Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ইতিহাস পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 history Part-4 1st Series)

মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ইতিহাস পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 history Part-4 1st Series)


মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 7 ইতিহাস পার্ট-4 (Model Activity Task 2021 Class-7 history Part-4 1st Series)

১. ক- স্তম্ভের সাথে খ- স্তম্ভ মিলিয়ে লেখাে ?

ক-স্তম্ভ

খ-স্তম্ভ

হর্ষচরিত

অল বিরুনি

গৌড়বহো

বানভট্ট

কিতাব অল - হিন্দ

বাকপতিরাজ

উত্তর:-      হর্ষচরিত=বানভট্ট

গৌড়বহো=বাকপতিরাজ

কিতাব অল - হিন্দ=অল বিরুনি

২.বেমানান শব্দটির নিচে দাগ দাও:

(ক) বিজয়ালয়, দন্তিদুর্গ, প্রথম রাজরাজ, প্রথম রাজেন্দ্র
(খ) বরেন্দ্র, হরিকেল, কনৌজ, গৌড়
(গ) হলায়ুধ, জয়দেব, গােবর্ধন, উমাপতিধর

উত্তর:- ক) দন্তিদুর্গ

            খ) কনৌজ

            গ) হলায়ুধ

৩. সংক্ষেপে (৩০ - ৫০টি শব্দের মধ্যে) উত্তর দাও :

(ক) পাল-সেন যুগে কেমন ভাবে কর আদায় করা হত?

উত্তর:- উত্তরপাল ও সেন যুগে প্রধানত চার প্রকার কর নেওয়া হত । যেমন- ভাগ, ভােগ, কর ও হিরণ্য।

১. ভাগ:- উৎপন্ন ফসলের এক ষষ্ঠাংশ রাজারা কৃষকদের থেকে যে কর নিতেন।

২. ভােগ:- ফুল, ফল, কাঠ, মূল ইত্যাদি রাজারা নিজেদের ভােগের জন্য প্রজাদের কাছ থেকে নিতেন।

৩. কর:- ‘কর’ ছিল জনগণের আয়ের উপর নির্ধারিত রাজার প্রাপ্য অর্থ।

৪. হিরণ্য:- ‘হিরণ্য’ করের সঠিক মানে জানা যায়না। তবে রাজারা শস্যের পরিবর্তে নগদ মুদ্রা নিতেন একে হিরণ্য বলা হত এছাড়াও কিছু অপ্রধান কর আদায় করা হত।যেমন হাট, খেয়াঘাট, গাে-চারণ,ভূমি, নিজেদের নিরাপত্তা ও সমগ্র গ্রামবাসীর উপর কর ।

(খ) সেন রাজারা কি সাহিত্যের পৃষ্ঠপােষক ছিলেন?

উত্তর:- সেন রাজারা বাংলার সাহিত্য-সংস্কৃতিতেও বিশেষ অবদান রেখেছেন। লক্ষ্মণ সেনের রাজ সভায় ছিল
পঞ্চরত্ন। গীত গােবিন্দের রচয়িতা ও বিখ্যাত সংস্কৃত পণ্ডিত জয়দেব, এই পঞ্চরত্নের এক রত্ন ছিলেন।
বল্লাল সেন ও লক্ষ্মণ সেন উভয়েই স্মৃতিশাস্ত্র লিখেছিলেন। 'দানসাগর’ ও ‘অদ্ভুতসাগর’ নামক বিখ্যাত বই
গুলি বল্লাল সেরে লেখা। লক্ষ্মণ সেনের মন্ত্রী হলায়ুধ 'ব্রাহ্মণ সর্বস্ব’ নামের বইটি লেখেন। এছাড়াও
অভিধান প্রনেতা সর্বানন্দ এবং গানিতজ্ঞ ও জ্যোতির্বিদ শ্রীনিবাস ছিলেন সেন যুগের বিখ্যাত পণ্ডিত।

৪. নিজের ভাষায় লেখাে (১০০-১২০) টি শব্দের মধ্যে) :

(ক) বখতিয়ার খলজির বাংলা আক্রমণের পর বাংলাতে কি কি পরিবর্তন ঘটেছিল?

উত্তর:- উত্তর- বখতিয়ার খলজি বাংলা আক্রমন করলে লক্ষ্মণ সেন কোন প্রতিরােধ না করে পূর্ববঙ্গে চলেযান। ফলে বখতিয়ার খলজি সহজে বাংলা দখল করে নেন । তিনি লক্ষণাবতী অধিকার করে নিজের রাজধানী
স্থাপন করেন। এই শহরকে সমকালীন ঐতিহাসিকরা লখনৌতি বলেছেন। এরপর বখতিয়ার খলজি তার রাজ্যকে কয়েকটি ভাগে ভাগ করেন। প্রত্যেক ভাগের জন্য একজন করে শাসনকর্তা নিযুক্ত করেন। এরা ছিলেন তার সেনাপতি। তিনি মসজিদ, মাদ্রাসা এবং সুফি সাধকদের আস্তানা তৈরি করেন। তার আমলে রাজ্যের সীমানা উত্তরে দিনাজপুর জেলার দেবকোট থেকে রংপুর, দক্ষিনে পাদ্মানদী, পূর্বে তিস্তা ও করতােয়া নদী, এবং পশ্চিমে বিহার পর্যন্ত বিস্তৃত ছিল।


Post a Comment

Previous Post Next Post