Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ইতিহাস (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 HISTORY PART 4)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ইতিহাস (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 HISTORY PART 4)
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ২০২১ শ্রেণি ৬ ইতিহাস (MODEL ACTIVITY TASK 2021 CLASS 6 HISTORY PART 4)
  শ্রেণি - ষষ্ট 

বিষয়- ইতিহাস

১)সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে ।

(ক) এখনও পর্যন্ত সবচেয়ে পুরােনাে আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে। (এশিয়াতে/পূর্ব আফ্রিকাতে/আমেরিকাতে)।

(খ) মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন।(জা ফ্রাসােয়া জারিজ/চার্লস ম্যাসন/দয়ারাম সাহানি)।

(গ) হরপ্পা সভ্যতা যুগের সভ্যতা (প্রাক-ইতিহাস / প্রায়-ইতিহাস / ঐতিহাসিক)।

উত্তর:- (ক) পূর্ব আফ্রিকাতে (খ) (জা ফ্রাসােয়া জারিজ (গ) প্রায়-ইতিহাস

২.ক - স্তম্ভের সাথে খ - স্তম্ভ মিলিয়ে লেখাে।

ক - স্তম্ভ

খ - স্তম্ভ

১) বন্দর - নগর

ক) সিটাডেল

২) বৃহৎ স্নানাগার

খ) লােথাল

৩) উঁচু এলাকা

গ) মহেনজোদাড়াে

উত্তর:-  ১)- খ, ২)- গ, ৩)- ক

৩.একটি বা দুটি বাক্যে লেখাে :

(ক) মেহেরগড় সভ্যতায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হত?

উত্তর- মেহেরগড় সভ্যতায় গম ও যব উৎপাদিত হত ।

(খ) উপমহাদেশের পুরােনাে গুহা-বসতির প্রমাণ পাওয়া গেছে এরকম কয়েকটি স্থানের নাম লেখাে।

উত্তর- উপ মহাদেশের পুরােনাে গুহা-বসতির প্রমান পাওয়া গেছে এরকম কয়েকটি স্থান হল

১.মধ্যপ্রদেশের ভীমবেটকা

২. মহারাষ্ট্রের অজন্তা

৪. নিজের ভাষায় লেখাে (৩ - ৪ টি বাক্যে):

১.তুমি কি মনে করাে, আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন?

উত্তর :- আমার মতে আগুনের ব্যবহার মানুষের ইতিহাসে জরুরি একটি পরিবর্তন । কারণ -

১. প্রচন্ড শীতের হাত থেকে মানুষকে রক্ষা করে আগুন।

২. বিভিন্ন জন্তুর আক্রমণ মােকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়।

৩. আগুনের ব্যবহার আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে দেয়। কাঁচা খাবারের পরিবর্তে তারা ঝলসানাে

খাবার খেতে শুরু করে। ফলে মানুষের শরীরের গঠন ও বুদ্ধির পরিবর্তন হয়।


Post a Comment

Previous Post Next Post