মডেল অ্যাক্টিভিটি টাস্ক জুলাই ২০২১/MODEL ACTIVITY TASK JULY 2021
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ কাটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলাে –
(ক) বট (খ) পলাশ (গ) ফণীমনসা (ঘ) আম।
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলাে -
(ক) নাইট্রোজেন (খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস. (ঘ) কার্বন ডাইঅক্সাইড।
১.৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলাে-
(ক) গন্ডার। (খ) ডােডাে (গ) কুমির। (ঘ) হরিণ
২. শূন্যস্থান পূরণ করাে :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলাে- লিপ্তপদ হয়।
২.২ বাটখারা দিয়ে কোনাে জিনিসের ওজন মাপা হয়।
২.৩ লালাগ্রন্থি থেকে বেরােয় লালারস।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ কী করে চাল থেকে ধানের খােসাকে আলাদা করবে?
উত্তর: ঢেঁকি বা হলার মেশিন ব্যবহার করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করে।
৩.২ ফুসফুস ভালাে রাখার উপায় কী কী?
উত্তর:
ক) মুক্ত বাতাসে নিয়মিত শ্বাসের ব্যায়াম করা।
খ) সবুজ পরিবেশের ছোটাছুটি ও খেলাধুলা করা।
গ) ধোঁয়া ধুলোর থেকে দূরে থাকা।
৪) দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
উত্তর - বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কারণ-
ক) মানুষ জঙ্গল সৰ কেটে ফেলছে।
খ) প্রাণীদের খাবার ও জলের অভাব দেখা দিচ্ছে ।
গ) মানুষ জলাভূমি বন্ধ করে ফেলছে।
ঘ) বর্তমানে ফসলের জমিতে প্রচুর সার ও কীটনাশক ব্যবহৃত হয়। এর ফলে
বহু পাখি ও প্রাণী মারা যাচ্ছে ।
ঙ) বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের কারনেও প্রানীদের বাসস্থান বিপন্ন হচ্ছে ।