Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি জুলাই ২০২১(MODEL ACTIVITY TASK ClASS 6 JULY 2021)

 মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি জুলাই ২০২১(MODEL ACTIVITY TASK ClASS 6 JULY 2021)

বিষয়:পরিবেশ বিঙ্গান
শ্রেণি:ষষ্ঠ
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণি জুলাই ২০২১(MODEL ACTIVITY TASK ClASS 6 JULY 2021)

1.ঠিক উত্তর নির্বাচন করে:

1.1 সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায়

(ক) রজন (খ) কুইনাইন (গ) রবার (ঘ) আঠা

উঃ কুইনাইন


1.2 কৃষিক্ষেত্রে সার হিসাবে যা ব্যবহৃত হয় তা

হল – (ক) নুন (খ) ম্যালাথায়ন (গ) কার্বারিল (ঘ)

ইউরিয়া

উঃ ইউরিয়া


1.3 কার্বন টেট্রাক্লোইডের সংকেত হলাে- (ক)

CCI, (খ) CCl2CCI2 , (গ)CCI4CCI4 ,

(ঘ) CCl3CCl3

উঃ (ঘ) CCl3CCl3


2. শূন্যস্থান পূরন করাে:


2.1 সাগরকুসুম আর জেলিফিশ মাছের মধ্যে

মিথােজীবী সম্পর্ক দেখা যায়।


2.2 কোন কঠিন পদার্থের বড়াে টুকরােকে

ভেঙে ছােট করা হলে ছােট টুকরােগুলাের

উপরিতলের মােট ক্ষেত্রফল বড়ােটার

উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় বেড়ে যায়।


2.3 রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ।

দেওয়ার কারন হলাে ধাতুর চেয়ে প্লাস্টিকের

তাপ পরিবহনের ক্ষমতা বেশী।


3.একটি বা দুটি বাক্যে উওর দাও:


3.1 বিভিন্ন প্রানীদের থেকে জামাকাপড়

তৈরির উপাদান পাওয়া যায় – উদাহরণের

সাহায্য ব্যাখা কর।


উঃ আমাদের জীবনে অন্যতম অনুষঙ্গ হয়ে।

রয়েছে চামড়ার বিভিন্ন পন্য যেমনগরুর চামড়াঃ গরুর চামড়া দিয়ে তৈরি হয়।

অফিসিয়াল ব্যাগ, লেডিস ব্যাগ,বেল্ট,পার্স

ইত্যাদি ভেড়ার চামড়াঃ ভেড়ার চামড়া দিয়ে

জ্যাকেট,ও লােম দিয়ে পােশাক তৈরি হয়।


3.2 জল ও বালির মিশ্রণ থেকে কী কী

উপায়ে বালিকে পৃথক করা যায়?


উঃ বিভিন্ন পদ্ধতি দিয়ে পৃথক করা যায় যেমনi) ফিল্টার পেপার দিয়ে এটি আলাদা করা যায়

i) তাপ প্রযােগ করে জলকে বাষ্প আকারে বের

করে আলাদা করা যায়।


4. তিন-চারটি বাক্যে উওর দাওঃ


4.1 স্ট্রেপ্টোমাইসেস হলাে উপকারী

ব্যাকটেরিয়া'- বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা

কর।


উঃ স্ট্রেপ্টোমাইসেস হল একটি উপকারি

ব্যাকটেরিয়া।

এটি ব্যাবহার করা হয় টিবারকুলেসিস এবং

বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমন থেকে বাচতে

এটি ব্যাবহার করা হয়। ত্বকের সমস্যা রােগ এর

জন্য এটি উপকারি। এছাড়া বিভিন্ন ফল,

সবজি,বীজ এদের ব্যাকটেরিয়া রােগ নিয়ন্ত্রনেও

ব্যাবহার করা হয়।


4.2 জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই

দ্রবন থেকে ফিরে পেতে হবে। এই কাজে

কোন পদ্ধতিটি- পরিস্রবন,না পাতনঅনুপযুক্ত এবং কেন?


উঃ পাতন তরলের সাথে কঠিনের সমসত্ব মিশ্রনকে দ্রবন

বলা হয়। কিন্তু, দ্রবনটি যেহেতু তরল, ওর মধ্যে

মিশে থাকা কঠিন দ্রাবনকে পৃথক করা মশকিল

হয়ে যায়। পাতন পদ্ধতিতে তরল কঠিন পদার্থে

রুপান্তর করে পৃথক করা হয়।



1 Comments

Previous Post Next Post