Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি সপ্তম-বাংলা (MODEL ACTIVITY TASK 2021 CLASS 7 Bangali PART-4 1st series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি 7 বাংলা (MODEL ACTIVITY TASK 2021 CLASS 7 Bangali PART-4 1st series) 


মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি 7 বাংলা (MODEL ACTIVITY TASK 2021 CLASS 7 Bangali PART-4 1st series)

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ ‘পাগলা গণেশ’ গল্পে গণেশের বয়স

(খ) দেড়শাে বছর
(ক) একশাে বছর।
(গ) একশাে পঁচাত্তর বছর
(ঘ) দুশাে বছর

১.২ কোকনদ’ হলাে

(ক) শ্বেতপদ্ম
(খ) রক্তপদ্ম।
(গ) নীলপদ্ম
(ঘ) হলুদ পদ্ম

১.৩ ‘পাখি সব করে রব রাতি পােহাইল’ - কবিতাটির রচয়িতা

(ক) আশরাফ সিদ্দিকী
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) মদনমােহন তর্কালঙ্কার
(ঘ) যােগীন্দ্রনাথ সরকার

১.৪ শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের সঙ্গে রামকিঙ্কর বেইজের পরিচয় হয়

(ক) মেদিনীপুরে
(খ) বীরভূমে
(গ) বাঁকুড়ায়
(ঘ) কলকাতায়

১.৫ খােকনের বাড়ির সামনেই ছিল একটি

(ক) বটগাছ।
(খ) ইউক্যালিপটাস গাছ।
(গ) নারকেল গাছ।
(ঘ) বকুল গাছ


উত্তরগুলো হল :-
১.১) (ঘ) দুশাে বছর
১.২) (খ) রক্তপদ্ম।
১.৩) (গ) মদনমােহন তর্কালঙ্কার
১.৪) (গ) বাঁকুড়ায়
১.৫) (খ) ইউক্যালিপটাস গাছ।

২. খুব সংক্ষেপে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :

২.১) ‘তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে?’ – একথার উত্তরে শ্রোত কী বলেছিলেন?

উত্তর:- শীর্ষেন্দু মুখােপাধ্যায়ের ‘পাগলা গনেশ’ গল্পে একথার উত্তরে শ্রোতা বলেছিলেন আকাশ, বাতাস আর প্রকৃতি তার কবিতা শুনছে।

২.২) My Native Land, Good night!- উদ্ধৃতিটি কার রচনা থেকে নেওয়া হয়েছে?

উত্তর:- My Native Land, Good night' - উদ্ধৃতিটি বায়রনের (Byron) রচনা
থেকে নিয়ে মাইকেন মধুসূদন দত্ত তাঁর বঙ্গভূমির প্রতি' কবিতার প্রথমে উল্লেখ করেছেন।

২.৩)একুশের কবিতায় কোন্ কোন্ গানের সুরের প্রসঙ্গ রয়েছে?

উত্তর:- আশরাফ সিদ্দিকীর ‘একুশের কবিতায় জারি, সারি, ভাটিয়ালি ও মুর্শিদি গানের সুরের প্রসঙ্গ রয়েছে।

২.৪) ‘অত বড়াে একজন শিল্পীর কাছে শিক্ষালাভ করেছি, আমার সৌভাগ্য।- কার স্মৃতিচারণায় কথক একথা বলেছেন?

উত্তর:- রামকিঙ্কর বেইজের ‘আত্মকথা' রচনায় এখানে আচায’ নন্দলাল বসুর
স্মৃতিচারণায় কথক একথা বলেছেন।

২.৫) ‘খােন অবাক হয়ে গেল। কোন্ কথা শুনে থােকন অবাক হলাে?

উত্তর:- বনফুলের লেখা ‘ খােকনের প্রথম ছবি’ গল্পে বাবার চিত্রকর বন্ধু খােকনের
ড্রয়িং খাতা দেখে জিজ্ঞার করেছিলেন, “তােমার নিজের আঁকা ছবি কই?” সেই কথা শুনে খােকন অবাক হয়ে গিয়েছিল।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :

৩.১ ‘জীবন হবে পদ্যময়’ জীবন কীভাবে পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন?

উত্তর:- কবি অজিত দত্ত মনে করেন, যারা কান আর মন পেতে ছন্দ-সুরের সংকেতে পৃথিবীটাকে চিনতে পারবে তাদের মন মজায় পরিপূর্ণ হবে। এর ফলে তাদের জীবন হবে পদ্যময়।

৩.২ ‘অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে!' ‘সুবরদে’ শব্দের অর্থ কী? কবি তাঁর কাছে অমরতার প্রত্যাশী কেন?

উত্তর:- উত্তরঃ- ‘সুবরদে’ শব্দের অর্থ শু বর দেন যিনি।
মাইকেল মধুসূদন দত্তের দৃষ্টিতে সেই মানুষই অমরতা লাভ করতে পারে, যাকে
সাধারণ মানুষ চিরকাল মনে রাখে। মানুষের আয়ু চিরস্থায়ী নয়। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য। কিন্তু ভালাে কাজের মধ্যে দিয়ে সে অন্য মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করতে পারে। কবিও চান জীবনে এমন কিছু কাজ করে যেতে যাতে তার মৃত্যুর পরেও লােকে তাকে মনে রাখে ।

৩.৩ ‘সেই তাে আমার পরম পুলক ‘আঁকা, লেখা কবিতায় কবি কখন পুলকিত হন?

