Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

অত্যাবশ্যক (Essential) GK Question & Answer for compititive Exam

অত্যাবশ্যক GK Question & Answer
অত্যাবশ্যক (Essential) GK Question & Answer for compititive Exam

 ✔️১. পৃথিবীর প্রাচীনতম সভ্যতা কোনটি ―মেহেরগড়ের সভ্যতা।

✔️২. মেহেরগড়ের সভ্যতা কোন্ যুগের সভ্যতা ― নব্যপ্রস্তর যুগের।


✔️৩. ভারতের উত্তরদিকে কোন্ পর্বতমালা অবস্থিত ―হিমালয়।


✔️৪.হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কী ―এভারেস্ট ( বিশ্বের সর্বোচ্চ )।


✔️৫. এভারেস্টের উচ্চতা কত ―8850 মিটার।


✔️৬. কোন্ পৰ্বত ভারতকে দুভাগে বিভক্ত করেছে― বিন্ধ্য পর্বত।


✔️৭. দক্ষিণ ভারতের একটি প্রধান নদীর নাম কী― গােদাবরী।


✔️৮. পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ কোন্ দেশকে বলা হয়― ভারতকে।


✔️৯. রাজস্থানের কোন্ অঞ্চলে সিন্ধুসভ্যতার নিদর্শন পাওয়া গেছে―কলিবঙ্গানে।


✔️১০. মহেনজোদারাে ’ শব্দের অর্থ কী ―মৃতের স্তূপ।


✔️১১. ভারতে আগত প্রথম বিদেশি পর্যটক

কে―মেগাস্থিনিস


✔️১২. মেগাস্থিনিস কার দূত ছিলেন―সেলুকাসের।


✔️১৩. ইন্ডিকা কার লেখা―মেগাস্থিনিস।


✔️১৪. বুদ্ধচরিত গ্রন্থের লেখক কে―অশ্বঘোষ।


✔️১৫. 'মুদ্রারাক্ষস' গ্রন্থের লেখক কে―বিশাখা দত্ত।


✔️১৬. 'মৃচ্ছকটিক' কার লেখা―শূদ্রকের।


✔️১৭. 'কাদম্বরী' গ্রন্থের রচয়িতা কে―বানভট্ট।


✔️১৮. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে আসেন―হিউয়েন সাঙ।


✔️১৯. হর্ষবর্ধন কোন দক্ষিণ ভারতের রাজার কাছে পরাজিত হয়েছিলেন― দ্বিতীয় পুলকেশীর কাছে।


✔️২০. "শিলাদিত্য" উপাধি কে নিয়েছিলেন―হর্ষবর্ধন।


✔️২১. "মহামল্ল" উপাধি কে নিয়েছিলেন― প্রথম নরসিংহ বর্মন।


✔️২২. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন―সিরাজ উদদৌলা।


✔️২৩. ‘ অন্ধকূপ হত্যা ’ কোন্ নবাবের দ্বারা সংঘটিত হয়েছিল ―সিরাজ-উদদৌল্লা।


✔️২৪. সিরাজের প্রধান সেনাপতির নাম কী―মীরজাফর


✔️২৫. পলাশির যুদ্ধ কবে হয়েছিল―1757।


✔️২৬. সিরাজের রাজধানী কোথায় ছিল― মুর্শিদাবাদের হাজার দুয়ারিতে।


✔️২৮. পলাশির যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি কে― ছিলেন―রবার্ট ক্লাইভ।


✔️২৯. সিরাজ-উদদৌল্লার মৃত্যুর পর বাংলার নবাব কে হন― মীরজাফর।


✔️৩০. মীরজাফরের মৃত্যুর পর বাংলার নবাব কে হন―নজম-উদদৌলা।


✔️৩১. ছিয়াত্তরের মন্বন্তরের (1770) সময় বাংলার গভর্নর কে ছিলেন―লর্ড কার্টিযার।


✔️৩২. "দ্বৈত শাসন" কে প্রবর্তন করেন― রবার্ট ক্লাইভ।


✔️৩৩. "দ্বৈত শাসন" কে রদ করেন― ওয়ারেন হেস্টিংস।


✔️৩৪. কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায়―আনন্দমঠ।


✔️৩৫. ওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে কে বসেন―প্রথম বাহাদুর সাহা।


✔️৩৬. কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ কবে নির্মিত হয়―১৭০০ খ্রিস্টাব্দে।


