আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে Student Credit Card ব্যাপারটা কি তবুও যারা জানেন না তাদের জন্য এই ব্লগটিতে অতি সংক্ষেপে বুঝিয়ে বলার চেষ্টা করবো।Student Credit Card টি হল,
রাজ্য সরকারের উদ্যোগে এক নতুন প্রকল্প, ঠিক যেমন রাজের স্বাস্থ্যবীমা উদ্যোগে স্বাস্থ্য সাথী কার্ড করা হয়েছিল ঠিক তেমনি ভাবে রাজ্যে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার উদ্দেশ্যে এই প্রকল্পটি আনা হয়ে। ধরুন আপনি টেনে পড়ছেন বা টুয়েলভে পড়ছেন বা গ্রাজুয়েশন হওয়ার বাকি , এরপর আমাদের কমবেশি ইচ্ছা থাকে একটা বড় জায়গায় গিয়ে উচ্চ শিক্ষায় গ্রহণ করা। কিন্তু প্রতিটি সমস্যার মতো এখানেও সমস্যা হয়ে দাঁড়ায় মানুষের অর্থ ,অর্থের অভাবে তারা উচ্চশিক্ষা করতে পারে না Student Credit Card মুল বিষয়টি হলো আপনাদের পছন্দের মতন কোনো শিক্ষা প্রশিক্ষণ থেকে কোন উচ্চ শিক্ষা গ্রহণ করা।কিন্তু আমি মানছি যে এই সমস্যাটা সবক্ষেত্রে হয়না কিন্তু অধিকতর এই সমস্যার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের যেতে হয় তাদের অর্থের অভাবে তারা উচ্চশিক্ষা করতে পারে না তাই এই Student Credit Card এর মূল বিষয় হল ছাত্র-ছাত্রীদের উচ্চ প্রশিক্ষণ এর মধ্য দিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।
প্রতিটি স্টুডেন্ট এর জন্য মাত্র 4% সুদের হারে 100000 education loan দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এর মধ্য দিয়ে তারা নিজের পছন্দের মতন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আর এই এডুকেশন লোন টি পাওয়া যাবে কেবলমাত্র এই Student Credit Card দ্বারা। আর এখানে সবথেকে চোখ ধাঁধানো ব্যাপারটি হলো বছরে 4% সুদের হারে এই লোনটি দেবে যা আগে কখনো কেউ ভাবতে পারেনি।
এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে লোন তো অন্য ব্যাংকে দেই এডুকেশন লোন নামে তাহলে আমাদের কি লাভ হচ্ছে এই Student Credit Card মাধ্যমে নিলে।
Benefit of Student Credit Cards :
1)অন্য কোন ব্যাংক থেকে লোন নিলে যা 7 থেকে 14 শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। তা পরবর্তীকালে শোধ করার সময়ে তা অংকটা অনেকটা বেড়ে যাবে।
2) যদি আপনি Student Credit Card মাধ্যমে লোন লেন তাহলে আপনাকে শুধু বছরে 4% হারে লোন শোধ করতে হবে। অন্য ব্যাংক থেকে লোন নিলে তাহলে আপনাকে গ্যারান্টার এর প্রয়োজন হতো। যদি আপনারা কোন কারণে ঋণ পরিশোধ না করতে পারেন তাহলে ওই গ্যারান্টার কে পরবর্তীকালে ওই লোন পরিষদ করত।কিন্তু এই প্রকল্পের সম্পর্কে রাজ্য সরকার পুরোপুরি ভাবে জানিয়ে দিয়েছে আপনাদের কোনো গ্যারান্টার লাগবেনা বরং রাজ্য সরকার আপনাদের গ্যারান্টার হয়ে দাঁড়াবে।
3) তাছাড়া লোন পাওয়ার বয়স সীমা 40 বছর করা হয়েছে।এই সময়ের মধ্যে যে কেউ এই Student Credit Card জন্য আবেদন আবেদন করতে পারবেন।
4)কম্পেটিতিভ পরীক্ষায় প্রস্তুতি নিতে চাইছেন যারা কোন ইনস্টিটিউটে থেকে তারাও এই Student Credit Card জন্য আবেদন করতে পারবেন।
5)দেশ-বিদেশের যেকোন রকম পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
6) অন্তত 10 বছরে পশ্চিমবঙ্গের বাসিন্দা ও ভারতীয় নাগরিক হতে হবে।
7) হোস্টেল বা পেইং গেস্ট হিসেবে থাকার জন্য এই সুবিধা ভোগ করতে পারবেন।
8)বই, কম্পিউটার, ল্যাপটপ কিনতে পারবেন এবং উচ্চ শিক্ষায় নিজেকে স্বাবলম্বী করে তুলবেন পারবেন।
9) আপনি চাকরি পাওয়ার 15 বছর সময় থাকবে ঋণ পরিশোধ করার যা অন্য কোন ব্যাংক দেবে না।
10)পাঠক্রম শেষ হওয়ার অথবা ছাত্র-ছাত্রীদের চাকরি যোগ্যদানের পর থেকে এক বছর ঋণ পরিশোধ স্থগিত রাখা যাবে।
How to Apply student credit card:
রাজ্যর ইতিমধ্যে অনেকগুলো ওয়েবসাইট খুলে দিয়েছেন যার সাহায্যে আপনারা এই student credit card আবেদন করতে পারবেন।
ii) www.wb.gov.in
iii) https://banglaruchchashiksha.wb.gov.in
What data is required to fill out this form:
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে Student Credit Card Form টি ফিলাপ করার জন্য যে বিস্তারিত তথ্য গুলি লাগবে সেগুলো নিচে বলা হলো।
Basic information:
১)নিজের নাম নিজের বাবা-মার নাম।
২) নিজের স্থায়ী ঠিকানা।
৩) বর্তমানে যেখানে পড়ছেন সেখানকার নথিপত্র। ( X,Xii, Graduation, Comparative institution certificate etc)
৪) বাবা কি কাজ করে তার বিবরণ এবং incom certificate।
৫) All indenty card
৬) Bank passbook & last 6 month statement
৭) etc
আপনি এই ওয়েবসাইটে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন Student Credit Card সম্বন্ধে।
এরকমই নতুন আপডেট জানার জন্য আমাদের এই "বাংলার উৎকর্ষ "ওয়েবসাইটে অনুসরণ করবেন।
x-)
ReplyDelete