Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

Competitive exam এর কিছু আকর্ষণীয় ভূগোলের প্রশ্ন উত্তর

 সামনে WPB Preliminary Exam এর জন্য কিছু ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আপনি এই article দ্বারা উপকৃত হবেন।




১। বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয়?

উত্তরঃ বক্সা ডুয়ার্সে ।


২। করোনেশন ব্রিজ অবস্থিত?

উত্তরঃ তিস্তা নদীর ওপর।


৩। কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের একমাত্র আণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় আছে?

উত্তরঃ তারাপুর।


৪। দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি কী নামে পরিচিত?

উত্তরঃ ডেকানট্রাপ


৫। উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয়?

উত্তরঃ শিলিগুড়িকে ।


৬। দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার কাকে বলে?

উত্তরঃ ক্যানিং ।


৭। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা সেটি কি নামে পরিচিত?

উত্তরঃ পুরুলিয়া ।


৮। কোন তারিখে বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে ?

উত্তরঃ 21 শে জুন ।


৯। সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায়?

উত্তরঃ দক্ষিণ 24 পরগনা ।


১০। ‘Chicken’s Neck’ কোন জায়গাকে বলা হয়?

উত্তরঃ উত্তর দিনাজপুরের চোপড়াকে ।


১১। ‘City of Joy’ কাকে বলা হয় ?

উত্তরঃকলকাতাকে ।


১২। বাংলার উত্তরের সমভূমি অংশ কি নামে পরিচিতি?

উত্তরঃ বরেন্দ্রভূমি ।


১৩। বাংলা ও নেপাল সীমান্তে কোন পাহাড় রয়েছে?

উত্তরঃ সিঙ্গলিলা।


১৪। বাংলার সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কী?

উত্তরঃ সান্দাকফু ।


১৫।বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তরঃ গোর্গাবুরু ।


16। বাংলায় কোথায় বালিয়াড়ি দেখা যায়?

উত্তরঃ উপকূলীয় সমভূমিতে ।


১৭। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কি প্রকৃতির?

উত্তরঃ  তরঙ্গায়িত ।


১৮। কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

উত্তরঃ ঋষিলা ।


১৯। বক্স গিরিখাত দিয়ে কোথায় যাওয়া যায়?

উত্তরঃ ভুটানে ।


২০। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়?

উত্তরঃ বীরভূমে।


২১। পেডং কথার অর্থ?

উত্তরঃ অর্কিডের শহর ।


২২। তরাই শব্দের অর্থ কী?

উত্তরঃ স্যাঁতসেঁতে ভূমি ।


২৩।শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ বাঁকুড়া জেলায় ।


২৪। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station কোনটি?

উত্তরঃ ঘুম ।


২৫। রাঙামাটির দেশ কাকে বলা হয়?

উত্তরঃ রাঢ় অঞ্চলকে ।


২৬। মথুরাখালি পাহাড় কোথায় অবস্থিত?

উত্তরঃ বীরভূমে ।


২৭। গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের কোন স্থানে

উত্তরঃ ধুলিয়ানে ।


২৮। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে।

উত্তরঃ  520 কিমি ।


২৯। বাংলার প্রধান নদী কোনটি?

উত্তরঃ গঙ্গা ।


৩০। কোন নদকে বলা হয় – বাংলার দুঃখ বলা হয় ।

উত্তরঃ দামোদর।


৩১। বহরমপুর কি জন্য বিখ্যাত?

উত্তরঃ রেশম শিল্পের জন্য ।


৩২। রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর কোনটি?

উত্তরঃ  বর্ধমান ।


৩৩। বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্রের নাম কি?

উত্তরঃ দিঘা ও জুনপুট ।


৩৪। ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কোথায়?

উত্তরঃ কলকাতায় ।


৩৫। হলদিয়া কি জন্য বিখ্যাত?

উত্তরঃ পেট্রোরসায়ন শিল্পের জন্য ।


৩৬। কৃষ্ণনগর বিখ্যাত কি জন্য বিখ্যাত?

উত্তরঃ মৃৎ শিল্পের জন্য ।


৩৭। জলপাইগুড়ি শহর অবস্থিত কোন নদীর তীরে?

উত্তরঃ Korola and Tista


৩৮। শংকরপুর একটি।

উত্তরঃ  মৎস্য বন্দর ।


৩৯। বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতায় (বেলগাছিয়া) ।


৪০। লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত 

উত্তরঃ দক্ষিণ 24 পরগনায় ।


৪১। বক্সা অভয়ারণ্যটি কি সালে স্থাপিত হয়?

উত্তরঃ 1986 সালে।


৪২। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি কোথায় অবস্থিত?

উত্তরঃ কলকাতার বেলগাছিয়ায় ।


৪৩। কত সালে দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল?

উত্তরঃ 1875 সালে।


৪৪। বাংলায় ধানের বউল বলা হয় কোন স্থানকে?

উত্তরঃ বর্ধমানকে ।


৪৫। জয়ন্তি হল।

উত্তরঃ সংরক্ষিত বনভূমি ।


৪৬। সুন্দরবন হল।

উত্তরঃ সুরক্ষিত বনভূমি ।


৪৭। খোয়াই অঞ্চল দেখা যায়?

 উত্তরঃ বীরভূম জেলায় ।


৪৮। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কি নামে পরিচিত?

উত্তরঃ খিয়র নামে পরিচিত ।


৪৯। তাল শব্দের অর্থ কি?

উত্তরঃ জলাভূমি ও নিম্নভূমি ।


৫০। সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে কি বলা হয়?

উত্তরঃ আবাদ বলে ।


এই website এসে যদি আপনি কিছু উপকৃত হন তাহলে এই website অনুসরণ করবেন।


Post a Comment

Previous Post Next Post