Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট-5 (Model Activity Task 2021 Class-6 History Part-5 2nd Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট-5 (Model Activity Task 2021 Class-6 History Part-5 2nd Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 ইতিহাস পার্ট-5 (Model Activity Task 2021 Class-6 History Part-5 2nd Series)

১.বেমানান শব্দটি খুঁজে লেখাে :

১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ

১.২ ব্ৰত্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাক্ষ্মণ

১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন

উত্তর:- ১.১) মহাকাব্য ১.২) গার্হস্থ্য ১.৩) রত্নিন

২. সত্য বা মিথ্যা নির্ণয় করাে :

২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।

২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।

২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলােচনা। 

উত্তর:- ২.১) সত্য ২.২) সত্য ২.৩) মিথ্যা

৩. একটি বা দুটি বাক্যে লেখাে :

৩.১ বেদের আরেক নাম শুতি কেন?

উত্তর:- বেদ শব্দটি বিদ বা জ্ঞান শব্দ থেকে এসেছে। আর্যদের প্রাচীনতম সাহিত্য হল বেদ ।পৃথিবীর প্রাচীনতম সাহিত্য হলো ঋগবেদ । বেদ সংস্কৃত ভাষায় রচিত হয় ।বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করে । ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত । শুনে শুনে মনে রাখা হতো বলে এর আরেক নাম শ্রুতি।

৩.২ জনপদ কী?

উত্তর:- প্রাচীনকালে ভারতবর্ষে গ্রামে থেকে বড় অঞ্চলেকে জনপদ বলা হতো । সেই জন কে কেন্দ্র করে পরবর্তীকালে ছোটো ছোটো রাজ্য গড়ে ওঠে তাকে জনপদ বলা হতো । আবার সাধারন মানুষ থেকে নির্দিষ্টভাবে বসবাস করে তাকেও জনপদ বলা হয়।

৪. নিজের ভাষায় লেখাে (৩ - ৪ টি বাক্যে) :

৪.১ বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল?

উত্তর:- উত্তর। বৈদিক যুগে কৃষি-অর্থনীতির পাশাপাশি ব্যাবসা-বাণিজ্যের গুরুত্বও ছিল বিশেষ উল্লেখযােগ্য। তবে আদি বৈদিক যুগে কৃষিজ উৎপাদন ততটা ছিল না বলে এই সময় ব্যাবসা-বাণিজ্যের ততটা চলন ছিল না। সরাসরি সমুদ্রবাণিজ্যের কোনাে উল্লেখ ঋকবেদে পাওয়া যায় না। তবে পরবর্তী বৈদিক যুগে কৃষির উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যাবসা বাণিজ্যের পরিমাণও বৃদ্ধি পায়। এই যুগে স্থলপথে বাণিজ্যের বিশেষ উল্লেখ থাকলেও জলপথে বাণিজ্যের নিশ্চিত কোনাে প্রমাণ নেই। এই যুগে বিনিময়ের ক্ষেত্রে হয়তাে বিভিন্ন প্রকার মুদ্রা (নিষ্ক, শতমান প্রভৃতি) ব্যবহার করা হত। 

Post a Comment

Previous Post Next Post