Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Environment Science Part-4 1st Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Environment Science Part-4 1st Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 পরিবেশ বিজ্ঞান পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 Environment Science Part-4 1st Series)


১. ঠিক বাক্যের পাশে ‘✓'আর ভুল বাক্যের পাশে ‘x'দাও :

১.১ কোনাে বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই।

১.২ ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রােগ হয়।

১.৩ কঠিন সােডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনাে অস্তিত্ব নেই।

উত্তরগুলো হল: ১.১) ভুল ১.২) ভুল ১.৩) ঠিক

২. সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ সমীকরণটি ব্যালান্স করে লেখাে : P4 +.......02 → P4O10

উত্তর:- P4 +502 → P4O10

২.২ মানবদেহে আয়ােডিনের একটি কাজ উল্লেখ করাে।

উত্তর:- আয়ােডিন মানবমস্তিস্কের ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে, থাইরক্সিনেরউ পাদান গঠনে সাহায্য করে।

২.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।

উত্তর:- আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হল - জ্যাম ও জেলি।

৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :

৩.১ কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরাে যােগ করলে কী ধরনের বিক্রিয়া হবে? বিক্রিয়ার সমীকরণ লেখাে।

উত্তর:- কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরাে যােগ করলে জিঙ্ক ক্লোরাইড উৎপন্ন হয় এবং ধাতব কপার অধঃক্ষিপ্ত হয়।

CuCl2 + Zn = ZnCl2 + Cul টি প্রতিস্থাপন বিক্রিয়া।

৩.২ কী কী উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়?

উত্তর:- ফিল্টার যন্ত্রের সাহায্য ছারাই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরির প্রক্রিয়া -
(i) জলকে অন্তত ২০ মিনিট ফুটিয়ে জলকে বিশুদ্ধ করা যাতে পারে।
(ii) জলে হ্যালােজেন ট্যাবলেট মিশিয়ে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যাতে পারে।
(iii) জলে প্রায় ৩০ মিনিট ফটকিরি ডুবিয়ে জলকে পানযােগ্য করা যায়।

8.তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করাে।

উত্তর:- 

যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করাে

অতএব, - 40 ° তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ একই হবে।

৪.২ কোয়াশিওরকর রােগ কেন হয় এবং এই রােগে কী কী লক্ষণ দেখা যায় ?

উত্তর:- খাদ্যে উপযুক্ত পরিমাণে প্রােটিন ও ক্যালােরির অভাবে সাধারনত ১ থেকে ৪ বছরের শিশুদের দেহে এই রােগ দেখা যায়।

লক্ষণ ঃ কোয়াশিওরকর রােগের প্রধান লক্ষণ দেখা যায় সেগুলি হলও

(১) শিশুদের বৃদ্ধি ব্যাহত হয়।

(২) উদর বেশ বড়াে হয়।

(৩) ত্বক আঁশযুক্ত ও ভঙ্গুর

(৪) শরীরে রক্তাপ্লতা দেখা যায়।

(৫) হাত - পা ও গলা সরু হয়ে যায়।

(৬) পা ও হাত বেঁকে যায়।

(৭) শরীরের ওজন কমে যায়।

(৮) মাথার চুল পাতলা ও বিবর্ণ হয়ে যায়।






Post a Comment

Previous Post Next Post