উত্তর:- ‘আঁকা,লেখা কবিতায় জোনাকির ঝাক তাদের আলাে দিয়ে বকুল গাছে বাংলা বর্ণমালার বণগুলি ছড়ার মতাে করে লিখে চলে । সেই ছড়া কবিকে পাঠকের কাছে নিয়ে যায়। এভাবেই কবি মৃদুল দাশগুপ্ত পরম পুলক বা পরম আনন্দ লাভ করে।

৩.৪ ‘কুতুব মিনারের কথা’ রচনাংশ অনুসরণে কুতুব মিনারের নির্মাণ শৈলীর বিশিষ্টতা আলােচনা করাে।

উত্তর:- সৈয়দ মুজতবা আলি ‘কুতুব মিনারের কথা’ রচনাংশে বলেছেন কুতুব মিনার
হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার। এর বিশিষ্টতা গুলি হল
i) পাঁচতলাবিশিষ্ট কুতুব মিনারের প্রথম তলাতে আছে বাঁশি ও ‘কোণ’-এর পরপর
সাজানাে নকশা।
ii) মিনারটির দ্বিতীয় তলাতে আছে শুধু বাঁশি আর তৃতীয় তলাতে শুধু কোণ।
মিনারের শ্রেষ্ঠত্বের অন্যতম প্রধান কারণ মিনার তৈরিতে শিল্পীর দক্ষতা।
iii) কুতুব মিনারের শ্রেষ্ঠতার অন্যতম প্রধান কারণ মিনার তৈরি শিল্পী দক্ষতা।
iv) মিনারটি তৈরির ক্ষেত্রে মিনারটির প্রদর্শন’ বা সামঞ্জস্য সম্বন্ধে শিল্পীর যথার্থ
ধারণা ছিল।
v) এই মিনারটিতে আছে হিন্দু ও মুসলিম সংস্কৃতির যথার্থ সমন্বয়। সব মিলিয়ে
কুতুব মিনার অনবদ্য এক সৃষ্টি ।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ ‘খাটি দেশি শব্দ’ বলতে কী বােঝ?

উত্তর:-  যে সব শব্দ এ দেশের প্রাচীন অধিবাসীদের ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তাদেরকে খাটি দেশী শব্দ বলে। যেমন -পেঁকি, ঢােল, মুড়ি, ধামা ইত্যাদি ।

৪.২ ‘তদ্ভব শব্দ’ কীভাবে গড়ে উঠেছে?

উত্তর:- তদ্ভব' কথাটির অর্থ হল তৎ(সংস্কৃত) থেকে উদ্ভূত । এই শব্দগুলো ভাষা পরিবর্তনের নির্দিষ্ট নিয়ম মেনে সংস্কৃত থেকে বাংলা ভাষায় এসেছে। যেমন – কার্য>কজ্জ>কাজ।

৪.৩ অর্ধ-তৎসম বা ভগ্ন-তৎসম শব্দের দু'টি উদাহরণ দাও।

উত্তর:- ক) মােচ্ছব, খ) কেষ্ট

৪.৪ ‘বাঙালি পদবির ইংরেজি ধরনের উচ্চারণে হ্রস্বস্বরচিহ্ন হবে।’ – উদাহরণ দাও।

উত্তর:-
ক) ব্যানার্জি ( ব্যানার্জী হবে না )
খ) চ্যাটার্জি (চ্যাটার্জী হবে না )

৫.পত্র রচনা করাে :

৫.১ তােমাদের অঞলে একটি পাঠাগার স্থাপনের অনুরােধ জানিয়ে ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে একটি আবেদনপত্র লেখাে।

৫.২ বিদ্যালয়ের বার্ষিক পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখাে।


প্রতি,

ব্লক উন্নয়ন আধিকারিক,

ধুবুলিয়া,নাদিয়া

                বিষয়- পাঠাগার স্থাপনের জন্য আবেদন

মহাশয়,

যথাযথ শ্রদ্ধা ও নম্রতার সাথে সমগ্র ধূবুলিয়া গ্রামবাসীর পক্ষ থেকে আমি আপনাকে জানাতে চাই যে আমাদের গ্রামে প্রায় ৫০ হাজার লােক বসবাস করেন। শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞান চর্চায় আমাদের গ্রাম বারংবার কৃতিত্বের সাক্ষ্য রেখে চলেছে। কিন্তু দুঃখের বিষয় এই যে, এখেনে কোনও পাঠাগার নেই। এখানে একটি পাঠাগার স্থাপনের ব্যবস্থা করা হলে এখানকার মানুষ-জন ও ছাত্র-ছাত্রীরা খুবই উপকৃত হবে। বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে বাধিত করবেন ।

তারিখ - ৮-০৪-২০২১            নিবেদনান্তে-

  স্থান - ধুবুলিয়া.                  সমারপৃতা দাস



Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি সপ্তম (MODEL ACTIVITY TASK 2021 CLASS 7 PART-4) শরীর শিক্ষা ও মৌলিক ধারণা /health & Physical Education 


Click here✓মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ইংরেজী পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 English Part-4 1st Series)




Post a Comment

Previous Post Next Post