Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

General Intelligence - সাধারন জ্ঞানের কিছু প্রয়জনিয় প্রশ্ন উত্তর

 এই লকডাউনে সবাই কর্মহীন তাই নিজেকে স্বাবলম্বী করতে একটা বিরাট সুযোগ রয়েছে 18 জুলাই WBP পরীক্ষার জন্য সবাই প্রস্তুত নিন। তার জন্য কিছু সাধারন জ্ঞানের প্রশ্ন উত্তর তুলে ধরা হলো ।



GK for all competitive exams in bengali . In Banglautkarsha.site


1.সুপ্রিম কোর্টের প্রধান



বিচারপতির নাম কি? 


উঃ শরদ অরবিন্দ বােবদে।


2.ভারতের Attorney General নাম কি?


 উঃ কে কে ভেনুগােপাল।



3.ভারতের সেনাবাহিনীর প্রধান কে?


 উঃ মনােজ মুকুন্দ নারভানে।


4.ভারতের বিমান বাহিনীর প্রধান কে?

 

উঃ রাকেশ কুমার সিং ভাদোরিয়া।


5.ভারতের নৌ বাহিনীর প্রধান কে?


 উঃ অ্যাডমিরাল করমবীর সিং।


6.ভারতের রাষ্ট্রপতির নাম কি?

 উঃ রামনাথ কোবিন্দ। 


7. ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? 


উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


8.রাজ্যসভার চেয়ারম্যানের নাম কি? 


উঃ এম ভেঙ্কাইয়া নাইডু।


9.লােকসভার স্পিকার -এর নাম কি? 


উঃ ওম বিড়লা।


10.লোকসভার ডেপুটি স্পিকারের নাম কি?


 উঃ এম থাম্বিদুরাই।


11.ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কে? 


উঃ সুনিল আরােরা।


12.ভারতের প্রধানমন্ত্রীর নাম কি? 


উঃ নরেন্দ্র মােদি।


13.ভারতের ক্যাবিনেট সচিব কে? 

উঃ রাজিব গৌবে। 


14. ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কে? 


উঃ অজিত কুমার দোভাল।


15. DRDO -এর ডিরেক্টর জেনারেল কে?


 উঃ ডক্টর জি সতীশ রেডি।


16. ভারতের অর্থ সচিবের নাম কি? 

উঃ অজয় ভূষণ পান্ডে। 


17.NIA ডিরেক্টর জেনারেল কে?


 উঃ যােগেশ চন্দ্রর মােদি।


18. IB ডিরেক্টর কে? 


উঃ অরবিন্দ কুমার।


19.SBI এর ডিরেক্টর কে?


 উঃ প্রবীণ সিনহা।


20. RAW -এর ডিরেক্টর

কে?

 উঃ সামন্ত গােয়েল।


21.BSF -এর ডিরেক্টর জেনারেল কে? 


উঃ রাকেশ আস্তানা।


22.CRPF -এর ডিজি কে? 


উঃ এ পি মহেশ্বরী।


23.নীতি আয়ােগ -এর চেয়ারম্যান কে?


 উঃ নরেন্দ্র মােদি।


24.নীতি আয়ােগ -এর ভাইস চেয়ারম্যান কে? 


উঃ ডক্টর রাজীব কুমার।


25.ইসরাের চেয়ারম্যানের নাম কি?

 উঃ ডক্টর কে সিবান। 


26.নীতি আয়ােগের সিইও এর নাম কি?


 উঃ অমিতাভ কান্ত।


27.জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন কে?

 

উঃ রেখা শর্মা।


28.জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে? 


উঃ এইচ এল দাত্তু।


29.ভাবা এটমিক রিসার্চ সেন্টার এর ডিরেক্টর কে? 


উঃ অজিত কুমার মােহান্তি।


30.SAIL -এর চেয়ারম্যানের নাম কি? 


উঃ সােমা মন্ডল। 


31.BSNL -এর চেয়ারম্যানের নাম কি? উঃ P. K, Purwar


32.রিজার্ভ ব্যাংকের গভর্নর -এর নাম কি? 


উঃ শক্তিকান্ত দাস।


33.NABARD -এর চেয়ারম্যান কে?


 উঃ জি আর চিন্তালা।


34.NASSCOM -এর প্রেসিডেন্ট কে? 


উঃ দেবানি ঘােষ।


35.CBSE -এর চেয়ারপার্সন কে? 


উঃ মনােজ আহুজা।


36.UPSC চেয়ারম্যানের নাম কি? 


উঃ প্রদীপ কুমার যােশী।


37.SSC -এর চেয়ারম্যান কে? 

উঃ ব্রজ রাজ শর্মা।


38.ICC -এর বর্তমান চেয়ারম্যান এর নাম কি? 


উঃ শশাঙ্ক মনােহর।


39.FIFA -এর চেয়ারম্যান কে? 


উঃ জিয়ান্নি ইনফান্তিনাে। 


40 NASA -র বর্তমান চেয়ারম্যান ক? 


উঃ Steve Jurczyk


41. BCCI -এর বর্তমান চেয়ারম্যান ক? 


উঃ সৌরভ গাঙ্গুলী।


42.SBI এর বর্তমান চেয়ারম্যান কে? 


উঃ দিনেশ কুমার খাড়




এই ব্লগে এসে যদি আপনি কিছুটা উপকৃত হন তাহলে এই ব্লগ টি অনুসরণ করতে পারেন। এমনি প্রশ্ন উত্তর আপনারা পরবর্তীকালে পাওয়ার জন্য সঙ্গে থাকবেন।



Post a Comment

Previous Post Next Post