মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 6 পরিবেশ বিজ্ঞান পার্ট-5 (Model Activity Task 2021 Class-6 environment science Part-5 2nd Series)
১.ঠিক উত্তর নির্বাচন করাে:
১.১) হেমাটাইট যে ধাতুর আকরিক তা হলাে।
(ক) সােনা(খ) তামা
(গ) লােহা
(ঘ) অ্যালুমিনিয়াম
১.২ আয়তন পরিমাপের একক হলাে
(ক) গ্রাম(খ) সেন্টিমিটার
(গ) বর্গ সেন্টিমিটার
(ঘ) ঘন সেন্টিমিটার
১.২ অবিশুদ্ধ রক্ত হলাে –
(ক) যে রক্তে কেবল CO2 থাকে(খ) যে রক্তে 02-এর তুলনায় CO2 বেশি থাকে
(গ) যে রক্তে কেবল 02 থাকে
(ঘ) যে রক্তে C02,-এর তুলনায় 02 বেশি থাকে।
উত্তর :- ১.১) (গ) লােহা ১.২) (ঘ) ঘন সেন্টিমিটার ১.৩) (খ) যে রক্তে 02-এর তুলনায় CO2 বেশি থাকে।
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ SI পদ্ধতিতে বলের একক কী?
উত্তর:- নিউটন ।২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত
উত্তর:- জলের গভীরে গেলে তরলের উচ্চতা বাড়ায় তরলের চাপও বৃদ্ধি পায়।২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়?
উত্তর:- মানুষের মস্তিষ্কের খুলিতে।৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করাে।
উত্তর:- আমরা জানি ,চাপ = বল/ক্ষেত্রফল
= 90/0.09 নিউটন/বর্গমিটার
= 1000 নিউটন/বর্গমিটার
উত্তর : নির্ণয় চাপের পরিমাণ =1000 নিউটন/বর্গমিটার
৩.২ রক্তের কাজ কী কী?
উত্তর :- রক্তের কাজগুলি হলাে(i) জীবাণুদের বিরুদ্ধে দেহে রােগ প্রতিরােধ গড়ে তােলা।
(ii) দেহে তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা।
(iii) খাবার হজমের পর দরকারি খাদ্য কণাগুলি শরীরের আনাচে কানাচে পৌঁছে দেওয়া।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ বল বলতে কী বােঝায় ব্যাখ্যা করাে।
উত্তর:কোনাে স্থির বস্তুকে গতিশীল করতে বা গতিশীল বস্তুর বেগ বাড়াতে, কমাতে বা শূন্য করেদিতে বা গতির দিক বদল করতে বাইরে থেকে যা প্রয়ােগ করা হয় তাই হলাে বল। যেমন ড্রয়ার টেনে খােলা ও ঠেলে বন্ধ করা, গড়িয়ে আসা ফুটবলকে পা দিয়ে আটকানাে, স্থির থাকা টেবিলকে টেনে সরানাে। এইরকম নানা কাজে আমাদের কখনও জিনিস টানতে বা কখনও ঠেলতে হয়। এই টানা বা হলাে বল প্রয়ােগ করা।
৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?
উত্তর: মানবদেহে পাঁজরের ফাঁকে পঞ্জর পেশি এবং বুক আর পেটের মাঝখানে ভেতরে আছে মধ্যচ্ছদা। এগুলির সাহায্যে একবার আমাদের বুকের খাঁচা ফুলিয়ে তােলা হয়, তখন বাতাস ভেতরে ঢােকে। একে বলে প্রশ্বাস। আবার এই পেশিগুলাে ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা চুপসে যায় আর বাতাস বেরিয়ে পরে একে বলা হয় নিশ্বাস।
Tags
Class 6 Part 5