✔️৩৭. কত খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়― 1800।


✔️৩৮. কে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন― লর্ড ওয়েলেসলি।


✔️39. ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠিত সুপ্রিমকোর্টে প্রথম ফাঁসি কাকে দেওয়া হয়েছিল― মহারাজ নন্দকুমারকে।


✔️৪০. শিখদের প্রথম ধর্ম গুরু কে ছিলেন―গুরু নানক।


✔️৪১. শিখদের ধর্ম গ্রন্থের নাম কি― গ্রন্থসাহেব।


✔️৪২. অমৃতসর সরোবর কে খনন করেন― শিখগুরু রামদাস।


✔️৪৩. অমৃতসরের স্বর্ণমন্দিরটি কে নির্মাণ করেন―গুরু অর্জুন সিং।


✔️৪৪. শিখগুরু তেগবাহাদুরকে কে হত্যা করেন―ঔরঙ্গজেব।


✔️৪৫. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়―১৭৮৪ খ্রিস্টাব্দে।


✔️৪৬. "খালসা" শব্দের অর্থ কি―পবিত্র।


✔️৪৭. খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন―গুরু গোবিন্দ সিংহ।


✔️৪৮. পঞ্চম গুরু অর্জুন সিংকে কে হত্যা করেন― সম্রাট জাহাঙ্গীর।


✔️৪৯. মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত―নানা সাহেব।


✔️৫০. "এশিয়াটিক সোসাইটি" কে প্রতিষ্ঠা করেন―স্যার উইলিয়াম জোন্স ।


✔️৫১. কলিকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন― ওয়ারেন হেস্টিংস।


✔️৫২. সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন―রাখাল দাস বন্দ্যোপাধ্যায়।


✔️৫৩. সিন্ধু সভ্যতা কবে আবিষ্কৃত হয়―1922 খ্রিস্টাব্দে।


✔️৫৪. সিন্ধু সভ্যতা কোন ধরনের সভ্যতা–নগরকেন্দ্রিক।


✔️৫৫. হরপ্পা সভ্যতা কোন যুগের―তাম্র-প্রস্তুর যুগ।


✔️৫৬. সিন্ধু সভ্যতার দুটি প্রধান শহরের নাম লেখ―হরপ্পা ও মহেঞ্জোদারো।


✔️৫৭. হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে―রাভি (ইরাবতী নদী)।


✔️৫৮. মহেঞ্জোদারো কোথায় অবস্থিত―সিন্ধু প্রদেশের লারকানা জেলায়।


✔️৫৯. আর্যরা ভারতে কোথায় প্রথম বসতি স্থাপন করে―পাঞ্জাবের সপ্তসিন্ধু অঞ্চলে।


✔️৬০. সপ্তসিন্ধু কোন কোন নদী নিয়ে গঠিত―শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রাভাগা, বিতস্তা, সিন্ধু ও সরস্বতী।


✔️৬১. আর্য সভ্যতার ওপর নাম কি―বৈদিক সভ্যতা।


✔️৬২. বৈদিক সভ্যতা কোন ধরণের সভ্যতা―গ্রাম কেন্দ্রিক।


✔️৬২. ঋক বৈদিক যুগে রাজাকে পরামর্শ দেওয়ার জন্য কি গড়ে উঠেছিল―সভা ও সমিতি।


✔️৬৩. আর্যদের বিনিময়ের মাধ্যম কি ছিল―গোরু।


✔️৬৪. আর্যরা ভারতে প্রথম কোন ধাতুর ব্যাবহার চালু করে―লোহা।


✔️৬৫. পরবর্তী বৈদিক যুগের একজন উল্লেখযোগ্য রমণী হলেন―গার্গী।


✔️৬৬. আর্যদের একটি বড়ো যজ্ঞের নাম লেখো―রাজসূয়।


"বর্তমানে চাকরি পাওয়া একটা বড়ো সংঘর্ষ হয়ে দাড়িয়েছে , তাই তার জন্য সঠিক প্রশিক্ষণের এবং গুরুত্বপূর্ণ তথের প্রয়জন হয় , এই website টি আপনাদের খুবি সাহায্য করবে গুরুত্বপূর্ণ তথের জন্য , আপনার এই website টি অনুসরণ করতে পারেন "

Post a Comment

Previous Post Next Post