মডেল অ্যাক্টিভিটি টাস্ক ৫ শ্রেণী জুলাই ২০২১(MODEL ACTIVITY TASK ClASS 5 Health & Physical Education Prat 4 JULY 2021)
শ্রেণি- পঞ্চম
বিষয়-স্বাস্থ্য ও শারীরশিক্ষা
১। বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে (✓) চিহ্ন দাও।
ক) রাস্তা পার হওয়ার সময় কী করতে হয়?
(a) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয়।(b) ডান দিকটা দেখে রাস্তা পার হতে হয়
(c) বাম দিকটা দেখে রাস্তা পার হতে হয়
(d) সামনের দিকটা ফাঁকা থাকলেই রাস্তা পার হতে হয়।
খ) রাস্তার কোথা দিয়ে রাস্তা পার হতে হয়?
(a) হলুদ দাগ দেওয়া অংশ দিয়ে(b) জেব্রা ক্রসিং দিয়ে
(c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময়
অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে।
(d) কার্ভ এলাকা দিয়ে
গ) জেব্রা ক্রসিং-এ কী রং এর দাগ থাকে?
(a) লাল সাদা দাগ থাকে(b) সাদা কালাে দাগ থাকে
(c) হলুদ দাগ থাকে
(d) সাদা ডটেড দাগ থাকে
ঘ) কোন আলাের সংকেতে গাড়ি চলতে শুরু করে?
(a) লাল জ্বললে(b) হলুদ জ্বললে
(c) সবুজ জ্বললে
(d) হলুদ আলাের পরে সবুজ আলাে জ্বললে
(ঙ) যদি ট্রাফিকের আলাের সংকেতের লাল আলাের সংকেত বন্ধ হয়ে যদি হলুদ রঙের আলাের সংকেত দেওয়া হয় তাহলে গাড়ির চালককে কী করতে হবে?
(b) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে
(c) গাড়ি চলাতে শুরু করতে হবে।
(d) গাড়ি থামিয়ে দিতে হবে
চ) যদি ট্রাফিকের আলাের সংকেতের হলুদ আলাের সংকেত বন্ধ হয়ে গিয়ে যদি সবুজ আলাের সংকেত জ্বলে তাহলে কী করতে হবে?
(b) সাথে সাথে গাড়ি থামাতে হবে
(c) গাড়ি চালানাের জন্য প্রস্তুত হতে হবে
(d) গাড়ি থামানাের জন্য প্রস্তুত হতে হবে
ছ) ট্রাফিক পুলিশ কী কাজ করে?
(a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।(b) পথচারীদের রাস্তা পার হতে সহায়তা করে
(c) ট্রাফিক পুলিশ আলাের সংকেত দেয়।
(d) নিয়ম ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে
জ) রাস্তায় পথচারীদের কোথা দিয়ে হাঁটা উচিত?
(a) রাস্তা দিয়ে(b) ফুটপাথ দিয়ে
(c) ফুটপাত দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডানদিক দিয়ে
(d) ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে
ঝ) যেখানে ফুটপাথ নেই সেখানে রাস্তার কোনদিক দিয়ে হাঁটতে হয়?
(a) রাস্তার মাঝখান দিয়ে(b) রাস্তার বাম দিক দিয়ে
(c) রাস্তার ডান দিক দিয়ে
(d) বাম ও ডান উভয় দিক দিয়ে
ঞ) দৃষ্টিহীন ব্যক্তিকে রাস্তা পার হতে কে সবচেয়ে বেশি সাহায্য করতে পারেন?
(a) দৃষ্টিহীন ব্যক্তির সাহায্যকারী ট্রাফিক পুলিশ(b) দৃষ্টিহীন ব্যক্তি নিজেই
(c) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনাে পথচারী
(d) দৃষ্টিহীন ব্যক্তির সঙ্গে থাকা সহায়তাকারী সহযােগী
উপরের প্রশ্নগুলির উত্তর:-
(ক) (a) চারদিকটা দেখে রাস্তা পার হতে হয়।
(খ) (c) জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় অবশ্যই সবুজ পথচারীর রাস্তা পার হওয়ার সংকেত থাকলে।
(গ) (b) সাদা কালাে দাগ থাকে
(ঘ) (c) সবুজ জ্বললে
(ঙ) (b) গাড়ি চালাবার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে
(চ) (a) সাথে সাথে গাড়ি চালাতে হবে
(ছ) (a) ট্রাফিক ও পথচারীদের রাস্তা পথ চলার দিক নির্দেশ দেয় এবং আইন ভঙ্গকারীদের কাছ থেকে জরিমানা আদায় করে।
(জ) (d) ফুটপাথ দিয়ে এবং যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার বাম দিক দিয়ে
(ঝ) (b) রাস্তার বাম দিক দিয়ে
(ঞ) (c) দৃষ্টিহীন ব্যক্তির কাছাকাছি থাকা যেকোনাে পথচারী
২. এসো ছবি দেখে রং করতে শিখি
উত্তর:- নিজেকে রং করতে হবে৩. এসো ছবি দেখে রং করতে শিখি
উত্তর:- নিজেকে রং করতে হবে
Tags
Class 5 Part 4