যায়।
(৭) শরীরের ওজন কমে যায়।
(৮) মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়।