মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 5 পরিবেশ বিজ্ঞান পার্ট 5 (Model Activity Task 2021 Class-5 Environment Science Part-5 2nd Series)
শ্রেণী- পঞ্চম
বিষয়- পরিবেশ বিজ্ঞান
১. বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখাে :
উত্তর :- ১.১) - ঘ , ১.২) - গ , ১.৩) - খ ।
২. ঠিক বাক্যের পাশে‘✓’আর ভুল বাক্যের পাশে'×'চিহ্ন দাও :
২.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।
উত্তর:- সঠিক ✓
২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর:- সঠিক ✓
২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তর:- ভুল ×
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তর:- i) বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা কমে যায় ফলে ফলন কমে যায়।
ii) বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে জমির বন্ধু পোকারা মরে যায় ফলে মৌমাছি, প্রজাপতি,রেশম মথ, ফড়িং, প্রভৃতির অভাবে পরাগসংযোগে ব্যাহত হয়।
৩.২ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তর:- বন্যা বন্ধ করা ও বর্ষার সময় অতিরিক্ত জল ধরে রেখে অন্য সময় জলসেচ ব্যবহার করার জন্য দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি স্থাপন করা।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তর :- পুকুর ,নদী, হ্রদ, প্রকৃতির জলাশয় জলে সূর্যের তাপে প্রতিনিহত উপরে উঠে যাচ্ছে উপরে ঠাণ্ডা বাতাসের সংস্পর্শে এসে এই জলকনা বরফে পরিণত হয় আর পর্বতের মাথায় ঠান্ডা আরো বেশি বলে সেখানে তুষারপাত হয় এই তুষার জমে বরফ হয়ে যায়।
Tags
Class 5 Part 5