Join Our Telegram
Daily Mock Test
Join Our Facebook

40 টি ভারতের সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের জন্যে


 ভারতের কিছু বিশেষ তথ্য তুলে ধরা হল এইগুলো তোমাদের চাকরির পরীক্ষার জন্য খুব কাজে লাগবে।.



1.  ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় ―ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়।


 2. ভারতের বৃহত্তম লাইব্রেরী বা গ্রন্থাগার ―কলকাতার ন্যাশনাল লাইব্রেরী।


 3. ভারতের বৃহত্তম হ্রদ ―উলার (কাশ্মীর)।


 4. ভারতের বৃহত্তম কার্ডিয়াক হাসপাতাল ―এসকর্ট হার্ট ইনস্টিটিউট (নিউ দিল্লী)।


 5. ভারতের বৃহত্তম হাসপাতালে ―আহমেদাবাদের বি জি মেডিক্যাল হসপিটাল।


 6. ভারতের বৃহত্তম গুরদোয়ার ―পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (চতুর্থ শিখগুরু, গুরু রামদাস 1577 সালে প্রতিষ্ঠা করেন।


 7. ভারতের বৃহত্তম প্রদর্শনী ময়দান ―নিউ দিল্লির প্রগতি ময়দান।


 8. ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক হল ―স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।


 9. ভারতের বৃহত্তম অডিটোরিয়াম ―শ্রী সম্মুখনন্দ হল (মুম্বাই)।


10. ভারতের বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন ―রয়্যাল বোটানিক্যাল গার্ডেন (কলকাতা)।


11. ভারতের বৃহত্তম বসতবাড়ি ―রাষ্ট্রপতি ভবন (নিউ দিল্লি)।


12. ভারতের বৃহত্তম গুহা ―জম্মু ও কাশ্মীরের অমরনাথ গুহা।


13. ভারতের বৃহত্তম গুহা মন্দির ―মহারাষ্ট্রর ইলোরা।


14. ভারতের বৃহত্তম সিনেমা থিয়েটার ―তামিলনাড়ুর মাদুরাইয়ের থংগম।


15. ভারতের বৃহত্তম ব-দ্বীপ ―সুন্দরবন (75,000 বর্গ কিমি)।


16. ভারতের বৃহত্তম মরুভূমি ―থর মরুভূমি।


17. ভারতের বৃহত্তম গম্বুজ ―কর্ণাটকের বিজাপুরে অবস্থিত গোল গম্বুজ।


18. ভারতের বৃহত্তম কংক্রীটের বাঁধ ―কৃষ্ণানদীর ওপর নাগার্জুন সাগর বাঁধ, (অন্ধ্রপ্রদেশ)।


19. ভারতের বৃহত্তম উপহৃদ ―চিলকা হ্রদ।


20. ভারতের বৃহত্তম জেলা ―গুজরাটের কচ্ছ।


21. ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ ―কোঙ্গন রেলপথের খারবুদে সুড়ঙ্গ।


22. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ―ডাল।


23. ভারতের বৃহত্তম নদীদ্বীপ ―মাজুলি।


24. ভারতের বৃহত্তম রাজ্য ―রাজস্থান।


25. ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ ―চীন।


26. ভারতের বৃহত্তম সুড়ঙ্গ পথ ―জওহর টানেল, বানিহাল পাস (জম্মু-কাশ্মীর)।


27. ভারতের বৃহত্তম জনবহুল জেলা ―মহারাষ্টের থানে (1,105 কোটি)।


28. ভারতের বৃহত্তম উপজাতি ―গোন্ড (মহারাষ্ট্র, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ।


29. ভারতের বৃহত্তম জিপিও ―মুম্বাই জিপিও।


30. ভারতের সবচেয়ে বড় ক্যান্টিলিভার সেতু ― কলকাতার হাওড়া ব্রিজ।


31. ভারতের বৃহত্তম কারাগার ―তিহার সেন্ট্রাল জেল, দিল্লি।


32. ভারতের বৃহত্তম মালভূমি দক্ষিণাত্যের মালভূমি।


33. ভারতের বৃহত্তম তারামণ্ডল ―কলকাতার বিড়লা প্ল্যানেটরিয়াম।


34. ভারতের বৃহত্তম ল্যান্ডিং জাহাজ ―INS 'Magar'।


35. ভারতের বৃহত্তম জাদুঘর ―কলকাতার ইন্ডিয়ান মিউজিয়াম।


36. ভারতের বৃহত্তম মসজিদ ―জামা মসজিদ।


37. ভারতে কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক অধিপত্য প্রতিষ্ঠা করে - বাংলা


38. ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল -লাক্ষাদ্বীপ 


39. ভারতের জাতীয় প্রাণী বা নীতিবাক্য হল - সত্যমেব জয়তে


40. ভারতের জাতীয় পতাকার রূপকার হল - পিঙ্গলি ভেঙ্কাইয়া


এই ব্লগে এসে যদি আপনি কিছু উপকৃত হন তাহলে এই ব্লগটি অনুসরণ করবেন। 











Post a Comment

Previous Post Next Post